ধারাভাষ্যকার ‘ভালো’ হলে টিভিতে খেলা দেখার আনন্দটা বেশি। ভালো বলতে আসলে তাঁরা খেলার চার, ছক্কা, উইকেটের বাইরের ছোট গল্পগুলো তুলে ধরতে পারেন। খেলার মধ্যে খেলাগুলো চোখ এড়ায় না। এই মাইক আথারটনের কথাই ধরুন।

সেদিন হেডিংলিতে ঋষভ পন্ত ইনিংসের প্রথম ২৩ বল খেলার পর নিজেকে কিছু একটা বলছিলেন। স্টাম্প মাইকের সৌজন্যে সেটি আথারটনের কানে গেল। কিন্তু কথা তো হিন্দিতে। আথারটন তো তা বোঝেন না। সমস্যা নেই—পাশেই ছিলেন দীনেশ কার্তিক। পন্ত কী বলেছেন, সেটি জানা গেছে তাঁর সৌজন্য।

পন্ত আসলে কী বলেছিলেন—‘সোজা ব্যাটে খেলেও আমি বল মিডল করতে পারি। আলাদা কিছু করার দরকার নেই।’ এই কথার শানে নুজুল আছে। সেটি না জানলে খাপছাড়া লাগতে পারে।

পন্ত সাধারণত উইকেটে এসেই আক্রমণ করে প্রতিপক্ষের ওপর চাপ ফেলতে চান। প্রথম ইনিংসে নিজের খেলা দ্বিতীয় বলেই উইকেট থেকে বেরিয়ে এসে বোলার বেন স্টোকসের মাথার ওপর দিয়ে চার মারেন। দ্বিতীয় ইনিংসেও সেটিই চেয়েছেন। ডাউন দ্য উইকেটে এসে চারও মেরেছেন। তবে এবার ক্রিস ওকসের বল আর ব্যাটের মাঝে লাগেনি। এজ হয়ে গেছে স্লিপের মাথার ওপর দিয়ে।

ফলিং সুইপ ব্যাটে বলে হয়নি পন্তের.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উইক ট

এছাড়াও পড়ুন:

আমার জীবনটা ট্র্যাজেডিতে ভরা

ছবি: দীপু মালাকার

সম্পর্কিত নিবন্ধ