এশিয়া কাপ ২০২৫ নিয়ে অনিশ্চয়তা অনেকটাই কেটে যাচ্ছে। অন্তত ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর তেমনই। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে, টুর্নামেন্টটি শুরু হতে পারে আগামী ৫ সেপ্টেম্বর। ফাইনাল অনুষ্ঠিত হতে পারে ২১ সেপ্টেম্বর। টুর্নামেন্টের আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) হলেও ম্যাচগুলো হবে আরব আমিরাতে।

এশিয়া কাপের সবচেয়ে আকর্ষণীয় হলো ভারত–পাকিস্তান ম্যাচ। সম্প্রতি দুই দেশের রাজনৈতিক সম্পর্ক উত্তপ্ত হওয়ায় এ ম্যাচের আকর্ষণ আরও বেড়েছে। ভারত–পাকিস্তান ম্যাচ হতে পারে আগামী ৭ সেপ্টেম্বর, জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

এবারের আসর হবে টি-টোয়েন্টি সংস্করণে। গ্রুপ পর্ব থেকে শীর্ষ দলগুলো উঠবে ‘সুপার ফোরে’। সুপার ফোরের সেরা দুই দল খেলবে ফাইনাল। তার মানে ভারত ও পাকিস্তান কমপক্ষে দুবার মুখোমুখি হবে। দুই দলের দ্বিতীয় ম্যাচটি হতে পারে আগামী ১৪ সেপ্টেম্বর।

এশিয়া কাপ থেকে ভারতের নাম প্র‌ত্যাহারের গুঞ্জন ছিল.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স প ট ম বর

এছাড়াও পড়ুন:

তিস্তা ব্যারেজ পরিদর্শনে ইরানের রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মনসুর চাভোশি শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধায় অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ এলাকা পরিদর্শন করেছেন। এ সময় রাষ্ট্রদূতের সফরসঙ্গী ছিলেন তার সহধর্মিণী জাহারা চাভোশি।

পরিদর্শনকালে রাষ্ট্রদূত মনসুর চাভোশি ও তার সহধর্মিণী তিস্তা নদী এবং ব্যারেজের ৫২টি সুইচ গেট ঘুরে দেখেন। তারা তিস্তা নদী ও ব্যারেজ এলাকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন।

পরিদর্শন শেষে মনসুর চাভোশি পুনরায় রংপুরের উদ্দেশ্যে রওনা হন। পরিদর্শনের সময় তার সঙ্গে হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন্নবীসহ পানি উন্নয়ন বোর্ডের বেশ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ওসি মাহমুদুন্নবী বলেন, ‘‘রাষ্ট্রদূতের নিরাপত্তায় তিস্তা ব্যারেজ এলাকায় গিয়েছিলাম। দুপুরে খাওয়া-দাওয়া শেষে তিনি চলে গেলে আমরা থানায় ফিরে আসি।’’

ঢাকা/নিয়াজ/রাজীব

সম্পর্কিত নিবন্ধ