টেস্ট সিরিজে হারের ক্ষত এখনো টাটকা বাংলাদেশের মনে। সেই আক্ষেপ সঙ্গী করেই বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে নামছে মেহেদী হাসান মিরাজের দল। সিরিজ শুরুর আগে লঙ্কান শিবিরে বাড়তি সতর্কতা, বিশেষ করে মুস্তাফিজুর রহমানকে ঘিরে।

সিরিজের আগে সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কা বাংলাদেশ দলকে ‘চ্যালেঞ্জিং’ বলে স্বীকার করেছেন। মনে করিয়ে দিয়েছেন, দুই দলের সর্বশেষ ওয়ানডে সিরিজে জয়ী হয়েছিল বাংলাদেশ। সেই হারের বদলা নিতেও যে তারা মুখিয়ে, সেটাও জানান দিয়েছেন।

আসালাঙ্কা বলেন, ‘বাংলাদেশ একটি শক্তিশালী দল। তারা সম্প্রতি ভালো ক্রিকেট খেলছে। আমরা বাংলাদেশে সর্বশেষ সিরিজ হেরেছিলাম। এবার ঘরের মাঠে এটি আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে।’

বাংলাদেশ এবার পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নামছে। দলে ফিরেছেন তাসকিন আহমেদ। তবে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে মুস্তাফিজুর রহমানের দিকে। তার বিপক্ষে আলাদা পরিকল্পনার কথাও জানিয়েছেন লঙ্কান অধিনায়ক। তিনি বলেন, ‘মুস্তাফিজ দুর্দান্ত একজন বোলার। অতীতে সে বাংলাদেশের হয়ে অসাধারণ পারফরম্যান্স করেছে। আমরা জানি, সে কতটা বিপজ্জনক হতে পারে। তার বিরুদ্ধে আমাদের স্পষ্ট পরিকল্পনা রয়েছে।’

শ্রীলঙ্কার বিপক্ষে মুস্তাফিজের রেকর্ডও বেশ চমকপ্রদ। ১৪ ম্যাচে ২৩ উইকেট নিয়ে তিনি বাংলাদেশের পক্ষে লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। তালিকার শীর্ষে থাকা মাশরাফি বিন মর্তুজার (২৬ উইকেট) রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে তার সামনে।

এদিকে, সিরিজের প্রথম দুটি ম্যাচ হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। উইকেট নিয়ে ধোঁয়াশা থাকলেও আসালাঙ্কার ধারণা, এবার ব্যাটসম্যানদের জন্য সহায়ক হতে পারে পিচ। তিনি বলেন, ‘সাধারণভাবে প্রেমাদাসা স্পিন সহায়ক হলেও এবার উইকেট ব্যাটিংবান্ধব হতে পারে। যদিও আমি নিশ্চিত নই। কাল দেখা যাবে।’

এই সিরিজ দিয়েই বাংলাদেশ ওয়ানডে দলের নেতৃত্বে অভিষেক হচ্ছে মেহেদী হাসান মিরাজের। অধিনায়ক হিসেবে তার সম্পর্কে কিছু না জানলেও ক্রিকেটার হিসেবে প্রশংসা করেছেন আসালাঙ্কা, ‘আমি অধিনায়ক মিরাজকে জানি না, তবে খেলোয়াড় মিরাজকে জানি। সে দুর্দান্ত অলরাউন্ডার, ভালো বোলার, ভালো ব্যাটার।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ম স ত ফ জ র রহম ন আস ল ঙ ক উইক ট

এছাড়াও পড়ুন:

সাত বছর আগে সাংবাদিক খাসোগি হত্যার পর প্রথম যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সৌদি যুবরাজ

