গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরো ৭৯ ফিলিস্তিনি
Published: 26th, June 2025 GMT
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় আরো অন্তত ৭৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৪০০ জন। আজ বৃহস্পতিবার আল জাজিরার লাইভে এ তথ্য জানানো হয়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
এ ছাড়া অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাহর উত্তর-পূর্বে কাফর মালেকে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় কমপক্ষে তিনজন ফিলিস্তিনি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
আরো পড়ুন:
গাজায় হামাসের হামলায় ৭ ইসরায়েলি সেনা নিহত
ফিলিস্তিন-ইরানে হামলার প্রতিবাদে ঢাবিতে ইসরাইলি পতাকায় অগ্নিসংযোগ
আল-আকসা টিভি এবং ফিলিস্তিনি তথ্যকেন্দ্র বলছে, দক্ষিণ গাজার আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আবাসস্থলে কমপক্ষে দুটি হামলা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ গাজার খান ইউনিসের মাজাইদা পাড়ায় আবু আরব পরিবারের আরেকটি তাঁবুতে বোমা হামলা চালিয়েছে। এতে কমপক্ষে পাঁচজন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
আল জাজিরার প্রতিনিধিরা জানিয়েছেন, ইসরায়েলি সেনাবাহিনী উত্তর, মধ্য এবং দক্ষিণ গাজায় হামলা চালিয়ে কমপক্ষে ১৩ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। মধ্য গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনী নেটজারিম জংশনের কাছে সাহায্যের জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়েছে। এতে একজন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
নাসের মেডিকেল কমপ্লেক্স জানিয়েছে, খান ইউনিসের পশ্চিমে একটি বাড়ি লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন হামলায়ও একজন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এতে প্রায় ১২০০ জন নিহত এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। ওইদিন থেকেই গাজায় ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, তখন থেকে গাজায় কমপক্ষে ৫৬ হাজার ১৫৭ জন নিহত হয়েছেন।
ঢাকা/ফিরোজ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ইসর য় ল ইসর য় ল কমপক ষ আরও ব ইসর য
এছাড়াও পড়ুন:
৩ কোটি টাকা, ব্যক্তিগত উড়োজাহাজসহ আরও যা যা পান একজন মিস ইউনিভার্স
থাইল্যান্ডের ব্যাংকক ও ফুকেটে চলছে মিস ইউনিভার্সের ৭৪তম আসর। সেখানে ইতিমধ্যে আলোচনায় আছেন মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলা। মিস ইউনিভার্সের বার্ষিক বাজেট ১০০ মিলিয়ন ডলার। বিজয়ী হওয়ার পরবর্তী এক বছর মিস ইউনিভার্সের সব খরচ বহন করে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ। চলুন দেখে নেওয়া যাক, প্রতিযোগিতার বিজয়ী কী পান।
১. নগদ টাকামিস ইউনিভার্সকে এক বছরের বেতন হিসেবে নগদ আড়াই লাখ ডলারের চেক দেওয়া হয়, টাকার অঙ্কে যা ৩ কোটির বেশি।
মিস ইউনিভার্সকে এক বছরের বেতন হিসেবে নগদ আড়াই লাখ ডলারের চেক দেওয়া হয়, টাকার অঙ্কে যা ৩ কোটির বেশি