গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল শুক্রবার দিবাগত রাতে মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হলো।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পাবনার চাটমোহন উপজেলার পাঁচবারিয়া এলাকার ফয়সাল হাসান (২৩), কুমিল্লার হোমনা উপজেলার কাশিপুর এলাকার শাহ জামাল (৩২) ও সুমন (২৬)।

এর আগে এ ঘটনায় এক দম্পতিসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা হলেন মিজানুর রহমান ওরফে কেটু মিজান, তাঁর স্ত্রী গোলাপি, আল আমিন ও মো.

স্বাধীন। পুলিশের ভাষ্য, তাঁদের মধ্যে তিনজনকে সিসিটিভি ক্যামেরার ফুটেজে শনাক্ত করা গেছে ও তাঁরা ছিনতাইকারী চক্রের সদস্য।

সাংবাদিক আসাদুজ্জামান দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর স্টাফ রিপোর্টার ছিলেন। তাঁর বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে।

আরও পড়ুনগাজীপুরে সাংবাদিক হত্যায় দুই কারণ সামনে রেখে তদন্ত করছে পুলিশ ২ ঘণ্টা আগে

মহানগর পুলিশের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে পাঁচ থেকে ছয়জন চান্দনা চৌরাস্তা এলাকায় আসাদুজ্জামানকে ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করে। তিনি দৌড়ে ঈদগাঁ মার্কেটের একটি চায়ের দোকানে আশ্রয় নেন। পরে দুর্বৃত্তরা দোকানে ঢুকে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। ঘটনার কিছু পরই স্থানীয় একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে সিসিটিভি ক্যমেরার ফুটেজ পায় পুলিশ। এরপর মহানগর গোয়েন্দা পুলিশ, র‍্যাব ও পিবিআই যৌথভাবে অভিযান চালিয়ে এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করে।

আরও পড়ুনমুঠোফোনে অস্ত্রধারীদের ভিডিও করছিলেন সাংবাদিক আসাদুজ্জামান, পরে তাঁকেই হত্যা করা হয়০৮ আগস্ট ২০২৫

গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ) তাহেরুল হক চৌহান গতকাল রাতে তিনজনের গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, এ পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল শুক্রবার সকালে সাংবাদিক আসাদুজ্জামানের বড় ভাই সেলিম বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে।

আরও পড়ুনপ্রকাশ্যে অস্ত্র নিয়ে ধাওয়া করে সাংবাদিককে কুপিয়ে হত্যা০৭ আগস্ট ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব দ ক আস দ জ জ ম ন গ র প ত র কর ঘটন য়

এছাড়াও পড়ুন:

আমি নিজেকে অপমানিত হতে দিতে পারি না, ট্রাম্পের সঙ্গে শুল্ক নিয়ে কথা প্রসঙ্গে লুলা

শুল্কারোপের জেরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সরাসরি আলোচনায় বসার কোনো সম্ভাবনা দেখছেন না বলে জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, এটা তাঁর জন্য ‘অপমানজনক’ হতে পারে।

গতকাল বুধবার ব্রাজিলের কিছু পণ্যের ওপর ট্রাম্পের আরোপিত ৫০ শতাংশ শুল্ক কার্যকর হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে লুলা দা সিলভা এ কথা বলেন।

একদিকে ট্রাম্প ব্রাজিলের ওপর চড়া শুল্ক আরোপ করেছেন। অন্যদিকে ব্রাজিলে ২০২২ সালের নির্বাচন বাতিলের ষড়যন্ত্রের অভিযোগে বিচারাধীন ডানপন্থী সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর বিরুদ্ধে চলা মামলা বন্ধের দাবি তুলেছেন।

লুলা সাফ জানিয়ে দেন, ব্রাজিল পাল্টা শুল্ক আরোপ করবে না। তবে তাঁর সরকার মন্ত্রী পর্যায়ের আলোচনা থেকেও সরে আসবে না। তিনি নিজে হোয়াইট হাউসে ট্রাম্পকে ফোন করা নিয়েও কোনো তাড়াহুড়া করছেন না।

