জনপ্রিয় অভিনেত্রী লনি অ্যান্ডারসন মারা গেছেন
Published: 4th, August 2025 GMT
মার্কিন টিভি অভিনেত্রী লনি অ্যান্ডারসন মারা গেছেন। রবিবার (৩ আগস্ট) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৯ বছর। এপির বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক চলচ্চিত্রবিষয়ক ম্যাগাজিন ভ্যারাইটি ডটকম এ খবর প্রকাশ করেছে।
১৯৪৫ সালের ৫ আগস্ট মিনেসোটা রাজ্যের সেন্ট পলে জন্মগ্রহণ করেন লনি অ্যান্ডারসন। মঙ্গলবার (৫ আগস্ট) ৭৯ বছর পূর্ণ করতেন এই অভিনেত্রী। ভাগ্যের নির্মম পরিহাস, জন্মদিনের আগের দিন পৃথিবীর মায়া ত্যাগ করে পরবারে পাড়ি জমালেন এই তারকা অভিনেত্রী।
লনি অ্যান্ডারসনের পরিবার থেকে একটি বিবৃতি প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে—“আমাদের প্রিয় স্ত্রী, মা, দাদির মৃত্যুর খবর ঘোষণা করতে গিয়ে আমরা গভীরভাবে শোকাহত।”
আরো পড়ুন:
লাইভ কনসার্টে স্কার্ট খুলে পড়ল জেনিফার লোপেজের (ভিডিও)
হাল্ক হোগান মারা গেছেন
জনপ্রিয় কমেডি সিরিজ ‘ডব্লিউকেআরপি ইন সিনসিনাতি’-এ রিসেপশনিস্ট জেনিফার মার্লোর চরিত্রে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন লনি।
‘ডব্লিউকেআরপি ইন সিনসিনাটি’ সিরিজটি ১৯৭৮ থেকে ১৯৮২ সাল পর্যন্ত সম্প্রচারিত হয়। কাহিনিটি ঘিরে ছিল ওহাইওর এক লোকসানি রেডিও স্টেশনকে, যারা নিজেদের ভবিষ্যৎ রক মিউজিকের মাধ্যমে পুনর্গঠনের চেষ্টা করছিল। লনি ছাড়াও সিরিজে অভিনয় করেছিলেন গ্যারি স্যান্ডি, টিম রিড, হাওয়ার্ড হেসম্যান, ফ্রাঙ্ক বোনার এবং জ্যান স্মিথারস।
সেই স্টেশনের রিসেপশনিস্ট চরিত্রে লনি অ্যান্ডারসন ছিলেন চিরচেনা স্বর্ণকেশী, স্মার্ট ও হাই হিল পরিহিত ‘জেনিফার মার্লো’—যিনি অসংখ্য অনাকাঙ্ক্ষিত ফোন কল ও ঝামেলা দক্ষ হাতে সামলাতেন। এ চরিত্রের জন্য লনি অ্যান্ডারসন পেয়েছিলেন দুটি এমি অ্যাওয়ার্ড মনোনয়ন এবং তিনটি গোল্ডেন গ্লোব মনোনয়ন।
কেবল টিভি সিরিজ নয়, হলিউড সিনেমায়ও অভিনয় করেন লনি অ্যান্ডারসন। ১৯৭৬ সালে ‘ভিজিল্যান্ট ফোর্স’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন। ‘স্ট্রোকার এইস’, ‘লনলি গাই’, ‘অল ডগস গো টু হেভেন’-এর মতো বেশ কটি সিনেমায় অভিনয় করেছেন লনি।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর য ক তর ষ ট র অ য ন ড রসন
এছাড়াও পড়ুন:
আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।
আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।
ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।
আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