শ্রীলঙ্কার বিপক্ষে তিন ওয়ানডের সিরিজে ২-১ ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। কোনো ম্যাচেই ব্যাটসম্যানরা তেমন সুবিধা করতে পারেননি। যে ম্যাচটা বাংলাদেশ জিতেছে, সেই দ্বিতীয় ওয়ানডেতে পারভেজ হোসেনের করা ৬৭ রানই তিন ম্যাচ মিলিয়ে দলের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস। বড় জুটি যেমন হয়নি, ব্যাটসম্যানরাও বড় ইনিংস খেলতে পারেননি।

ব্যাটসম্যানদের এই ব্যর্থতা নিয়ে আজ আক্ষেপ করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমানে বিসিবি পরিচালক আকরাম খান। ক্রিকেটাররা স্বাভাবিক ক্রিকেট খেলতে পারছেন না বলে মত তাঁর। মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আকরাম বলেন, ‘আমাদের ব্যাটসম্যানদের ব্যাটিং দেখে আমার কাছে মনে হচ্ছে, স্বাভাবিক যে ক্রিকেটটা, যেটা আমরা ঢাকা লিগে খেলি বা এখানে খেলি, সেটা খেলছে না। হয়তো ওভার কনসাস (অতিরিক্ত সতর্কতা)। আমার কাছে মনে হচ্ছে না তারা মানসিকভাবে ফিট। হয়তো অনেক চাপ নিয়ে নিচ্ছে।’

আরও পড়ুনআইসিসি র‍্যাঙ্কিং: ৩২ ধাপ এগোলেন জাকের, ৬ ধাপ নেমেছেন নাজমুল৪০ মিনিট আগে

ক্রিকেটারদের এত চাপ নেওয়ার কারণও বুঝতে পারছেন না আকরাম, ‘দূর থেকে খেলা দেখে আমার মনে হচ্ছে, খেলোয়াড়রা অতিরিক্ত চাপে থাকে। কিসের জন্য চাপে থাকে, আমি জানি না। কিন্তু আপনি বেশি চাপে থাকলে স্বাভাবিক ক্রিকেট খেলতে পারবেন না। ওদের ব্যাটিং স্টাইল দেখে, কিছু ভুল দেখে, অ্যাটিটিউড দেখে মনে হচ্ছে না তারা স্বাভাবিক ক্রিকেট খেলছে।’

আকরাম খান.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব য টসম য আকর ম

এছাড়াও পড়ুন:

তিস্তা ব্যারেজ পরিদর্শনে ইরানের রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মনসুর চাভোশি শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধায় অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ এলাকা পরিদর্শন করেছেন। এ সময় রাষ্ট্রদূতের সফরসঙ্গী ছিলেন তার সহধর্মিণী জাহারা চাভোশি।

পরিদর্শনকালে রাষ্ট্রদূত মনসুর চাভোশি ও তার সহধর্মিণী তিস্তা নদী এবং ব্যারেজের ৫২টি সুইচ গেট ঘুরে দেখেন। তারা তিস্তা নদী ও ব্যারেজ এলাকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন।

পরিদর্শন শেষে মনসুর চাভোশি পুনরায় রংপুরের উদ্দেশ্যে রওনা হন। পরিদর্শনের সময় তার সঙ্গে হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন্নবীসহ পানি উন্নয়ন বোর্ডের বেশ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ওসি মাহমুদুন্নবী বলেন, ‘‘রাষ্ট্রদূতের নিরাপত্তায় তিস্তা ব্যারেজ এলাকায় গিয়েছিলাম। দুপুরে খাওয়া-দাওয়া শেষে তিনি চলে গেলে আমরা থানায় ফিরে আসি।’’

ঢাকা/নিয়াজ/রাজীব

সম্পর্কিত নিবন্ধ