জনপ্রিয় অভিনেত্রী লনি অ্যান্ডারসন মারা গেছেন
Published: 4th, August 2025 GMT
মার্কিন টিভি অভিনেত্রী লনি অ্যান্ডারসন মারা গেছেন। রবিবার (৩ আগস্ট) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৯ বছর। এপির বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক চলচ্চিত্রবিষয়ক ম্যাগাজিন ভ্যারাইটি ডটকম এ খবর প্রকাশ করেছে।
১৯৪৫ সালের ৫ আগস্ট মিনেসোটা রাজ্যের সেন্ট পলে জন্মগ্রহণ করেন লনি অ্যান্ডারসন। মঙ্গলবার (৫ আগস্ট) ৭৯ বছর পূর্ণ করতেন এই অভিনেত্রী। ভাগ্যের নির্মম পরিহাস, জন্মদিনের আগের দিন পৃথিবীর মায়া ত্যাগ করে পরবারে পাড়ি জমালেন এই তারকা অভিনেত্রী।
লনি অ্যান্ডারসনের পরিবার থেকে একটি বিবৃতি প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে—“আমাদের প্রিয় স্ত্রী, মা, দাদির মৃত্যুর খবর ঘোষণা করতে গিয়ে আমরা গভীরভাবে শোকাহত।”
আরো পড়ুন:
লাইভ কনসার্টে স্কার্ট খুলে পড়ল জেনিফার লোপেজের (ভিডিও)
হাল্ক হোগান মারা গেছেন
জনপ্রিয় কমেডি সিরিজ ‘ডব্লিউকেআরপি ইন সিনসিনাতি’-এ রিসেপশনিস্ট জেনিফার মার্লোর চরিত্রে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন লনি।
‘ডব্লিউকেআরপি ইন সিনসিনাটি’ সিরিজটি ১৯৭৮ থেকে ১৯৮২ সাল পর্যন্ত সম্প্রচারিত হয়। কাহিনিটি ঘিরে ছিল ওহাইওর এক লোকসানি রেডিও স্টেশনকে, যারা নিজেদের ভবিষ্যৎ রক মিউজিকের মাধ্যমে পুনর্গঠনের চেষ্টা করছিল। লনি ছাড়াও সিরিজে অভিনয় করেছিলেন গ্যারি স্যান্ডি, টিম রিড, হাওয়ার্ড হেসম্যান, ফ্রাঙ্ক বোনার এবং জ্যান স্মিথারস।
সেই স্টেশনের রিসেপশনিস্ট চরিত্রে লনি অ্যান্ডারসন ছিলেন চিরচেনা স্বর্ণকেশী, স্মার্ট ও হাই হিল পরিহিত ‘জেনিফার মার্লো’—যিনি অসংখ্য অনাকাঙ্ক্ষিত ফোন কল ও ঝামেলা দক্ষ হাতে সামলাতেন। এ চরিত্রের জন্য লনি অ্যান্ডারসন পেয়েছিলেন দুটি এমি অ্যাওয়ার্ড মনোনয়ন এবং তিনটি গোল্ডেন গ্লোব মনোনয়ন।
কেবল টিভি সিরিজ নয়, হলিউড সিনেমায়ও অভিনয় করেন লনি অ্যান্ডারসন। ১৯৭৬ সালে ‘ভিজিল্যান্ট ফোর্স’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন। ‘স্ট্রোকার এইস’, ‘লনলি গাই’, ‘অল ডগস গো টু হেভেন’-এর মতো বেশ কটি সিনেমায় অভিনয় করেছেন লনি।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর য ক তর ষ ট র অ য ন ড রসন
এছাড়াও পড়ুন:
গকসু নির্বাচন: যত্রতত্র প্রচারে বিরক্ত শিক্ষার্থীরা
গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন ঘিরে দীর্ঘ ৭ বছরের উচ্ছ্বাসে ভাটা এনেছে যত্রতত্র প্রচার। সাধারণ নিয়মের পরোয়া না করেই প্রচার চালাচ্ছেন প্রার্থী ও তাদের সমর্থকরা।
জান যায়, লাইব্রেরিতে জোরে কথা বলা নিষিদ্ধ থাকলেও সেখানে প্রচার চালিয়েছেন এক ভিপি পদপ্রার্থী। আরেক ভিপি পদপ্রার্থী আইন বিভাগে ক্লাস চলা অবস্থায় গিয়ে নির্বাচনী প্রচার করেন।
আরো পড়ুন:
চাকসু নিয়ে স্বরাষ্ট্র ও শিক্ষা উপদেষ্টার সঙ্গে চবি প্রশাসনের মতবিনিময়
চাকসু নির্বাচন: ইসলামী ছাত্র আন্দোলনের প্যানেল ঘোষণা
সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে এসব ভিডিও। এতে বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষার্থীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ক্লাসে বসে পড়াশোনা করব, অথচ হঠাৎ প্রার্থী ঢুকে প্রচারণা শুরু করবেন—এটা একেবারেই গ্রহণযোগ্য নয়।
নিয়মিত লাইব্রেরি ব্যবহারকারী কিছু শিক্ষার্থী জানান, লাইব্রেরিতে পড়ার সময় প্রার্থীসহ ৬-৭ জন এসে প্রচার চালান এবং ডেকে লিফলেট বিতরণ করেন, যা পড়া-শোনার বিঘ্ন ঘটায়। পড়াশোনার জায়গাতেই যদি প্রচার হয়, তাহলে আমরা কোথায় পড়ব?
এ বিষয়ে সহকারী লাইব্রেরিয়ান জ্যোতি বলেন, “লাইব্রেরিতে প্রার্থীদের নির্বাচনী প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ। অভিযোগ এসেছে কিছু প্রার্থী-সমর্থক সাধারণ শিক্ষার্থীর মত এসে প্রচার চালিয়েছেন। ফলে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নজরদারি বাড়িয়ে কঠোর অবস্থান গ্রহণ করা হয়েছে।”
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিওতে দেখা যায়, আইন বিভাগে ক্লাস চলাকালে শিক্ষকের উপস্থিতিতে প্রচারণা চালাচ্ছেন এক ভিপি প্রার্থী।
এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষক মো. লিমন হোসেন বলেন, যেহেতু এইটা পুরো বিশ্ববিদ্যালয়ের নির্বাচন, সেহেতু সবারই সহযোগিতা দরকার। তাই আমি অনুমতিক্রমে প্রার্থীদেরকে তাদের প্রচারণা চালানোর সুযোগ দিয়েছি। তবে এই সুযোগ আমি কোনো নির্দিষ্ট ব্যক্তির জন্য দেইনি, সবার জন্যই দিয়েছি। তবে শুধু প্রার্থীকে ২ মিনিটের সুযোগ দিয়েছি।”
সার্বিক বিষয়ে নির্বাচন কমিশনের মুখপাত্র সহযোগী অধ্যাপক ড. মো. ফুয়াদ হোসেন বলেন, “লাইব্রেরির পরিবেশ বজায় রাখা লাইব্রেরি কর্তৃপক্ষের দায়িত্ব। আমরা চাই বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক একাডেমিক কার্যক্রম যেন কোনোভাবেই বিঘ্নিত না হয়।”
ঢাকা/সানজিদা/মেহেদী