ভারত আসবে না তা আগেভাগেই জানিয়ে দিয়েছে। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগস্টেই আসার কথা ছিল। কিন্তু দেশের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকায় সফর পিছিয়েছে তারা। 

এশিয়া কাপের আগে ভারত সিরিজ ছিল বাংলাদেশের জন‌্য প্রস্তুতির মঞ্চ। সিরিজ না হওয়ায় বিসিবি নেদারল‌্যান্ডসকে বাংলাদেশে খেলতে আমন্ত্রণ জানিয়েছে। তিন ম‌্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ডাচরা আসবেন ২৬ আগস্ট। ক্রিকেটারদের এই অখণ্ড অবসরের সময়টাকে কাজে লাগাতে বিসিবি আয়োজন করেছে বিশেষ ক‌্যাম্প। যেখানে স্কিল অনুশীলনের সঙ্গে আছে ফিটনেস সেশন।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম আজ বুধবার থেকে শুরু হয়েছে এই প্রস্তুতি। শুরুর দশ দিন কেবল ফিটনেস ট্রেনিং। এ সময়ে থাকবে বিশ্রামও। পরে শুরু স্কিল সেশনে। ঢাকার পর সিলেটেও হবে এই অনুশীলন। ফাঁকে নেদারল‌্যান্ডসের বিপক্ষে তিন ম‌্যাচের টি-টোয়েন্টিও খেলবে দল। এরপর আবার অনুশীলন। এরপর এশিয়া কাপ খেলতে সংযুক্ত আরব আমিরাত ভ্রমণ।

আরো পড়ুন:

পুলের ক্রিকেটার নিয়ে সারা বছর বাংলা টাইগার্স ক্যাম্প

কোচিংয়ে আগ্রহ বাড়ছে ক্রিকেটারদের

শান্ত, সৌম‌্য, মোস্তাফিজুর, নাহিদ, জাকের, শামীম, নাসুমরা আজ ফিটনেস নিয়ে কাজ করেছেন জিমনেশিয়ামে। এই অবসরের সময়টাকে কাজে লাগাতে চান ক্রিকেটাররা। আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট টানা খেলার উপর থাকায় ফিটনেস নিয়ে তেমন কাজ করার সুযোগ পান না তারা। এবারের ফিটনেস ট্রেনিং সেশনটাকে তারা এক লম্বা সময়ের ‘যুদ্ধের’ প্রস্তুতি হিসেবেই নিয়েছেন। যেন সামনের ছয় মাস ফিটনেস ইস্যুতে ভুগতে না হয়।

সাইফ উদ্দিন ইনজুরি প্রবণ। স্কিলে তেমন সমস‌্যা নেই। কিন্তু ফিটনেস নিয়েই যত সমস‌্যা। এই ১০ দিন তিনি পুরোপুরি ফিটনেস নিয়ে কাজ করবেন বলে জানালেন। যেন লম্বা সময় জাতীয় দলকে সার্ভিস দিতে পারেন। ১৪ আগস্ট পর্যন্ত চলবে এই ক্যাম্প। ফিটনেস ক্যাম্পের শেষদিকে ১২ ও ১৩ আগস্ট দলের সঙ্গে যোগ দেবেন বিদেশি কোচিং স্টাফের সদস্যরা। ১৫ আগস্ট থেকে ক্রিকেটারদের স্কিল ক্যাম্প শুরু হবে।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টন স ন য় প রস ত ত আগস ট

এছাড়াও পড়ুন:

মেসি-সুয়ারেজদের হারিয়ে প্লে’অফে শিকাগো ফায়ার

দীর্ঘ আট বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্লে-অফে জায়গা করে নিল শিকাগো ফায়ার এফসি। বাংলাদেশ সময় বুধবার (০১ অক্টোবর) সকালে দারুণ গোল উৎসবের ম্যাচে ইন্টার মায়ামিকে ৫-৩ গোলে হারিয়ে নিশ্চিত করল তারা ২০১৭ সালের পর প্রথম প্লে-অফ।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে শিকাগো। ম্যাচের ১১তম মিনিটেই জ্বলে ওঠেন জে দ’আভিলা। তিনি চমৎকার এক হেডারে এগিয়ে দেন দলকে। এরপর ৩১ মিনিটে দ্রুতগতির পাল্টা আক্রমণ থেকে গোল করেন জনাথন ডিন। ২-০ গোলে পিছিয়ে পড়ে একসময় চাপে পড়ে যায় মায়ামি।

