মায়ামি–পিএসজি লড়াই: কী হতে পারে মেসিদের এ ম্যাচের শিরোনাম
Published: 29th, June 2025 GMT
মুখোমুখি দাঁড়িয়ে স্মৃতি ও সময় অথবা ফেলে আসা প্রেম ও বিষাদের সামনে মহাকালের নায়ক, নাকি গুরু বনাম শিষ্য—কী হবে এ ম্যাচের পূর্বকথার শিরোনাম!
ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোয় আজ মুখোমুখি পিএসজি আর ইন্টার মায়ামি। লিওনেল মেসির সাবেক বনাম বর্তমান ক্লাবের মুখোমুখি লড়াই—ম্যাচটির সবচেয়ে বড় ট্যাগলাইন হতে পারে এটি। কিন্তু এ ম্যাচের প্রিভিউ লিখতে গিয়ে যে কেউই হয়তো আবিষ্কার করবেন, লড়াইটির পরতে পরতে লুকিয়ে আছে কথকতা! প্রেম ও বিষাদময় তেতো বিচ্ছেদের গল্প তো আছেই, আছে সাবেক গুরুর মুখোমুখি হতে যাওয়ার কাহিনি। এখানে একসময়ের সতীর্থ বা বন্ধু অবতীর্ণ হবে একে অপরের তুমুল ‘শত্রু’রূপে!
মায়ামি-পিএসজি ম্যাচ ঘিরে এসব ট্যাগলাইন আসছে মূলত লিওনেল মেসির কারণে। মেসির লম্বা আর বর্ণাঢ্য ক্যারিয়ারের এক বাঁকে দুটি মৌসুম কেটেছে প্যারিসে, পিএসজির জার্সিতে। খুব আগের কথা তা নয়। ২০২১ সালে মুক্ত খেলোয়াড় হিসেবে বার্সেলোনার চিরন্তন নাম পাড়ি জমান প্যারিসের ক্লাবটিতে। প্যারিসে মেসির শুরুর দিনগুলোয় তাঁর প্রতি কী প্রেম আর ভালোবাসাই না ছিল পিএসজি সমর্থকদের। সেখানে তাঁর নামে তোলা হতো স্লোগান। কিন্তু মেসিকে ঘিরে পিএসজির যে স্বপ্ন ছিল, চ্যাম্পিয়নস লিগ জয়ের সেই স্বপ্ন পূর্ণতা না পাওয়ায়, সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হয়ে গেলেন ‘খলনায়ক’। তাঁকে দুয়ো দিতেও দ্বিধা করেনি পার্ক দো প্রিন্সেসের দর্শক!
প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগ জিতেছে পিএসজি.উৎস: Prothomalo
কীওয়ার্ড: প এসজ
এছাড়াও পড়ুন:
এভাবে লুচি বানালে ফুলবেই ফুলবে, জেনে নিন রেসিপি
উপকরণ
ময়দা: ২ চামচ
আটা: দেড় চামচ
চিনি: ১ চা-চামচ
ঘি: ১ চা-চামচ
তেল: ১ চা-চামচ।
প্রণালিসব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। একটু গরম পানি দিয়ে ময়ান বানাতে হবে। ময়ান পাঁচ মিনিটের মতো মেখে রাখুন। তারপর লুচি বেলে ডুবোতেলে ভেজে নিতে হবে।
আরও পড়ুনপূজায় অপু বিশ্বাসের প্রিয় খাবার মহাষ্টমীর ভোগের থালা, দেখুন তাঁর দেওয়া রেসিপি৩০ সেপ্টেম্বর ২০২৫