রান উৎসব তো একেই বলে!
৮ উইকেটে ৮২০ রান করে ইনিংস ঘোষণা। যেনতেন ম্যাচে নয়, কীর্তিটা গড়া হয়েছে ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ানের ম্যাচে। আর সেই কীর্তি গড়েছে কাউন্টি ক্লাব সারে, প্রতিপক্ষ ডারহাম। আর রানের এই পাহাড় গড়ে সারে ভেঙে দিয়েছে নিজেদের ইতিহাসে এক ইনিংসে সবচেয়ে বেশি রান তোলার ১২৬ বছরের পুরোনো রেকর্ডও। ১৮৯৯ সালে সমারসেটের বিপক্ষে ৮১১ রান করেছিল সারে, এত দিন ওটাই ছিল কাউন্টি ক্রিকেটে ওদের সর্বোচ্চ ইনিংস।

আরও পড়ুনএবারও ডারউইনে টি–টোয়েন্টি দল পাঠাচ্ছে বাংলাদেশ, আছে পাকিস্তান আর নেপালও১ ঘণ্টা আগে

চার দিনের ম্যাচটা শুরু হয়েছিল গত রোববার। গতকাল সোমবার ম্যাচের দ্বিতীয় দিনে সকালটা সারে শুরু করেছিল ৩ উইকেটে ৪০৭ রান নিয়ে। কে জানত, সেদিনই তারা লিখবে নতুন ইতিহাস!
আর এই ইতিহাস গড়ায় সবচেয়ে বড় নায়ক ইংল্যান্ডের হয়ে ২২টি টেস্ট খেলা ২৯ বছর বয়সী ব্যাটসম্যান ডম সিবলি। প্রায় ১০ ঘণ্টা ধরে ৪৭৫ বল খেলে সিবলি করেছেন ৩০৫ রান, তাঁর ক্যারিয়ারের প্রথম ত্রিশতক। ২৯টা চার আর ২টা ছক্কা। ধৈর্য, দক্ষতা আর স্নায়ুর চূড়ান্ত পরীক্ষা দিয়েছেন যেন।

৮২০ রান করে রেকর্ড গড়েছে সারে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

৯ কোটি টাকা সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র

৩২টি চলচ্চিত্র নির্মাণের জন্য ৯ কোটি টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ২০২৪–২৫ অর্থবছরে চলচ্চিত্র নির্মাণের জন্য এই অনুদান দেওয়া হবে। এর মধ্যে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র রয়েছে ১২টি এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ২০টি।

মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য অনুদান দেওয়া হবে ৭৫ লাখ টাকা। আর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য অনুদান দেওয়া হবে ২০ লাখ টাকা করে।

অনুদানের জন্য মনোনীত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো হলো—রবিনহুডের আশ্চর্য অভিযান, মায়ের ডাক, জুলাই, রূহের কাফেলা, পরোটার স্বাদ, খোঁয়ারি, জীবন অপেরা, জলযুদ্ধ, কবির মুখ দ্য টাইম কিপার, কফিনের ডানা, নওয়াব ফুজুন্নেসা ও জুঁই।

অনুদানের জন্য মনোনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো হলো—মন্দ-ভালো, ফেলানী, ঝুঁকির মাত্রা, জীবনের গান, হু হ্যাজ মেইড আস ফ্লাই, ভরা বাদর, ১২৩০, বৃন্দারাণীর আঙুল, একটি সিনেমার জন্য, দাফন, সাঁতার, মাংস কম, গগন, অতিথি, বোবা, অদ্বৈত, আশার আলো, গর্জনপুরের বাঘা, হোয়ার দ্য ওয়াটার স্লিপস এবং অপসময়।

সম্পর্কিত নিবন্ধ