ধারাভাষ্যকার ‘ভালো’ হলে টিভিতে খেলা দেখার আনন্দটা বেশি। ভালো বলতে আসলে তাঁরা খেলার চার, ছক্কা, উইকেটের বাইরের ছোট গল্পগুলো তুলে ধরতে পারেন। খেলার মধ্যে খেলাগুলো চোখ এড়ায় না। এই মাইক আথারটনের কথাই ধরুন।
সেদিন হেডিংলিতে ঋষভ পন্ত ইনিংসের প্রথম ২৩ বল খেলার পর নিজেকে কিছু একটা বলছিলেন। স্টাম্প মাইকের সৌজন্যে সেটি আথারটনের কানে গেল। কিন্তু কথা তো হিন্দিতে। আথারটন তো তা বোঝেন না। সমস্যা নেই—পাশেই ছিলেন দীনেশ কার্তিক। পন্ত কী বলেছেন, সেটি জানা গেছে তাঁর সৌজন্য।
পন্ত আসলে কী বলেছিলেন—‘সোজা ব্যাটে খেলেও আমি বল মিডল করতে পারি। আলাদা কিছু করার দরকার নেই।’ এই কথার শানে নুজুল আছে। সেটি না জানলে খাপছাড়া লাগতে পারে।
পন্ত সাধারণত উইকেটে এসেই আক্রমণ করে প্রতিপক্ষের ওপর চাপ ফেলতে চান। প্রথম ইনিংসে নিজের খেলা দ্বিতীয় বলেই উইকেট থেকে বেরিয়ে এসে বোলার বেন স্টোকসের মাথার ওপর দিয়ে চার মারেন। দ্বিতীয় ইনিংসেও সেটিই চেয়েছেন। ডাউন দ্য উইকেটে এসে চারও মেরেছেন। তবে এবার ক্রিস ওকসের বল আর ব্যাটের মাঝে লাগেনি। এজ হয়ে গেছে স্লিপের মাথার ওপর দিয়ে।
ফলিং সুইপ ব্যাটে বলে হয়নি পন্তের.উৎস: Prothomalo
কীওয়ার্ড: উইক ট
এছাড়াও পড়ুন:
সাংবাদিক তুহিন হত্যা: ‘শরীরে ধারালো অস্ত্রের ৯ গভীর ক্ষত’
গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদন জমা দিয়েছে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।
শনিবার (৯ আগস্ট) এ প্রতিবেদন মামলার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার (১১ আগস্ট) দুপুর ২টায় হাসপাতালের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক এএনএম আল মামুন জানান, তুহিনের গলা, ঘাড়, বুক, পিঠ ও হাতে ধারালো অস্ত্রের কোপে সৃষ্ট নয়টি গভীর ক্ষত পাওয়া গেছে। আঘাতগুলো আকারে ছোট-বড় হলেও প্রতিটিই সমান গুরুতর এবং গভীর।
ময়নাতদন্ত প্রতিবেদন হাতে আসার পর আগামী ১৫ দিনের মধ্যে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হবে বলে জানিয়েছেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান।
আরো পড়ুন:
চার টুকরো করে যুবকের লাশ খালে ফেলেন দম্পতি
রংপুরে গণপিটুনিতে ২ জনের মৃত্যুর ঘটনায় মামলা
গত বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। ওই ঘটনায় সিসিটিভির ফুটেজ থেকে শনাক্ত করে ৮ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
ঢাকা/রেজাউল/বকুল