আরো পড়ুন:

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের বড় জয়

বুসকেটসের অবসর ঘোষণা: এক নিঃশব্দ শিল্পীর শেষ অধ্যায়

তবে ৩৯ মিনিটে টমাস আভিলেস গোল করে ব্যবধান কমান। কিন্তু বিরতিতে যাওয়ার আগেই রোমিং কুওমে গোল করে আবারও দুই গোলে এগিয়ে দেন শিকাগোকে।

দ্বিতীয়ার্ধে ফিরে মায়ামি পুরোপুরি ভরসা রাখে লুইস সুয়ারেজের অভিজ্ঞতায়। ৫৭ মিনিটে তার গোলেই ব্যবধান দাঁড়ায় ৩-২। এরপর জর্ডি আলবার দুর্দান্ত পাস থেকে ৭৪ মিনিটে সমতায় ফেরান উরুগুইয়ান স্ট্রাইকার। ম্যাচ তখন দাঁড়িয়ে যায় ৩-৩ এ, আর মনে হচ্ছিল খেলা একেবারেই মায়ামির দিকে হেলে পড়ছে।

কিন্তু শেষ মুহূর্তে নতুন নাটক লিখে শিকাগো। ৮০ মিনিটে জাস্টিন রেইনল্ডস গোল করে আবারও এগিয়ে দেন দলকে। মাত্র তিন মিনিট পর দূরপাল্লার ঝড়ো শটে ব্রায়ান গুতিয়েরেজ নিশ্চিত করেন শিকাগোর স্মরণীয় জয়।

এই জয়ে এমএলএস টেবিলে অষ্টম স্থানে উঠে এসেছে শিকাগো (১৫ জয়, ৬ ড্র, ১১ হার)। অন্যদিকে লিওনেল মেসির মায়ামি (১৬ জয়, ৮ ড্র, ৭ হার) যদিও আগেই প্লে-অফ নিশ্চিত করে রেখেছে। তবে টানা দ্বিতীয় ম্যাচে গোলশূন্য থাকলেন আর্জেন্টাইন তারকা। আর এই হারের ফলে সাপোর্টার্স শিল্ড জয়ের লড়াইয়ে বড় ধাক্কা খেল মায়ামি। এখন শুধু জয় পেলেই শিরোপা নিশ্চিত করতে পারবে ফিলাডেলফিয়া ইউনিয়ন।

উল্লেখ্য, ম্যাচটি মূলত হওয়ার কথা ছিল ৩০ আগস্টে, কিন্তু লিগস কাপ ফাইনাল খেলতে গিয়ে মায়ামির কারণে তা পিছিয়ে যায়। সেই ম্যাচে সিয়াটলের কাছে ৩-০ গোলে হেরেছিল তারা।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ

  • চাকরির টাকায় চলছিল না সংসার, মাটি ছাড়া চারা উৎপাদন করে স্বাবলম্বী তাওহিদ
  • সিরাজের বোলিং তোপে দিশেহারা ক্যারিবীয়রা, ভারতের দারুণ শুরু
  • গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজে জলকামান ছুড়েছে ইসরায়েলি বাহিনী
  • ম্যাচ পরিত্যক্তর আগে হাবিবুর-সাব্বির ঝড়
  • ছুটোছুটির মধ্যে কাটছে মিমের পূজা
  • শেষ ওভারের রোমাঞ্চে ৩ রানের জয় খুলনার
  • মহেশখালীতে পর্যটক টানছে ‘আগুন পান’, কী আছে এতে
  • ভারতের বিষ্ণোই গ্যাংকে কেন কানাডায় ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করা হলো
  • ফের মা হতে যাচ্ছেন সোনম কাপুর
  • মেসি-সুয়ারেজদের হারিয়ে প্লে’অফে শিকাগো ফায়ার