আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটির নিয়ন্ত্রণ আবারও যুক্তরাষ্ট্র নেবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাজ্য সফররত ট্রাম্প ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার এ কথা বলেছেন।

সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণা অনুযায়ী, ২০২১ সালের ১ মে থেকে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হয়েছিল। তবে এই সেনা প্রত্যাহার সুশৃঙ্খলভাবে হয়নি। ওই বিশৃঙ্খল প্রত্যাহারের জন্য তার জো বাইডেনের প্রশাসনের বারবার সমালোচনা করেছেন ট্রাম্প।

বৃহস্পতিবার ট্রাম্প বলেছেন, “আমরা আফগানিস্তান ত্যাগ করতে যাচ্ছিলাম, কিন্তু আমরা শক্তি ও মর্যাদার সাথে এটি ত্যাগ করতে পারতাম, এবং আমরা বিশ্বের বৃহত্তম বিমান ঘাঁটিগুলির মধ্যে অন্যতম বাগরাম বিমান ঘাঁটি ধরে রাখতে পারতাম। অথচ আমরা এটি তাদের (তালেবানকে) বিনামূল্যে দিয়েছিলাম। আমরা এটি পুনরুদ্ধার করার চেষ্টা করছি।”

ট্রাম্প দাবি করেছেন, ঘাঁটি পুনরুদ্ধারের জন্য আফগানিস্তান নিয়ন্ত্রণকারী তালেবানদের উপর মার্কিন প্রশাসনকে ব্যবহার করতে পারেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, “আমরা এটি ফিরিয়ে আনার চেষ্টা করছি। কারণ তাদের আমাদের কাছ থেকে কিছু প্রয়োজন। আমরা সেই ঘাঁটিটি ফিরে পেতে চাই।”
 

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আফগ ন স ত ন

এছাড়াও পড়ুন:

আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।

আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।

ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।

আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