আ.লীগের দোসর আখ্যা দিয়ে বিএনপির বহিষ্কৃত নেতাকে হেনস্তা
Published: 29th, June 2025 GMT
নারায়ণগঞ্জের বন্দরে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে মহানগর বিএনপির বহিষ্কৃত সাবেক যুগ্ম আহ্বায়ক ও বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুলকে মারধর করে বিবস্ত্র ও হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
রবিবার (২৯ জুন) দুপুরে উপজেলার মদনপুর এলাকায় হরিপুর পাওয়ার প্ল্যান্টের সামনে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আতাউর রহমান মুকুলকে উদ্ধার করে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। এ ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিও ফুটেজে দেখা যায়, কয়েকজন ব্যক্তি আতাউর রহমান মুকুলকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে অকথ্য ভাষায় গালাগালি করছেন। পরে তাকে মারধর করে পাঞ্জাবি ও প্যান্ট খুলে বিবস্ত্র করা হয়। এ সময় কয়েকজন তাকে টেনে-হেঁচড়ে কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করেন।
আরো পড়ুন:
৭১ ও ২০০৯ এর পর রাষ্ট্রের মালিকানা একটি গোষ্ঠীর হয়ে যায়: ইবি উপাচার্য
অন্তর্বর্তী সরকারের দায়িত্ব জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া: জাহিদ হোসেন
আতাউর রহমান মুকুল অভিযোগ করেন, সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি বজলুর রহমান ওরফে ডন বজলুর নেতৃত্বে তার ওপর হামলা চালানো হয়েছে।
তিনি বলেন, ‘‘মদনপুরে হরিপুর বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক নিয়োগের বিষয়ে টেন্ডার (দরপত্র) দাখিলের শিডিউল ছিল। রবিবার সেখানে গেলে ডন বজলুর নেতৃত্বে আমার ওপর হামলা চালিয়ে হেনস্তা করা হয়।’’
এ বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, ‘‘এ ঘটনার সঙ্গে কারা জড়িত খোঁজখবর নেওয়া হচ্ছে। এছাড়া, আতাউর রহমান মুকুলের বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। মামলা থাকলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’’
উল্লেখ্য, ২০২৪ সালে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের তৎকালীন সংসদ সদস্য এ কেএম সেলিম ওসমানের বিভিন্ন রাজনৈতিক জনসভায় অংশগ্রহণের অভিযোগে আতাউর রহমান মুকুলকে দল থেকে বহিষ্কার করে বিএনপি।
ঢাকা/অনিক/রাজীব
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ ব এনপ
এছাড়াও পড়ুন:
ডেঙ্গু আক্রান্ত জাসাস নেতা রিপনের শয্যাপাশে আনিসুল ইসলাম সানি
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস নারায়ণগঞ্জ জেলার সহ সভাপতি হাজী শহিদুল ইসলাম রিপনের শয্যা পাশে জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক আনিসুল ইসলাম সানি।
শুক্রবার (১৪ নভেম্বর ) ডেঙ্গু জ¦রে আক্রান্ত হাজী শহিদুল ইসলাম রিপনকে তারে বাসায় দেখতে যান আনিসুল ইসলাম সানি। এ সময় তিনি হাজীর রিপনের শারিরিক অবস্থার খোজ খবর নেন এবং আল্লাহ তায়ালার কাছে তার সুস্থতা কামনা করেন।
আনিসুল ইসলাস সানির সাথে উপস্থিত ছিলেন জেলা জাসাসের সিনিয়র যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন রানা, মহানগর সাংস্কৃতিক জোটের সভাপতি হারুন উর রশিদ মুকুল, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শেখ মাগফুর ইসলাম পাপন, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম রুবেল, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন, সরকারি তোলারাম কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাসুম শেখ, কাশীপুর ইউনিয়ন জাসাসের সহ-সভাপতি মোঃ হানিফ, আলাল মাদবর, সাধারণ সম্পাদক মোঃ রহিম হোসেন বাবুল, সহ সাংগঠনিক সম্পাদক শাহজাহান, সহ দপ্তর সম্পাদক কামরুল হাসান দিপু, কাশীপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ড জাসাসের সভাপতি মোঃ জাব্বার, সাধারণ সম্পাদক মোঃ কালাম, সাংগঠনিক সম্পাদক রমজান সরদার, শ্রমিক দল নেতা জাহাঙ্গীর হোসেন, জাসাস নেতা নূর চাঁন, এলাকার পঞ্চায়েত ও মসজিদ কমিটির নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন মোঃ জয়নাল আবেদীন, হাজী মহিউদ্দিন ভূইয়া, আব্দুল কুদ্দুস, মোঃ বাপ্পীসহ ।
উল্লেখ্য হাজী শহিদুল ইসলাম রিপন গত সোমবার (১০ নভেম্বর) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। বর্তমানে তিনি ডাক্তারের পরামর্শে বাসায় চিকিৎসাধীন আছেন।