সিলেটের জৈন্তাপুর উপজেলার লালাখাল সীমান্তে ১৪ রোহিঙ্গাকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) সদস্যরা লালাখাল সীমান্ত থেকে তাদের আটক করে।

বিজিবি সূত্রে জানা যায়, ভারতের জালিয়াখোলা বিএসএফ ক্যাম্প সংলগ্ন সীমান্তের ১৩০১ নম্বর পিলার থেকে বাংলাদেশের প্রায় ৫০ গজ ভেতরে রোহিঙ্গাদের পাঠিয়ে দেওয়া হয়। সীমান্ত টহলে থাকা বিজিবি সদস্যরা সেখান থেকে তাদের আটক করে।

আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তারা সবাই বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক। আটকদের মধ্যে ৪ জন পুরুষ, ৪ জন নারী, ৩ জন ছেলে এবং ৩ জন মেয়ে শিশু রয়েছে।

এ ব্যাপারে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুবায়ের আনোয়ার বলেন, বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সর্বদা সজাগ রয়েছে। সীমান্ত দিয়ে রোহিঙ্গা পুশইন ঠেকাতে আমাদের টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আমরা ভারতীয় সীমান্তরক্ষীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। 

তিনি আরও জানান, আটকদের পরিচয় যাচাই শেষে আইনি প্রক্রিয়ায় থানায় হস্তান্তর করা হয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব এসএফ প শইন

এছাড়াও পড়ুন:

ফেনী সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ফেনীর পরশুরাম সীমান্ত থেকে নুরুল ইসলাম (৬৩) নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার (১১ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের উত্তর কেতরাঙ্গা সীমান্তে ২১৭৪ নম্বর পিলার সংলগ্ন এলাকা থেকে তাকে ধরে নিয়ে যায়।

নুরুল ইসলাম কৈয়ার কোনা গ্রামের সুলতান আহম্মদ ও হালিমা খাতুনের ছেলে। বিজিবি ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

ফেনী সীমান্তে ৬ চোরাকারবারি আটক

পিয়াইন নদীতে নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার

তিনি বলেন, ‘‘এ বিষয়ে বিএসএফের সঙ্গে কথা হয়েছে। সোমবার বিকেলের মধ্যে তারা ওই ব্যক্তিকে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ফেরত পাওয়ার পরে বিস্তারিত জানানো হবে।’’

ঢাকা/সাহাব/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • দর্শনা সীমান্তে বিজিবি–বিএসএফ পতাকা বৈঠক, ২২ বাংলাদেশিকে হস্তান্তর
  • চার সীমান্ত এলাকা দিয়ে ৪৪ জনকে ঠেলে পাঠাল বিএসএফ
  • পাঁচবিবি সীমান্ত দিয়ে একই পরিবারের ৫ সদস্যকে ফেরত পাঠাল বিএসএফ
  • চুয়াডাঙ্গায় ২২ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
  • ঘাগড়া সীমান্ত দিয়ে ২৩ জনকে ঠেলে দিলো বিএসএফ
  • ঝিনাইদহ সীমান্তে আড়াই কোটি টাকার স্বর্ণ জব্দ
  • আটক ১৪ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
  • ধরে নেওয়ার ৭ ঘণ্টা পর বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
  • ফেনী সীমান্ত থেকে ধরে নেওয়ার সাত ঘণ্টা পর কৃষককে ফেরত দিল বিএসএফ
  • ফেনী সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