বিদ্যালয়ের সভাপতির পদ হারালেন জাল সনদধারী, মাদক মামলার সেই আসামি
Published: 6th, August 2025 GMT
পদ হারালেন জাল সনদ দিয়ে চট্টগ্রামের বোয়ালখালীর উত্তর গোমদণ্ডী উচ্চবিদ্যালয়ের সভাপতি হওয়া মোহাম্মদ আলী। আজ বুধবার বিকেলে তাঁর সভাপতির পদ বাতিল করা হয়েছে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম বোর্ড চেয়ারম্যান ইলিয়াছ উদ্দিন আহাম্মদ। এর আগে সনদ যাচাইয়ের দুই সদস্যের যাচাই কমিটি করে চট্টগ্রাম শিক্ষা বোর্ড।
সনদ জাল করার পাশাপাশি মোহাম্মদ আলীর বিরুদ্ধে মাদক পাচারে জড়িত থাকারও অভিযোগ ওঠে। আদালত সূত্র জানায়, ২০২১ সালের ২৮ অক্টোবর বোয়ালখালীতে এক হাজার লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। তদন্ত শেষে মোহাম্মদ আলীসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা হয়। এ মামলায় ২০২২ সালের ২২ জুলাই মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তিনি জামিনে বের হয়ে আসেন। বর্তমানে মাদক মামলাটি বিচারাধীন।
আরও পড়ুনমাদক মামলার আসামি, দিয়েছেন ‘জাল’ সনদ, তবু তিনি স্কুল কমিটির সভাপতি৩১ জুলাই ২০২৫এ নিয়ে গত ৩১ জুলাই প্রথম আলোর অনলাইনে ‘মাদক মামলার আসামি, দিয়েছেন “জাল” সনদ, তবু তিনি স্কুল কমিটির সভাপতি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। মাদক মামলার আসামিকে বিদ্যালয় কমিটির সভাপতি নিয়োগ দেওয়ার সমালোচনা করেন শিক্ষাবিদ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, সভাপতি নিয়োগের সময় মোহাম্মদ আলী তাঁর স্নাতকের সনদে উল্লেখ করেছেন, ২০০৩ সালে তিনি সাউদার্ন ইউনিভার্সিটির ‘ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার’ বিভাগ থেকে স্নাতক শেষ করেছেন। সনদ জালের অভিযোগের পর সেটি সাউদার্ন ইউনিভার্সিটিতে পাঠায় বোর্ড। সাউদার্ন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সনদটি জাল। এই নামে কোনো বিভাগ তাদের নেই। যেটি আছে, সেটির নাম ইসলামিক স্টাডিজ। ওই বিভাগ চালু হয়েছে ২০১০ সালে।
আরও পড়ুনজাল সনদে মাদক মামলার আসামি স্কুল সভাপতি, শিক্ষা বোর্ডের তদন্ত কমিটি গঠন০৪ আগস্ট ২০২৫মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের চেয়ারম্যান ইলিয়াছ উদ্দিন আহাম্মদ প্রথম আলোকে বলেন, ‘আমরা দুই সদস্যের যাচাই কমিটি করেছিলাম। কমিটি প্রতিবেদন দিয়েছে। সেখানে সনদটি জাল বলে প্রতিবেদন দিয়েছে সাউদার্ন। নিয়ম অনুযায়ী উত্তর গোমদণ্ডী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদ থেকে মোহাম্মদ আলীকে বাদ দেওয়া হয়েছে।’
গত বছরের ১৮ নভেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলীর সই করা এক প্রজ্ঞাপনে বলা হয়, অ্যাডহক কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা কলেজের ক্ষেত্রে স্নাতকোত্তর ও স্কুলের ক্ষেত্রে স্নাতক পাস। জাল সনদ ব্যবহার করে মোহাম্মদ আলী সভাপতি হন এ বছরের ২৪ মার্চ। ছয় মাসের জন্য চার সদস্যের এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: জ ল সনদ
এছাড়াও পড়ুন:
জাতীয় নির্বাচন নিয়ে ইইউ-ইসি বৈঠক সোমবার
জাতীয় নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক নির্বাচনী টিম নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করবে। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
রবিবার (২১ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। এর আগে গত ১৯ আগস্ট ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার ইসির সঙ্গে বৈঠক করেন।
আরো পড়ুন:
জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
নির্বাচন বিশ্বাসযোগ্য করতে পর্যবেক্ষক ও গণমাধ্যমকর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করা জরুরি
ইসি জানায়, আগামী নির্বাচনে নির্বাচন কমিশনকে ৪ মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আসছে নির্বাচন আন্তর্জাতিক মানের অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হওয়ার প্রত্যাশা রেখে সেপ্টেম্বরে তাদের বিশেষজ্ঞ পর্যবেক্ষক দল বাংলাদেশে এসেছে।
নির্বাচন কমিশন সূত্রে আরো জানা যায়, নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশকে অগ্রাধিকার দিচ্ছে ইইউ। গণতান্ত্রিক নির্বাচনের জন্য তারা সহায়তা করবে। গণতন্ত্রের সঙ্গে সবসময়ই আছে ইইউ। বাংলাদেশের নির্বাচনও তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে।
এজন্য নির্বাচন বিষয়ক শিক্ষা, প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি করতে নির্বাচন কমিশন ও সুশীল সমাজের সঙ্গে তারা কাজ করবে। এছাড়া নির্বাচনে ডিসইনফরমেশন, মিসইনফরমেশন ও ডিজিটাল সমস্যা নিয়েও কাজ করতে চায় ইইউ।
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের লক্ষ্যে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে ইসি।
ঢাকা/আসাদ/সাইফ