নিজেদের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করতে নেমেছিল জিম্বাবুয়ে। বুলাওয়ে টেস্টে দক্ষিণ আফ্রিকাকে হারাতে চতুর্থ ইনিংসে ৫৩৭ রান করতে হতো জিম্বাবুইয়ানদের। বিশাল সেই লক্ষ্যের নিচেই চাপা পড়ল স্বাগতিকেরা।

রান তাড়া করতে নেমে ২০৮ রানে অলআউট হয়ে ৩২৮ রানে হাল জিম্বাবুয়ে। নিজেদের ৩৩ বছরের টেস্ট ইতিহাসে রানের হিসাবে এটিই তাদের সবচেয়ে বড় হার। জিম্বাবুইয়ানদের লজ্জার রেকর্ড উপহার দিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।

টেস্টে জিম্বাবুয়ের আগের বড় হারটা ছিল ৩১৫ রানের। ২০০২ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৯৫ রান তাড়া করতে নেমে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৭৯ রানে অলআউট হয়েছিল জিম্বাবুয়ে। দুই লঙ্কান স্পিনার মুত্তিয়া মুরালধরন ও সনাৎ জয়াসুরিয়া ৪টি করে উইকেট নিয়েই ধসিয়ে দিয়েছিলেন অ্যান্ডি ফ্লাওয়ার–হিথ স্ট্রিকদের।

জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংসে সপ্তম উইকেটে ৮৩ রান যোগ করেছেন ওয়েলিংটন মাসাকাদজা (বাঁয়ে) ও ক্রেইগ আরভিন.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে: উপদেষ্টা রিজওয়ানা

নির্বাচন অনুষ্ঠানের সময় নিয়ে বিভিন্ন দলের নিজস্ব হিসাব-নিকাশ ও রাজনীতি আছে উল্লেখ করে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে।

রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন। সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে রয়েছেন।

এনসিপির একজন নেতা বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। বিএনপি চাচ্ছে যথাসময়ে নির্বাচন। নির্বাচন পিছিয়ে যাবে কি না, সরকারের পরিকল্পনা কী—জানতে চাইলে উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, ‘সরকারের পরিকল্পনা তো প্রধান উপদেষ্টা মহোদয় নিজে পরিষ্কার করে বলেছেন। এরপর বিভিন্ন রাজনৈতিক দলের তাদের নিজস্ব হিসাব-নিকাশ আছে, নিজস্ব রাজনীতি আছে। এটার সঙ্গে তো সরকারের অবস্থান বদলের কোনো সম্পর্ক নেই। সরকার বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং সেই মোতাবেক নির্বাচন কমিশনকে প্রস্তুতি নিতে বলেছে, এটাই হচ্ছে সরকারের অবস্থান। ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে।’

উপদেষ্টা আরও বলেন, সরকার কোনো রাজনৈতিক দলের কথা শুনে নয়, সরকার নিজেদের মতো আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেয়।

সম্পর্কিত নিবন্ধ