সিলেটে অটোরিকশা থেকে যুবককে গুলি, আটক ১
Published: 25th, June 2025 GMT
সিলেটের বিশ্বনাথ উপজেলায় সড়কের পাশে দাঁড়িয়ে চা খাচ্ছিলেন আজিজুর রহমান (৪০) নামের এক ব্যক্তি। হঠাৎ সিএনজিচালিত অটোরিকশা থেকে তাঁকে গুলি করে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ আজিজুর উপজেলার দশঘর ইউনিয়নের নাচুনী গ্রামের বাসিন্দা।
গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার লহরী সেতুসংলগ্ন মাদ্রাসার পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাবুল আহমদ (৩৮) নামে সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। তাঁর বাড়ি বিশ্বনাথের দশঘর গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজিজুর রহমান গতকাল রাতে মাছ ধরার জন্য নিজের জমি সেচ দিতে গিয়েছিলেন। পথে রাস্তার পাশে দাঁড়িয়ে আরও কয়েকজনের সঙ্গে চা খাচ্ছিলেন। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। এতে আজিজুর রহমানের বাঁ হাত গুলিবিদ্ধ হয়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
গুলিবিদ্ধ আজিজুরের বরাত দিয়ে পুলিশ জানায়, দুর্বৃত্তদের ছোড়া ছররা গুলিতে আহত হন আজিজুর। তাঁর চার ভাই যুক্তরাজ্যে থাকলেও তিনি দেশে থাকেন। পরিবারের মধ্যে একাই দেশে অবস্থান করায় প্রতিপক্ষের লোকজনের সঙ্গে তাঁর শত্রুতা আছে।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, এ ঘটনায় একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। আহত ব্যক্তির পক্ষ থেকে থানায় এখনো অভিযোগ করা হয়নি।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আজ জ র র
এছাড়াও পড়ুন:
মহাখালী ফ্লাইওভারের ডিভাইডারে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ২
রাজধানীর মহাখালী ফ্লাইওভারের ওপর একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছে একজন। ধাক্কা লেগে গাড়িতে আগুন ধরে যায়।
নিহত ব্যক্তিরা হলেন শওকত হোসেন কানন ও তার চাচাতো ভাই রিন্টু। আহত ব্যক্তির নাম হাসনাত।
শনিবার ভোর ৫টার দিকে মুমূর্ষু অবস্থায় পথচারীরা কাননকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রিন্টুকে পথচারীরা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়।
আরো পড়ুন:
সাতজনের মৃত্যু, মাইক্রোবাস চালকের বিরুদ্ধে মামলা
শিবচরে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত
বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. সিদ্দিক হোসেন জানান, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে মহাখালী ফ্লাইওভারের ওপর প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারালে ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে। এতে গাড়িতে থাকা ৩ জন আহত হন। পথচারীরা একজনকে কুর্মিটোলা হাসপাতালে এবং একজনকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে ২ জনই মারা যান। আহত একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় গেছেন। ঘটনার পর প্রাইভেটকারে আগুন ধরে পুড়ে যায়।
পুলিশ জানায়, মহাখালী ফ্লাইওভারের ওপর ওই ডিভাইডার রাতের বেলা প্রায় অন্ধকার থাকে। ডিভাইডারের ওপর কোনো রং করা নেই। প্রায় সময়ই এখানে দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে দুপুরে স্বজনেরা হাসপাতালে ছুটে আসেন। মৃত শওকত হোসেন কাননের স্ত্রী মৌসুমী করিম জানান, তাদের বাড়ি হাজারীবাগ মনেশ্বর প্রথম লেনে। কাননের বাবার নাম মো. মুন্না। কানন একটি ইনস্যুরেন্স কোম্পানিতে চাকরি করতেন। মৃত রিন্টু ও কানন চাচাতো ভাই, রিন্টুর বাড়ি হাজারীবাগ মনেশ্বর প্রথম লেনে। স্ত্রী-সন্তান নিয়ে ধানমন্ডিতে থাকেন। রিন্টু ট্যানারি ব্যবসায়ী।
মৌসুমী জানান, প্রাইভেটকারটি রিন্টুর। তবে রাতে তারা ৩ জন কোথায় গিয়েছিলেন সে বিষয়ে তিনি কিছু জানেন না।
ঢাকা/এমআর/এসবি