অখণ্ড অবসরে লম্বা সময় ‘যুদ্ধের’ প্রস্তুতি
Published: 6th, August 2025 GMT
ভারত আসবে না তা আগেভাগেই জানিয়ে দিয়েছে। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগস্টেই আসার কথা ছিল। কিন্তু দেশের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকায় সফর পিছিয়েছে তারা।
এশিয়া কাপের আগে ভারত সিরিজ ছিল বাংলাদেশের জন্য প্রস্তুতির মঞ্চ। সিরিজ না হওয়ায় বিসিবি নেদারল্যান্ডসকে বাংলাদেশে খেলতে আমন্ত্রণ জানিয়েছে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ডাচরা আসবেন ২৬ আগস্ট। ক্রিকেটারদের এই অখণ্ড অবসরের সময়টাকে কাজে লাগাতে বিসিবি আয়োজন করেছে বিশেষ ক্যাম্প। যেখানে স্কিল অনুশীলনের সঙ্গে আছে ফিটনেস সেশন।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম আজ বুধবার থেকে শুরু হয়েছে এই প্রস্তুতি। শুরুর দশ দিন কেবল ফিটনেস ট্রেনিং। এ সময়ে থাকবে বিশ্রামও। পরে শুরু স্কিল সেশনে। ঢাকার পর সিলেটেও হবে এই অনুশীলন। ফাঁকে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টিও খেলবে দল। এরপর আবার অনুশীলন। এরপর এশিয়া কাপ খেলতে সংযুক্ত আরব আমিরাত ভ্রমণ।
আরো পড়ুন:
পুলের ক্রিকেটার নিয়ে সারা বছর বাংলা টাইগার্স ক্যাম্প
কোচিংয়ে আগ্রহ বাড়ছে ক্রিকেটারদের
শান্ত, সৌম্য, মোস্তাফিজুর, নাহিদ, জাকের, শামীম, নাসুমরা আজ ফিটনেস নিয়ে কাজ করেছেন জিমনেশিয়ামে। এই অবসরের সময়টাকে কাজে লাগাতে চান ক্রিকেটাররা। আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট টানা খেলার উপর থাকায় ফিটনেস নিয়ে তেমন কাজ করার সুযোগ পান না তারা। এবারের ফিটনেস ট্রেনিং সেশনটাকে তারা এক লম্বা সময়ের ‘যুদ্ধের’ প্রস্তুতি হিসেবেই নিয়েছেন। যেন সামনের ছয় মাস ফিটনেস ইস্যুতে ভুগতে না হয়।
সাইফ উদ্দিন ইনজুরি প্রবণ। স্কিলে তেমন সমস্যা নেই। কিন্তু ফিটনেস নিয়েই যত সমস্যা। এই ১০ দিন তিনি পুরোপুরি ফিটনেস নিয়ে কাজ করবেন বলে জানালেন। যেন লম্বা সময় জাতীয় দলকে সার্ভিস দিতে পারেন। ১৪ আগস্ট পর্যন্ত চলবে এই ক্যাম্প। ফিটনেস ক্যাম্পের শেষদিকে ১২ ও ১৩ আগস্ট দলের সঙ্গে যোগ দেবেন বিদেশি কোচিং স্টাফের সদস্যরা। ১৫ আগস্ট থেকে ক্রিকেটারদের স্কিল ক্যাম্প শুরু হবে।
ঢাকা/ইয়াসিন/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ টন স ন য় প রস ত ত আগস ট
এছাড়াও পড়ুন:
ভেঙে গেল মীরার তৃতীয় সংসার
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মীরা বাসুদেবনের সংসার ভেঙে গেছে। চিত্রগ্রাহক বিপিন পুঠিয়াঙ্কমের সঙ্গে এ অভিনেত্রীর এটি তৃতীয় সংসার ছিল। মীরা তার ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন।
সোমবার (১৭ নভেম্বর) ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করে মীরা লেখেন, “আমি, অভিনেত্রী মীরা বাসুদেবন। আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছি, গত আগস্ট ২০২৫ থেকে আমি সিঙ্গেল। আমি জীবনের অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণ পর্যায়ে আছি।”
আরো পড়ুন:
আমি ঈশ্বরে বিশ্বাস করি না: এসএস রাজামৌলি
রাশমিকাকে বিজয়ের চুম্বন, ভিডিও ভাইরাল
মীরা ও বিপিনের প্রথম পরিচয় জনপ্রিয় একটি টিভি সিরিয়ালের শুটিং সেটে। সময়ের সঙ্গে তাদের পেশাগত সম্পর্ক ব্যক্তিগত পর্যায়ে গড়ায়। ২০২৪ সালের মে মাসে সাতপাকে বাঁধা পড়েন এই জুটি। গত আগস্টে আনুষ্ঠানিকভাবে আলাদা হলেও কয়েক মাস পর সেই ঘোষণা দিলেন মীরা।
২০০৫ সালে বিশাল আগরওয়ালকে বিয়ে করেন মীরা। ৫ বছর সংসার করার পর ২০১০ সালে আলাদা হয়ে যান এই অভিনেত্রী। ২০১২ সালে জনের সঙ্গে দ্বিতীয়বার সংসার বাঁধেন মীরা। এ সংসারে তাদের আরিহা নামে একটি পুত্রসন্তান রয়েছে। ২০১৬ সালে এ সংসার ভেঙে যায়। এরপর দীর্ঘ দিন একা থাকার পর বিপিনের সঙ্গে ঘর বেঁধেছিলেন।
২০০৩ সালে তেলেগু ভাষার ‘গোলমাল’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন মীরা বাসুদেবন। একই বছর বলিউডে অভিষেক ঘটে তার। একই বছরে তামিল ভাষার ‘আন্নি সরনাদান্দেন’ সিনেমায় অভিনয় করেন মীরা। এ সিনেমার মাধ্যমে নজর কাড়েন এই অভিনেত্রী। কেবল তাই নয়, ‘তামিল নাড়ু স্টেট ফিল্ম স্পেশাল অ্যাওয়ার্ড’ লাভ করেন মীরা।
তবে মীরা বাসুদেবন প্রথম বড় পরিসরে প্রশংসা কুড়ান মোহনলালের বিপরীতে মালায়ালাম ভাষার ‘থানমাথরা’ চলচ্চিত্রে অভিনয় করে। এরপর ‘ওরুভান’, ‘একান্তম’, ‘কাক্কি’, ‘পাচমারাথানালিল’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেন। পরবর্তীতে ‘দেবী’, ‘পেন’, ‘পানালপুভু’ প্রভৃতি টিভি ধারাবাহিক অভিনয় করেও ঘরে ঘরে পরিচিতি লাভ করেন মীরা।
ঢাকা/শান্ত