নারায়ণগঞ্জের বন্দরে একটি বিদ্যুৎকেন্দ্রের ঠিকাদারি কাজ নিয়ে বিএনপির দুই পক্ষের বিরোধের জেরে মহানগর বিএনপির সাবেক এক সহসভাপতিকে বিবস্ত্র করে মারধরের ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুরে উপজেলার হরিপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

পুলিশ ওই নেতাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে তাঁকে শহরের বি বি রোডে অবস্থিত একটি হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানিয়েছে, বিএনপির ওই নেতাকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে মারধর করে তাঁর পরনের পাঞ্জাবি ও পায়জামা ছিঁড়ে ফেলা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, আজ দুপুরে বন্দর উপজেলার হরিপুর এলাকায় অবস্থিত ৪১২ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি বিদ্যুৎকেন্দ্রের জনবল সরবরাহের ঠিকাদারি কাজের জন্য ওই বিএনপি নেতা ও তাঁর অনুসারীরা সেখানে যান। সেখানে সোনারগাঁ থানা বিএনপির সহসভাপতি বজলুর রহমান ওরফে ডন ও তাঁর লোকজনের সঙ্গে তাঁর বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে বিএনপি নেতাকে মারধর করে তাঁর পরনের পাঞ্জাবি ও পায়জামা ছিঁড়ে ফেলা হয়। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী প্রথম আলোকে বলেন, ওই বিএনপি নেতা হরিপুরে বিদ্যুৎকেন্দ্রের ঠিকাদারি কাজ নেওয়ার জন্য সেখানে গেলে স্থানীয় লোকজন তাঁকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে মারধর করেন। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। এ ঘটনায় কেউ কোনো অভিযোগ দেয়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নারায়ণগঞ্জের প্রভাবশালী ওসমান পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ওই বিএনপি নেতার। ওসমান পরিবারের সঙ্গে সম্পর্কের কারণে তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যানও নির্বাচিত হন। তিনি বিএনপির রাজনীতি করলেও এলাকায় প্রভাব খাটানোসহ আধিপত্য বিস্তার করতেন।

হাসপাতালে চিকিৎসাধীন ওই বিএনপি নেতা সাংবাদিকদের বলেন, হরিপুর বিদ্যুৎকেন্দ্রের জনবল সরবরাহের কাজ পেয়েছেন তিনি। আজ সেখানে দরপত্রে স্বাক্ষর করতে গেলে পুলিশের উপস্থিতিতে স্থানীয় বিএনপি নেতা বজলুর রহমান ও তাঁর লোকজন তাঁকে মারধর করে পা ভেঙে দেন। তাঁর পাঞ্জাবি ও পায়জামা ছিঁড়ে ফেলেছেন। কী কারণে হামলা হয়েছে, তিনি বুঝতে পারেননি। তিনি বলেন, ‘ওদের যদি কোনো চাওয়া–পাওয়া থাকত, ওরা আমাকে বলতে পারত। আমি টেন্ডারে সরকারি কাজ পেয়েছি। সেই কাজ করতে গিয়ে আমার ওপর হামলা হয়েছে।’

অভিযোগের বিষয়ে সোনারগাঁ থানা বিএনপির সহসভাপতি বজলুর রহমান প্রথম আলোকে বলেন, ‘হরিপুর বিদ্যুৎকেন্দ্রের ঠিকাদারি কাজ পেয়েছেন জেলা মোটরযান শ্রমিক লীগের সভাপতি আলাউদ্দিন। আলাউদ্দিনের কাজের দালালি করতে গেলে ওই আওয়ামী লীগের দোসরকে গণপিটুনি দেন স্থানীয় লোকজন। তিনি বিগত দিনে আওয়ামী লীগের সংসদ সদস্য শামীম ওসমান ও সেলিম ওসমানের ঘনিষ্ঠ হওয়ার কারণে বিএনপির নেতা–কর্মীদের বাড়িতে হামলা ও মামলা দিয়ে হয়রানি করেন।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব এনপ র আওয় ম উপজ ল ওসম ন ল কজন

এছাড়াও পড়ুন:

বিদ্যানিকেতন স্কুলে জাকির খানকে ক্রেস্ট প্রদান

নগরীর ভুইয়ারবাগে বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিদ্যানিকেতন স্কুল পরিদর্শনে গিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান।

পরে জাকির খান স্কুলের পাঠাগার, বিজ্ঞানাগার ও স্মার্ট ক্লাস রুম  পরিদর্শন করেন। এসময় জাকির খানকে স্কুলের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।

এসময় জাকির খান বলেন শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোন প্রকার নৈরাজ্য সৃষ্টি করতে দেয়া হবে না। তিনি বলেন আমাদের রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে রাজনীতি থেকে বিরত থাকতে হবে।

তিনি বলেন সব সময় ভালো কাজের জন্য এলাকাবাসীর সাথে থাকতে চাই। ভুঁইয়ারবাগ এলাকায় বিদ্যানিকেতন হাই স্কুল আমাদের অহংকার। এ এলাকায় একটি স্কুল প্রতিষ্টা করার স্বপ্ন ছিল আমার। আপনারা সে স্বপ্ন পুরন করছেন।

আমাদের দেওভোগে আলো ছড়িয়ে দিচ্ছে। আমি এবং আমার পরিবার এ স্কুলের উন্নয়নে পাশে থাকতে চাই। আপনাদের ভালোবাসা নিয়ে বাঁচতে চাই। 

এ-সময় উপস্থিত ছিলেন বিদ্যানিকেতন ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম, বিদ্যানিকেতন ট্রাস্টের সদস্য ও সাবেক পিপি এডভোকেট নবী হোসেন, মোয়াজ্জেম হোসেন সোহেল, হোসেন ব্যপারী ও অতিরিক্ত পিপি এডভোকেট রাজীব মন্ডল এবং জাকির খানের মেয়ে ইহন খান।
 

সম্পর্কিত নিবন্ধ

  • সড়ক দুর্ঘটনায় সাংবাদিক মামুন ও রনি আহত 
  • বিদ্যানিকেতন স্কুলে জাকির খানকে ক্রেস্ট প্রদান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড এর পরিচিতি সভা
  • জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক কমিটি ঘোষণা 
  • ফতুল্লায় ১৭ টন নিষিদ্ধ পলিথিন জব্দ, ৫ লাখ টাকা জরিমানা
  • বিদ্যানিকেতন হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ
  • নারায়ণগঞ্জে নারী-পুরুষের মরদেহ উদ্ধার
  • সিদ্ধিরগঞ্জে সওজ’র কলোনি থেকে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার
  • আরাফাত রহমান কোকোর জম্মদিনে মহানগর বিএনপির দোয়া 
  • নারায়ণগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২