সোহানের আরেকটি ফিফটি, শামীমের ব্যাটেও রান
Published: 26th, June 2025 GMT
শ্রীলঙ্কায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাওয়ার আগে সীমিত পরিসরের ক্রিকেটারদের মধ্যে অনেকেই রান পাননি। চট্টগ্রামে নিজেদের মধ্যে খেলা প্রস্তুতি ম্যাচে নিষ্প্রভ ছিলেন তানজিদ হাসান, নাঈম শেখ, তাওহীদ হৃদয়, পারভেজ হোসেন ইমনরা।
তবে টানা দুই ম্যাচে রান পেয়েছেন কাজী নুরুল হাসান সোহান। তাকে অবশ্য নেওয়া হয়নি ওয়ানডে দলে। প্রথম ওয়ানডেতে ৯৭ রানের পর গতকাল দ্বিতীয়টিতে ৬৮ রান আসে তার ব্যাট থেকে। এছাড়া পঞ্চাশ ছুঁয়েছেন শামীম হোসেন পাটোয়ারী। লাইমলাইটে থাকা সাইফ হাসান ৭১, অমিত হাসান ৭৩ ও ইয়াসির আলী চৌধুরী ৪৪ রান করেন। সৌম্য সরকার করেছেন ৪০ রান। তারা অবশ্য কেউই নেই ওয়ানডে দলে।
ম্যাচে সবুজ দল ৭ উইকেটে হারিয়েছে লাল দলকে। দিবারাত্রির ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে লাল দল ২৩০ রানের বেশি করতে পারেনি। জবাবে সবুজ দল ৩৯.
তানজিদ হাসান লাল দলের হয়ে ১৭ রান করেছেন। প্রথম ওয়ানডেতে রানের খাতা খুলতে পারেননি তিনি। নাঈম শেখ ১১ রানের বেশি করতে পারেননি। অধিনায়ক তাওহীদ হৃদয় ১৯ রানে রান আউট হন শামীমের থ্রোতে। এছাড়া মোসাদ্দেক শূন্য, রিশাদ ৭ রান করেন।
দেয়াল হয়ে দাঁড়িয়ে পাঁচে নেমে সোহান ৮৫ বলে ৬৮ রান করেন ৪ চার ও ১ ছক্কায়। এছাড়া সাইফ হাসান ১০৮ বলে ৫ চার ও ১ ছক্কায় দলের পক্ষে সর্বোচ্চ ৭১ রান করেন।
সবুজ দলের বোলারদের মধ্যে তানজিম হাসান ৪৬ রানে ৪ উইকেট নেন। প্রথম ওয়ানডেতে তার শিকার ছিল ৫ উইকেট। ২ উইকেট পেয়েছেন মোস্তাফিজুর রহমান। শরিফুল ও তানভীর পেয়েছেন ১টি করে উইকেট।
জবাব দিতে নেমে সবুজ দলের ওপনার পারভেজ ১৬ রানে থেমে যান। ৪০ করে আউট হন সৌম্য। এরপর অমিত হাসানের ৭৩ ও ইয়াসির আলী চৌধুরীর ৪৪ রানের ইনিংসে সহজেই লক্ষ্যের দিকে এগিয়ে যায় সবুজ দল। শেষ দিকে শামীমের ৩২ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫২ রানের ইনিংসে সহজেই জয় পায় সবুজ দল।
বোলিংয়ে লাল দলের হয়ে ২ উইকেট পেয়েছেন স্পিনার সাইফ হাসান। ১ উইকেট নেন রিশাদ।
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে আগামী ২৮ জুন ঢাকা ছাড়বেন ক্রিকেটাররা।
ঢাকা/ইয়াসিন
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র ন কর ন সব জ দল ল ল দল উইক ট
এছাড়াও পড়ুন:
আবারও বিশ্ব রেকর্ড ডুপ্লান্টিসের, এবার লাফালেন তিনতলা বাড়ির উচ্চতা
আরমান্দ ‘মোন্দো’ ডুপ্লান্টিসের হাতে পোল মানেই যেন বিশ্ব রেকর্ড!
হাঙ্গেরির বুদাপেস্ট মিটে গতকাল যেমন করলেন। পোল ভল্টে গড়া নিজের বিশ্ব রেকর্ড ভাঙলেন নিজেই। পোল নিয়ে ৬.২৯ মিটার উঁচুতে লাফিয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন সুইডিশ কিংবদন্তি। মাত্র এক সেন্টিমিটার ব্যবধানে ভেঙেছেন গত জুনে স্টকহোমে গড়া নিজের বিশ্ব রেকর্ড (৬.২৮ মিটার)। বুদাপেস্ট মিটে দ্বিতীয় প্রচেষ্টায় এই উচ্চতার বেশি লাফিয়ে ১৩তম বারের মতো বিশ্ব রেকর্ড ভাঙলেন ডুপ্লান্টিস।
আরও পড়ুন৩২ কেজি ওজনের মাছ শিকার করে ৪ কোটি ৮৬ লাখ টাকা জিতলেন বাস্কেটবল কিংবদন্তি১১ আগস্ট ২০২৫চলতি বছর পোল ভল্টে এ নিয়ে তৃতীয় রেকর্ড গড়লেন ডুপ্লান্টিস। গত ফেব্রুয়ারিতে ক্লেরমন্ট–ফেরান্ডে ৬.২৭ মিটার উচ্চতা টপকে যান ২৫ বছর বয়সী এ অ্যাথলেট। বুদাপেস্টে দ্বিতীয় প্রচেষ্টায় বিশ্ব রেকর্ড গড়া লাফটি দেওয়ার সময় ডুপ্লান্টিসের একটি পা ও পেট বারের সঙ্গে লেগে গিয়েছিল। তবে লাফানোটি আইনসিদ্ধ ছিল।
১৯৮৫ সালের ১৩ জুলাই ইতিহাসের প্রথম পোল ভল্টার হিসেবে ৬ মিটার উচ্চতা লাফিয়ে পার হয়েছিলেন ইউক্রেনের কিংবদন্তি সের্গেই বুবকা। এরপর মোট ২৬ বার ভেঙেছে বিশ্ব রেকর্ড—বুবকা ভাঙেন ১২ বার, ডুপ্লান্টিস ভেঙেছেন ১৩ বার এবং একবার ভেঙেছেন রেঁনাদ লাভিলেনি। ডুপ্লান্টিস ২০২০ সালে ৬.১৭ মিটার লাফিয়ে প্রথম বিশ্ব রেকর্ড ভাঙেন।
বিশ্ব রেকর্ড গড়ার পর ডুপ্লান্টিসের উদ্যাপন