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। আগামীকাল মঙ্গলবার হোয়াইট হাউসে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকের লক্ষ্য তেল ও নিরাপত্তা খাতে দুদেশের বহু দশকের সহযোগিতার সম্পর্ক আরও গভীর করা। একই সঙ্গে বাণিজ্য, প্রযুক্তি এবং সম্ভাব্য পারমাণবিক জ্বালানি খাতে সম্পর্ক আরও বিস্তৃত করা।

২০১৮ সালে ইস্তাম্বুলে সাংবাদিক এবং সৌদি রাজপরিবারের কট্টর সমালোচক জামাল খাসোগি হত্যাকাণ্ডের পর এটাই যুবরাজ সালমানের প্রথম যুক্তরাষ্ট্র সফর।

আরও পড়ুনসৌদি আরবের যুবরাজের সঙ্গে বৈঠক করলেন ট্রাম্প১৩ মে ২০২৫

সৌদি আরবের গোয়েন্দারা ইস্তাম্বুলে সৌদি দূতাবাসের ভেতর খাসোগিকে হত্যা করেছিলেন বলে অভিযোগ। এ হত্যাকাণ্ড বিশ্বজুড়ে তুমুল আলোড়ন তুলেছিল। অনেকে অভিযোগ করেছিলেন, খাসোগি হত্যাকাণ্ডের পেছনে যুবরাজ সালমানের হাত রয়েছে।

পরে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো এ সিদ্ধান্তে উপনীত হয়েছিল, যুবরাজই খাসোগিকে অপহরণ বা হত্যার অনুমোদন দিয়েছিলেন।

যুবরাজ সালমান খাসোগিকে হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ অস্বীকার করেন। তবে তিনি সৌদি আরব সরকারের একজন শীর্ষ কর্মকর্তা হিসেবে এ হত্যার দায় স্বীকার করেছিলেন।

খাসোগি হত্যার পর সাত বছরের বেশি সময় পেরিয়ে গেছে। বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র এবং সবচেয়ে বেশি তেল উত্তোলনকারী দেশ সৌদি আরব নিজেদের মধ্যে সম্পর্ক নতুন করে এগিয়ে নিতে চাইছে।

আরও পড়ুনসৌদি আরবের সঙ্গে ‘ইতিহাসের সবচেয়ে বড় অস্ত্র বিক্রির চুক্তি’ যুক্তরাষ্ট্রের১৩ মে ২০২৫

ট্রাম্প গত মে মাসে সৌদি আরবে তাঁর সফরের সময় দেওয়া ৬০ হাজার কোটি ডলারের সৌদি বিনিয়োগ প্রতিশ্রুতির সুযোগ কাজে লাগাতে চাইছেন।

মে মাসের ওই সফরে ট্রাম্প সৌদি আরবে মানবাধিকার–সংক্রান্ত বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করা স্পষ্টভাবে এড়িয়ে গিয়েছিলেন। এবারও তিনি একই পথে হাঁটবেন বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে যুবরাজ মোহাম্মদ আঞ্চলিক অস্থিরতার মধ্যে নিজ দেশের নিরাপত্তার নিশ্চয়তা চাইছেন। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি (এআই) এবং বেসামরিক খাতে একটি পারমাণবিক প্রকল্প চুক্তির পথে অগ্রসর হতে চাইছেন।

আরও পড়ুনখাসোগি হত্যা সবচেয়ে জঘন্য ধামাচাপার ঘটনা: ট্রাম্প২৪ অক্টোবর ২০১৮

যুক্তরাষ্ট্র ও সৌদি আরব দীর্ঘদিন ধরেই এমন একটি সম্পর্ক বজায় রেখেছে, যেখানে সৌদি আরব যুক্তরাষ্ট্রের কাছে তাদের পছন্দমতো দামে তেল বিক্রি করবে এবং যুক্তরাষ্ট্র সৌদি আরবকে নিরাপত্তা দেবে।

আরও পড়ুনখাসোগিকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে: সৌদি আরব২৬ অক্টোবর ২০১৮

সম্পর্কিত নিবন্ধ