কামিন্সকে ছাড়িয়ে তাইজুল এখন বুমরার পাশে
Published: 27th, June 2025 GMT
বাংলাদেশ টেস্ট দলে যেন অপরিহার্য সদস্য গেছেন তাইজুল ইসলাম। প্রায় প্রতিটি টেস্ট সিরিজেই তাইজুল ইসলাম নিজের কাজটা করে যান, সিরিজের ফল যা–ই হোক না কেন।
এই যেমন আজ কলম্বোতেও তাইজুল নিলেন ৫ উইকেট। দল যদিও প্রথম ইনিংসে ২১১ রানে পিছিয়ে ছিল। তবে শ্রীলঙ্কার লিড যে ৩০০-৪০০ হয়নি, সেটি মূলত তাইজুলের কল্যাণেই। আউট করেছেন দুই লঙ্কান ওপেনার পাতুম নিশাঙ্কা ও লাহিরু উদারা, অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা এবং দুই টেলএন্ডার থারিন্দু রত্নায়েকে ও আসিতা ফার্নান্ডোকে।
আরও পড়ুনকামিন্সকে ড্রেসিংরুমের পথ দেখিয়ে শাস্তি পেলেন সিলস৩০ মিনিট আগেতাইজুলের ৫ উইকেটে বাংলাদেশ যেমন লাভবান হয়েছে, তেমনি নতুন এক কীর্তি গড়েছেন তিনিও। ২০১৮ সাল থেকে টেস্টে যৌথভাবে সবচেয়ে বেশিবার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন তাইজুল। বাঁহাতি এই স্পিনারের আশপাশে কারা আছে জানলে এই কীর্তির মাহাত্ম্য বুঝতে পারবেন। এই সময়ে তাইজুল ৫ উইকেট নিয়েছেন ১৪ বার।
১৪তাইজুল ও বুমরা সমান ১৪ বার ৫ উইকেট নিয়েছেনতাইজুলের সমান ১৪ বার ৫ উইকেট নিয়েছেন সময়ের সেরা বোলার যশপ্রীত বুমরা।
তাইজুল আজ পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকে। শীর্ষে পাঁচে আছেন নাথান লায়ন ও রবিচন্দ্রন অশ্বিন। অস্ট্রেলিয়ার অফ স্পিনার লায়ন ১২ বার ও ভারতের সাবেক অফ স্পিনার অশ্বিন ১১ বার নিয়েছেন ৫ উইকেট।
শীর্ষ পাঁচে থাকা বোলারদের মধ্যে তাইজুলই সবচেয়ে কম ইনিংস বোলিং করেছেন। ১৪ বার ৫ উইকেট নিতে বুমরা (৮৮) তাইজুলের (৬৯) চেয়ে ১৯ ইনিংস বেশি বোলিং করেছেন। এই তালিকায় ৭ নম্বরে আছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তিনি ৫ উইকেট নিয়েছেন ১০ বার।
তাইজুল এ নিয়ে দেশের বাইরে ৫ উইকেট নিলেন পাঁচবার। এটিও বাংলাদেশের হয়ে যৌথভাবে সর্বোচ্চ। তাঁর সমান পাঁচবার বিদেশে ৫ উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। সাকিব অবশ্য তাঁর চেয়ে আট ইনিংস বেশি বোলিং করেছেন।
সাকিবকে ছাড়িয়ে যাচ্ছেন তাইজুল.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ৫ উইক ট ন য় ছ ন র ৫ উইক ট ত ইজ ল র কর ছ ন ১৪ ব র
এছাড়াও পড়ুন:
আবারও বিশ্ব রেকর্ড ডুপ্লান্টিসের, এবার লাফালেন তিনতলা বাড়ির উচ্চতা
আরমান্দ ‘মোন্দো’ ডুপ্লান্টিসের হাতে পোল মানেই যেন বিশ্ব রেকর্ড!
হাঙ্গেরির বুদাপেস্ট মিটে গতকাল যেমন করলেন। পোল ভল্টে গড়া নিজের বিশ্ব রেকর্ড ভাঙলেন নিজেই। পোল নিয়ে ৬.২৯ মিটার উঁচুতে লাফিয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন সুইডিশ কিংবদন্তি। মাত্র এক সেন্টিমিটার ব্যবধানে ভেঙেছেন গত জুনে স্টকহোমে গড়া নিজের বিশ্ব রেকর্ড (৬.২৮ মিটার)। বুদাপেস্ট মিটে দ্বিতীয় প্রচেষ্টায় এই উচ্চতার বেশি লাফিয়ে ১৩তম বারের মতো বিশ্ব রেকর্ড ভাঙলেন ডুপ্লান্টিস।
আরও পড়ুন৩২ কেজি ওজনের মাছ শিকার করে ৪ কোটি ৮৬ লাখ টাকা জিতলেন বাস্কেটবল কিংবদন্তি১১ আগস্ট ২০২৫চলতি বছর পোল ভল্টে এ নিয়ে তৃতীয় রেকর্ড গড়লেন ডুপ্লান্টিস। গত ফেব্রুয়ারিতে ক্লেরমন্ট–ফেরান্ডে ৬.২৭ মিটার উচ্চতা টপকে যান ২৫ বছর বয়সী এ অ্যাথলেট। বুদাপেস্টে দ্বিতীয় প্রচেষ্টায় বিশ্ব রেকর্ড গড়া লাফটি দেওয়ার সময় ডুপ্লান্টিসের একটি পা ও পেট বারের সঙ্গে লেগে গিয়েছিল। তবে লাফানোটি আইনসিদ্ধ ছিল।
১৯৮৫ সালের ১৩ জুলাই ইতিহাসের প্রথম পোল ভল্টার হিসেবে ৬ মিটার উচ্চতা লাফিয়ে পার হয়েছিলেন ইউক্রেনের কিংবদন্তি সের্গেই বুবকা। এরপর মোট ২৬ বার ভেঙেছে বিশ্ব রেকর্ড—বুবকা ভাঙেন ১২ বার, ডুপ্লান্টিস ভেঙেছেন ১৩ বার এবং একবার ভেঙেছেন রেঁনাদ লাভিলেনি। ডুপ্লান্টিস ২০২০ সালে ৬.১৭ মিটার লাফিয়ে প্রথম বিশ্ব রেকর্ড ভাঙেন।
বিশ্ব রেকর্ড গড়ার পর ডুপ্লান্টিসের উদ্যাপন