দক্ষিণ আফ্রিকাকে আবার হারালেন বাংলাদেশের যুবারা
Published: 6th, August 2025 GMT
ফাইনাল নিশ্চিত হয়ে গেছে দুই দলেরই। তবে ফাইনালের আগে আত্মবিশ্বাসের জোগান পাওয়ার একটা লড়াই ছিল। সেটি পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলই।
হারারেতে আজ ত্রিদেশীয় সিরিজের লিগ পর্বের ম্যাচে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে তারা হারিয়েছে ৫ উইকেটে। এই টুর্নামেন্টে এ নিয়ে তৃতীয়বার মুখোমুখি হলো দল দুটি। আগের দুটিতে একটিতে জিতেছিল বাংলাদেশ, আরেকটিতে দক্ষিণ আফ্রিকা।
আজ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের জয়ের ভিত গড়ে দিয়েছেন বোলাররা। প্রোটিয়াদের ১৪৭ রানে অলআউট করে দেওয়ার পর ওই রান ২৯.
টসে জিতে বোলিং করতে নামার পর চতুর্থ ওভারে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন ইকবাল হোসেন। ৯ বলে ৫ রান করা ফন শালকভিককে ফেরান তিনি। পরের ওভারে আরেক ওপেনার আদনান লাগাডিয়েনকে ফিরিয়ে দেন আল ফাহাদ। বাদ যায়নি পরের ওভারও। ষষ্ঠ ওভারে দক্ষিণ আফ্রিকার তৃতীয় উইকেটের পতন ঘটান সানজিদ মজুমদার, আউট হন প্রোটিয়াদের অধিনায়ক জেসন রোলেস (৬ বলে ৪ রান)।
বোলাররাই গড়ে দিয়েছেন জয়ের ভিতউৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সিলেটে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ছাত্রলীগের হামলা, আহত ১৪
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের পরিচালনায় জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আয়োজিত জুলাই স্মৃতি ফুটসাল টুর্নামেন্টে হামলার ঘটনা ঘটেছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা অস্ত্রসহ এ হামলা চালায় বলে দাবি শিক্ষার্থীদের।
বুধবার (৬ আগস্ট) বিকেল ৬টার দিকে সিলেটের বালুচর নয়াবাজার এলাকার কিংস ফুটসাল মাঠে এ হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ১৪ জন আহত হয়েছে।
আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।
আরো পড়ুন:
হামলার পর সাঁওতালপাড়া ফাঁকা
যশোরে সাংবাদিকের ছেলে ছুরিকাহত
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, জুলাই গণঅভ্যুত্থান স্মরণে তাদের কলেজের শিক্ষার্থীরা জুলাই স্মৃতি ফুটসাল টুর্নামেন্টের আয়োজন করে। বুধবার টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচের এক পর্যায়ে সশস্ত্র ছাত্রলীগের একঝাঁক টোকাই ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তাদের ওপর অতর্কিত হামলা করে। এতে অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে।
শিক্ষার্থীরা বলেন, আমরা হামলাকারীদের মধ্যে একজনকে আটক করতে পেরেছি । মূলত জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে এই টুর্নামেন্ট আয়োজন করায় সহ্য করতে না পেরে তারা পূর্বপরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। স্থানীয় ছাত্রলীগের মামুন, আবির, রায়হান, বিপ্লব সহ বেশ কয়েকজন এই হামলার সাথে জড়িত বলে জানতে পেরেছি। অতিদ্রুত দোষীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।
এ বিষয়ে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান বলেন, “গতকাল মঙ্গলবার (৫ আগস্ট) সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ শুরু হয়। আজ টুর্নামেন্ট চলাকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীরা জয় বাংলা স্লোগান দিয়ে ছাত্রদের ওপর হামলা করে।”
তিনি বলেন, “এ ঘটনায় অন্তত ১৪ জন আহত হয়েছে বলে জেনেছি। বিষয়টি নিয়ে ইতোমধ্যে শাহপরান থানার ওসি এবং ডিসি মহোদয়কে জানানো হয়েছে।”
ঢাকা/আইনুল/মেহেদী