সিলেটের বিশ্বনাথ উপজেলায় সড়কের পাশে দাঁড়িয়ে চা খাচ্ছিলেন আজিজুর রহমান (৪০) নামের এক ব্যক্তি। হঠাৎ সিএনজিচালিত অটোরিকশা থেকে তাঁকে গুলি করে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ আজিজুর উপজেলার দশঘর ইউনিয়নের নাচুনী গ্রামের বাসিন্দা।

গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার লহরী সেতুসংলগ্ন মাদ্রাসার পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাবুল আহমদ (৩৮) নামে সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। তাঁর বাড়ি বিশ্বনাথের দশঘর গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজিজুর রহমান গতকাল রাতে মাছ ধরার জন্য নিজের জমি সেচ দিতে গিয়েছিলেন। পথে রাস্তার পাশে দাঁড়িয়ে আরও কয়েকজনের সঙ্গে চা খাচ্ছিলেন। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। এতে আজিজুর রহমানের বাঁ হাত গুলিবিদ্ধ হয়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

গুলিবিদ্ধ আজিজুরের বরাত দিয়ে পুলিশ জানায়, দুর্বৃত্তদের ছোড়া ছররা গুলিতে আহত হন আজিজুর। তাঁর চার ভাই যুক্তরাজ্যে থাকলেও তিনি দেশে থাকেন। পরিবারের মধ্যে একাই দেশে অবস্থান করায় প্রতিপক্ষের লোকজনের সঙ্গে তাঁর শত্রুতা আছে।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, এ ঘটনায় একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। আহত ব্যক্তির পক্ষ থেকে থানায় এখনো অভিযোগ করা হয়নি।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আজ জ র র

এছাড়াও পড়ুন:

পরকীয়া নিয়ে দ্বন্দ্বের জেরে কথা কাটাকাটি, যুবককে কুপিয়ে হত্যা

পাবনায় পরকীয়া প্রেম সংক্রান্ত দ্বন্দ্বের জেরে আকাশ হোসেন (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে সুভেল হোসেন নামে একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ১টার দিকে পৌর এলাকার সাধুপাড়া ব্রিজের কাছে হত্যাকাণ্ডটি ঘটে। 

বুধবার (১ অক্টোবর) পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

আরো পড়ুন:

বাড়ির মেয়েদের দিকে কুদৃষ্টি দেওয়ায় আকবরকে হত্যা

কক্সবাজারে ছাত্রলীগ কর্মীর ছুরিকাঘাতে জামায়াতের যুব বিভাগের নেতা নিহত

নিহত আকাশ সদর উপজেলার পলিথিন মোড় এলাকার সোহেল হোসেনের ছেলে। এ ঘটনায় আহত নাঈম সাধুপাড়া এলাকার মৃত লালু মণ্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এক গৃহবধূর সঙ্গে মিল্লাত নামে এক যুবকের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের প্রমাণ ছিল আকাশ ও নাঈমের কাছে। গতকাল রাতে মিল্লাত ও তার সহযোগী সুভেলের সঙ্গে পরকীয়া প্রেমের বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় আকাশ ও নাঈমের।

এক পর্যায়ে মিল্লাত হাতে থাকা ছুরি দিয়ে তাদের কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেন।

পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম বলেন, “পরকীয়া প্রেমের জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে। আমরা একজনকে আটক করেছি। মরদেহ  ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

ঢাকা/শাহীন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • যুক্তরাজ্যে সিনাগগের বাইরে সন্ত্রাসী হামলা, নিহত ৩
  • পরকীয়া নিয়ে দ্বন্দ্বের জেরে কথা কাটাকাটি, যুবককে কুপিয়ে হত্যা