নোয়াখালীতে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র, হাতবোমাসহ ইউনিয়ন বিএনপির এক সাবেক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম আবু বক্কর সিদ্দিক ওরফে মিজান মাঝি (৪৫)। তিনি সুবর্ণচরের চরবাটা ইউনিয়ন বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক।

গত বৃহস্পতিবার গভীর রাতে চরবাটা ইউনিয়নে নিজ বাড়ি থেকে মিজান মাঝিকে আটক করে কোস্টগার্ড। পরে তাঁকে হাতিয়া কোস্টগার্ড স্টেশনে নেওয়া হয়েছে। এরপর আজ শুক্রবার বিকেলে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়। মিজান মাঝির হাতিয়ায় মাছের ব্যবসা রয়েছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা প্রথম আলোকে বলেন, আবু বক্কর ছিদ্দিক ওরফে মিজান মাঝিকে আজ বিকেলে থানায় হস্তান্তর করেছে কোস্টগার্ড। তাঁর বিরুদ্ধে কোস্টগার্ড বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছে। এ ছাড়া উদ্ধার করা অস্ত্রগুলো থানায় জমা দেওয়া হয়েছে।

বিএনপি নেতা আবু বক্কর ছিদ্দিককে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ। আজ দুপুরে সুবর্ণচরের ভূঁইয়ারহাটে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব এনপ

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রের সেরা ১০ ধনী নারী কারা, তাঁদের কী ব্যবসা

১০৬ বিলিয়ন ডলার। সম্পদের প্রধান উৎস: ওয়ালমার্ট। বয়স: ৭৫ বছর।

সবচেয়ে ধনী নারী অ্যালিস ওয়ালটন। টানা এক দশকে ৯ বার তিনি শীর্ষ ধনী নারীর তালিকা ছিলেন। অ্যালিস ওয়ালটনের সম্পদের পরিমাণ প্রায় ১০৬ বিলিয়ন বা ১০ হাজার ৬০০ কোটি ডলার। ফলে তিনি যুক্তরাষ্ট্রের ১৫তম ধনী ব্যক্তি এবং আমেরিকার প্রথম নারী ‘সেন্টিবিলিয়নিয়ার’ (অর্থাৎ যাঁর সম্পদের হিসাব ১২ অঙ্কের)। গত বছর তিনি ফ্রান্সের কোম্পানি লরিয়েলের উত্তরাধিকারী ফ্রাঁসোয়াজ বেটেনকোর্ট মেয়ার্সকে টপকে বিশ্বের সবচেয়ে ধনী নারী হন।

২জুলিয়া কচজুলিয়া কচ

সম্পর্কিত নিবন্ধ