টেস্ট সিরিজে হারের ক্ষত এখনো টাটকা বাংলাদেশের মনে। সেই আক্ষেপ সঙ্গী করেই বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে নামছে মেহেদী হাসান মিরাজের দল। সিরিজ শুরুর আগে লঙ্কান শিবিরে বাড়তি সতর্কতা, বিশেষ করে মুস্তাফিজুর রহমানকে ঘিরে।

সিরিজের আগে সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কা বাংলাদেশ দলকে ‘চ্যালেঞ্জিং’ বলে স্বীকার করেছেন। মনে করিয়ে দিয়েছেন, দুই দলের সর্বশেষ ওয়ানডে সিরিজে জয়ী হয়েছিল বাংলাদেশ। সেই হারের বদলা নিতেও যে তারা মুখিয়ে, সেটাও জানান দিয়েছেন।

আসালাঙ্কা বলেন, ‘বাংলাদেশ একটি শক্তিশালী দল। তারা সম্প্রতি ভালো ক্রিকেট খেলছে। আমরা বাংলাদেশে সর্বশেষ সিরিজ হেরেছিলাম। এবার ঘরের মাঠে এটি আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে।’

বাংলাদেশ এবার পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নামছে। দলে ফিরেছেন তাসকিন আহমেদ। তবে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে মুস্তাফিজুর রহমানের দিকে। তার বিপক্ষে আলাদা পরিকল্পনার কথাও জানিয়েছেন লঙ্কান অধিনায়ক। তিনি বলেন, ‘মুস্তাফিজ দুর্দান্ত একজন বোলার। অতীতে সে বাংলাদেশের হয়ে অসাধারণ পারফরম্যান্স করেছে। আমরা জানি, সে কতটা বিপজ্জনক হতে পারে। তার বিরুদ্ধে আমাদের স্পষ্ট পরিকল্পনা রয়েছে।’

শ্রীলঙ্কার বিপক্ষে মুস্তাফিজের রেকর্ডও বেশ চমকপ্রদ। ১৪ ম্যাচে ২৩ উইকেট নিয়ে তিনি বাংলাদেশের পক্ষে লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। তালিকার শীর্ষে থাকা মাশরাফি বিন মর্তুজার (২৬ উইকেট) রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে তার সামনে।

এদিকে, সিরিজের প্রথম দুটি ম্যাচ হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। উইকেট নিয়ে ধোঁয়াশা থাকলেও আসালাঙ্কার ধারণা, এবার ব্যাটসম্যানদের জন্য সহায়ক হতে পারে পিচ। তিনি বলেন, ‘সাধারণভাবে প্রেমাদাসা স্পিন সহায়ক হলেও এবার উইকেট ব্যাটিংবান্ধব হতে পারে। যদিও আমি নিশ্চিত নই। কাল দেখা যাবে।’

এই সিরিজ দিয়েই বাংলাদেশ ওয়ানডে দলের নেতৃত্বে অভিষেক হচ্ছে মেহেদী হাসান মিরাজের। অধিনায়ক হিসেবে তার সম্পর্কে কিছু না জানলেও ক্রিকেটার হিসেবে প্রশংসা করেছেন আসালাঙ্কা, ‘আমি অধিনায়ক মিরাজকে জানি না, তবে খেলোয়াড় মিরাজকে জানি। সে দুর্দান্ত অলরাউন্ডার, ভালো বোলার, ভালো ব্যাটার।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ম স ত ফ জ র রহম ন আস ল ঙ ক উইক ট

এছাড়াও পড়ুন:

ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে: উপদেষ্টা রিজওয়ানা

নির্বাচন অনুষ্ঠানের সময় নিয়ে বিভিন্ন দলের নিজস্ব হিসাব-নিকাশ ও রাজনীতি আছে উল্লেখ করে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে।

রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন। সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে রয়েছেন।

এনসিপির একজন নেতা বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। বিএনপি চাচ্ছে যথাসময়ে নির্বাচন। নির্বাচন পিছিয়ে যাবে কি না, সরকারের পরিকল্পনা কী—জানতে চাইলে উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, ‘সরকারের পরিকল্পনা তো প্রধান উপদেষ্টা মহোদয় নিজে পরিষ্কার করে বলেছেন। এরপর বিভিন্ন রাজনৈতিক দলের তাদের নিজস্ব হিসাব-নিকাশ আছে, নিজস্ব রাজনীতি আছে। এটার সঙ্গে তো সরকারের অবস্থান বদলের কোনো সম্পর্ক নেই। সরকার বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং সেই মোতাবেক নির্বাচন কমিশনকে প্রস্তুতি নিতে বলেছে, এটাই হচ্ছে সরকারের অবস্থান। ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে।’

উপদেষ্টা আরও বলেন, সরকার কোনো রাজনৈতিক দলের কথা শুনে নয়, সরকার নিজেদের মতো আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেয়।

সম্পর্কিত নিবন্ধ