ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশের দিন শুরু
Published: 28th, June 2025 GMT
বাংলাদেশ: ১১৫/৬
প্রথম ইনিংস- বাংলাদেশ: ২৪৭/১০ শ্রীলঙ্কা: ৪৫৮/১০ লিড: ২১১ রান
তৃতীয় দিন শেষে ইনিংস হারের শঙ্কা
তারিন্দুর করা ৩৯তম ওভারের চতুর্থ বলে এলবিডব্লিউর শিকার হন মিরাজ। জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার। রিভিউ নিলে সেটি শ্রীলঙ্কার পক্ষে যায়। মিরাজ আউট হন ১১ রানে। এরপরেই তৃতীয় দিনের খেলার ইতি ঘটে। ক্রিজে স্বীকৃত ব্যাটার হিসেবে আছেন শুধু লিটন। তিনি অপরাজিত ১৩ রানে। এর আগে মুশফিক ফেরেন ২৬ রানে। এতে দলের বিপদ বাড়ে বেশি। এখনো বাংলাদেশ পিছিয়ে আছে ৯৬ রানে। হাতে মাত্র ৪ উইকেট। শংকা দিচ্ছে ইনিংস পরাজয়ের। দুটি করে উইকেট নেন প্রভাত-ধনাঞ্জয়া আর ১টি করে উইকেট নেন আসিথা-তারিন্দু।
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আবারও বিশ্ব রেকর্ড ডুপ্লান্টিসের, এবার লাফালেন তিনতলা বাড়ির উচ্চতা
আরমান্দ ‘মোন্দো’ ডুপ্লান্টিসের হাতে পোল মানেই যেন বিশ্ব রেকর্ড!
হাঙ্গেরির বুদাপেস্ট মিটে গতকাল যেমন করলেন। পোল ভল্টে গড়া নিজের বিশ্ব রেকর্ড ভাঙলেন নিজেই। পোল নিয়ে ৬.২৯ মিটার উঁচুতে লাফিয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন সুইডিশ কিংবদন্তি। মাত্র এক সেন্টিমিটার ব্যবধানে ভেঙেছেন গত জুনে স্টকহোমে গড়া নিজের বিশ্ব রেকর্ড (৬.২৮ মিটার)। বুদাপেস্ট মিটে দ্বিতীয় প্রচেষ্টায় এই উচ্চতার বেশি লাফিয়ে ১৩তম বারের মতো বিশ্ব রেকর্ড ভাঙলেন ডুপ্লান্টিস।
আরও পড়ুন৩২ কেজি ওজনের মাছ শিকার করে ৪ কোটি ৮৬ লাখ টাকা জিতলেন বাস্কেটবল কিংবদন্তি১১ আগস্ট ২০২৫চলতি বছর পোল ভল্টে এ নিয়ে তৃতীয় রেকর্ড গড়লেন ডুপ্লান্টিস। গত ফেব্রুয়ারিতে ক্লেরমন্ট–ফেরান্ডে ৬.২৭ মিটার উচ্চতা টপকে যান ২৫ বছর বয়সী এ অ্যাথলেট। বুদাপেস্টে দ্বিতীয় প্রচেষ্টায় বিশ্ব রেকর্ড গড়া লাফটি দেওয়ার সময় ডুপ্লান্টিসের একটি পা ও পেট বারের সঙ্গে লেগে গিয়েছিল। তবে লাফানোটি আইনসিদ্ধ ছিল।
১৯৮৫ সালের ১৩ জুলাই ইতিহাসের প্রথম পোল ভল্টার হিসেবে ৬ মিটার উচ্চতা লাফিয়ে পার হয়েছিলেন ইউক্রেনের কিংবদন্তি সের্গেই বুবকা। এরপর মোট ২৬ বার ভেঙেছে বিশ্ব রেকর্ড—বুবকা ভাঙেন ১২ বার, ডুপ্লান্টিস ভেঙেছেন ১৩ বার এবং একবার ভেঙেছেন রেঁনাদ লাভিলেনি। ডুপ্লান্টিস ২০২০ সালে ৬.১৭ মিটার লাফিয়ে প্রথম বিশ্ব রেকর্ড ভাঙেন।
বিশ্ব রেকর্ড গড়ার পর ডুপ্লান্টিসের উদ্যাপন