ইরানের পার্লামেন্ট জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার (আইএইএ) সাথে সহযোগিতা স্থগিত করার জন্য একটি বিল অনুমোদন করেছে। বুধবার বিলটির অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

ইসরায়েলের সাথে সম্প্রতি যুদ্ধ শেষ হওয়ার পরে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইরানের দীর্ঘদিনের শত্রু দাবি করেছে, তারা তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরিতে বাধা দিতে চায়।

রাষ্ট্রীয় গণমাধ্যম পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ইরান তার বেসামরিক পারমাণবিক কর্মসূচি ত্বরান্বিত করবে।

তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির কথা অস্বীকার করেছে এবং জানিয়েছে, চলতি মাসে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নীতি লঙ্ঘন করেছে বলে ঘোষণা করা আইএইএ-এর একটি প্রস্তাব ইসরায়েলের আক্রমণের পথ প্রশস্ত করেছে।

কালিবাফের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, আইএইএ ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার নিন্দা জানাতেও অস্বীকৃতি জানিয়েছে এবং সংস্থাটি তার আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতা নিলামে তুলেছে।

কালিবাফ বলেছেন, “এই কারণে ইরানের পারমাণবিক শক্তি সংস্থা পারমাণবিক স্থাপনার নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত সংস্থার সাথে তার সহযোগিতা স্থগিত করবে এবং দেশের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাবে।”

ঢাকা/শাহেদ

.