মুখোমুখি দাঁড়িয়ে স্মৃতি ও সময় অথবা ফেলে আসা প্রেম ও বিষাদের সামনে মহাকালের নায়ক, নাকি গুরু বনাম শিষ্য—কী হবে এ ম্যাচের পূর্বকথার শিরোনাম!

ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোয় আজ মুখোমুখি পিএসজি আর ইন্টার মায়ামি। লিওনেল মেসির সাবেক বনাম বর্তমান ক্লাবের মুখোমুখি লড়াই—ম্যাচটির সবচেয়ে বড় ট্যাগলাইন হতে পারে এটি। কিন্তু এ ম্যাচের প্রিভিউ লিখতে গিয়ে যে কেউই হয়তো আবিষ্কার করবেন, লড়াইটির পরতে পরতে লুকিয়ে আছে কথকতা! প্রেম ও বিষাদময় তেতো বিচ্ছেদের গল্প তো আছেই, আছে সাবেক গুরুর মুখোমুখি হতে যাওয়ার কাহিনি। এখানে একসময়ের সতীর্থ বা বন্ধু অবতীর্ণ হবে একে অপরের তুমুল ‘শত্রু’রূপে!

মায়ামি-পিএসজি ম্যাচ ঘিরে এসব ট্যাগলাইন আসছে মূলত লিওনেল মেসির কারণে। মেসির লম্বা আর বর্ণাঢ্য ক্যারিয়ারের এক বাঁকে দুটি মৌসুম কেটেছে প্যারিসে, পিএসজির জার্সিতে। খুব আগের কথা তা নয়। ২০২১ সালে মুক্ত খেলোয়াড় হিসেবে বার্সেলোনার চিরন্তন নাম পাড়ি জমান প্যারিসের ক্লাবটিতে। প্যারিসে মেসির শুরুর দিনগুলোয় তাঁর প্রতি কী প্রেম আর ভালোবাসাই না ছিল পিএসজি সমর্থকদের। সেখানে তাঁর নামে তোলা হতো স্লোগান। কিন্তু মেসিকে ঘিরে পিএসজির যে স্বপ্ন ছিল, চ্যাম্পিয়নস লিগ জয়ের সেই স্বপ্ন পূর্ণতা না পাওয়ায়, সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হয়ে গেলেন ‘খলনায়ক’। তাঁকে দুয়ো দিতেও দ্বিধা করেনি পার্ক দো প্রিন্সেসের দর্শক!

প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগ জিতেছে পিএসজি.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প এসজ

এছাড়াও পড়ুন:

বিশ্বজুড়ে ‘ওয়েপনস’-ঝড়, কী আছে এই সিনেমায়

বিশ্বজুড়ে হরর সিনেমার উত্থানের মধ্যেই চমকে দিল আরও একটি অল্প বাজেটের হরর সিনেমা, ‘ওয়েপনস’। গত ৮ আগস্ট মুক্তির পর এক সপ্তাহও হয়েছে, এর মধ্যেই জ্যাক ক্রেগারের সাইকোলজিক্যাল হরর ও ডার্ক কমেডি ছবিটি ছুঁয়েছে নতুন মাইলফলক। চলচ্চিত্রবিষয়ক অনলাইন গণমাধ্যম স্ক্রিন র‍্যান্ট জানিয়েছে, মুক্তি পাওয়ার কয়েক দিনের মধ্যে ছবিটি বিশ্বব্যাপী আয় করেছে ১০ কোটি ডলার, যা আর-রেটেড হরর ছবির জন্য বড় সাফল্য। ছবিটির বাজেট ৩ কোটি ৮০ লাখ ডলার।

জুলিয়া গার্নার, জশ ব্রোলিন, অস্টিন আব্রামস অভিনীত ছবিটির গল্প শুরু হয় নিখোঁজ-রহস্য দিয়ে। এক রাতে একই প্রাথমিক বিদ্যালয়ের ১৭ জন শিশু রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। ধীরে ধীরে সামনে আসতে থাকে অনেক ঘটনা। ছবিতে স্কুলশিক্ষকের চরিত্রে অভিনয় করেছেন এই সময়ের আলোচিত তরুণ অভিনেত্রী জুলিয়া গার্নার।

‘ওয়েপনস’ সিনেমার দৃশ্য। ছবি: আইএমডিবি

সম্পর্কিত নিবন্ধ