জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়ায় ‘বি’ ইউনিটের আসন পূরণে দেখা দিয়েছে সংকট। অনেক শিক্ষার্থী ভর্তি না হওয়ায় কলা ও আইন অনুষদভুক্ত এই ইউনিটে ষষ্ঠ মেধাতালিকা প্রকাশের পরও ফাঁকা রয়েছে অর্ধশতাধিক আসন।

বুধবার (২৫ জুন) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের কলা ও আইন অনুষদের ডিন অধ্যাপক ড.

হোসনে আরা।

তিনি বলেন, “অনুষদের আওতাধীন ১২টি বিভাগে বর্তমানে ৭০-৭৫টি আসন ফাঁকা রয়েছে। এসব আসন পূরণে ডিন অফিসে সাক্ষাৎকার গ্রহণ করা হয়েছে।”

আরো পড়ুন:

রাবির কলা অনুষদভুক্ত বিভাগগুলোর শিক্ষক নিয়োগ স্থগিত

সড়ক অবরোধ করে বিএম কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

তিনি আরো বলেন, “আজ যারা সাক্ষাৎকারে অংশ নিয়েছেন, তাদের মধ্য থেকেই শিক্ষার্থীদের সাবজেক্ট চয়েজ ও ফাঁকা আসনের সামঞ্জস্য রেখে ভর্তি সম্পন্ন করা হবে। ক্লাস ইতোমধ্যে শুরু হয়ে গেছে। তাই দ্রুত মেধাতালিকা প্রকাশ করে ভর্তি প্রক্রিয়া চূড়ান্ত করা হবে,"। 

মঙ্গলবার (২৪ জুন) দিনভর ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার নেওয়া হয়। ফাঁকা আসনের চেয়ে প্রায় সাতগুণ শিক্ষার্থীর সাক্ষাৎকার নেওয়া হয়েছে বলেও জানান অধ্যাপক হোসনে আরা।

তবে আসন ফাঁকা থাকলে গণবিজ্ঞপ্তি দেওয়া হবে কি-না এমন প্রশ্নে তিনি বলেন, “এখনই কিছু বলা যাচ্ছে না। প্রয়োজনে ভর্তি সংক্রান্ত কেন্দ্রীয় কমিটি পরবর্তী সিদ্ধান্ত নেবে।”

ঢাকা/লিমন/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

সাংবাদিক তুহিন হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে ফতুল্লা প্রেসক্লাবের বিক্ষোভ

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ফতুল্লা প্রেসক্লাব। রবিবার দুপুরে ফতুল্লা প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। 

এসৃয় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, হামলা, মামলা আর হত্যা করে সাংবাদিকদের কলম থামিয়ে রাখা যাবে না। সমাবেশ থেকে সাগর-রুনি হত্যাসহ বিভিন্ন সময়ো হত্যাকান্ডের শিকার সাংবাদিকদের বিচার দাবি করাসহ সাংবাদিকদের নিরাপত্তা আইন পাশের দাবি করা হয়।

ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ মাসুমের সঞ্চালনায় এবং ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আবদুর রহিম এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরু, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মনির হোসেন, ফতুল্লা মডেল রিপোর্টার্স ক্লাবের সভাপতি রফিকুল্লাহ রিপন, ফতুল্লা প্রেসক্লাবের সহ-সভাপতি সেলিম মুন্সী, অর্থ সম্পাদক শাকিল আহমেদ ডিয়েল, দপ্তর সম্পাদক এমএ সুমন, নজরুল ইসলাম সুজন,  আরিফ হোসেন, জসিম উদ্দিন, রাসেল, লিজা, রনি দাস, সোহেল রানা, নাজমুল, শাহাবুদ্দিন শাহাব,মোস্তাক, হৃদয়, আনোয়ার হোসেন সজীব, পলাশ লালপুরী প্রমুখ।
 

সম্পর্কিত নিবন্ধ