রাজধানী ব্রাসিলিয়ায় প্রেসিডেন্টের বাসভবনে বসে দেওয়া সাক্ষাৎকারে লুলা বলেন, ‘যেদিন আমার অন্তর্দৃষ্টি বলবে, ট্রাম্প কথা বলতে প্রস্তুত আছেন, আমি তাঁকে ফোন করতে দ্বিধা করব না। আজ আমার অন্তর্দৃষ্টি বলছে, তিনি (ট্রাম্প) হয়তো কথা বলতে চাইছেন না। তাই আমি নিজেকে অপমানিত হতে দিতে পারি না।’

ট্রাম্প যেসব দেশের ওপর বাড়তি শুল্ক আরোপ করেছেন, পরিমাণ বিবেচনায় শুরুর দিকে রয়েছে ব্রাজিল। তবে সর্বোচ্চ মার্কিন শুল্কের পরও লাতিন আমেরিকার বৃহত্তম এই অর্থনীতির লাইনচ্যুত হওয়ার আশঙ্কা কম। ফলে বরং ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিতে পশ্চিমের অন্য নেতাদের তুলনায় লুলা বেশি সুযোগ পাবেন।

আরও পড়ুনব্রাজিলের কিছু পণ্যে ৫০ শতাংশ মার্কিন শুল্ক কার্যকর৭ ঘণ্টা আগে

একদিকে ট্রাম্প ব্রাজিলের ওপর চড়া শুল্ক আরোপ করেছেন। অন্যদিকে ব্রাজিলে ২০২২ সালের নির্বাচন বাতিলের ষড়যন্ত্রের অভিযোগে বিচারাধীন ডানপন্থী সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর বিরুদ্ধে চলা মামলা বন্ধের দাবি তুলেছেন। এর জেরে ব্রাজিল ও যুক্তরাষ্ট্রের ২০০ বছরের পুরোনো দ্বিপক্ষীয় সম্পর্ক তলানিতে ঠেকেছে বলেও মন্তব্য করেছেন প্রেসিডেন্ট লুলা।

এখনকার পরিস্থিতি কোনো ছোটখাটো হস্তক্ষেপ নয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মনে করছেন, তিনি ব্রাজিলের মতো একটি সার্বভৌম দেশের জন্য নিয়ম নির্ধারণ করে দেবেন, এটি অগ্রহণযোগ্য।লুইজ ইনাসিও লুলা দা সিলভা, ব্রাজিলের প্রেসিডেন্ট

ব্রাজিলের সুপ্রিম কোর্টে বলসোনারোর মামলাটি বিচারাধীন। এ বিষয়ে প্রেসিডেন্ট লুলা বলেন, ‘ট্রাম্প কী বলছেন এবং কী করা উচিত নয়, তা নিয়ে (সুপ্রিম কোর্ট) মাথা ঘামায় না।’ বলসোনারোকে ‘মাতৃভূমির প্রতি বিশ্বাসঘাতক’ উল্লেখ করে লুলা বলেন, ট্রাম্পের হস্তক্ষেপকে উসকে দেওয়ার জন্য বলসোনারোর আরেকটি বিচারের মুখোমুখি হওয়া উচিত।

আরও পড়ুনট্রাম্পের শুল্ক আরোপের হুমকি ‘অগ্রহণযোগ্য ব্ল্যাকমেল’: ব্রাজিলের প্রেসিডেন্ট১৮ জুলাই ২০২৫

লুলা বলেন, ‘আমরা ইতিমধ্যে ১৯৬৪ সালের অভ্যুত্থানে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের বিষয়টি ক্ষমা করে দিয়েছি।’ নির্বাচিত গণতান্ত্রিক প্রেসিডেন্টকে উৎখাত করে মার্কিন সমর্থনপুষ্ট সামরিক সরকারের বিরুদ্ধে শ্রমিক সংগঠনের হয়ে আন্দোলন করার মধ্য দিয়ে লুলার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল।

লুলা আরও বলেন, কিন্তু এখনকার পরিস্থিতি কোনো ছোটখাটো হস্তক্ষেপ নয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মনে করছেন, তিনি ব্রাজিলের মতো একটি সার্বভৌম দেশের জন্য নিয়ম নির্ধারণ করে দেবেন, এটি অগ্রহণযোগ্য।

ট্রাম্পের সঙ্গে তাঁর কোনো ‘ব্যক্তিগত বিরোধ’ নেই বলেও মন্তব্য করেন ব্রাজিলের প্রেসিডেন্ট। লুলা জানান, আগামী মাসে জাতিসংঘে কিংবা আসছে নভেম্বরে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে তাঁদের দেখা হতে পারে।

আরও পড়ুনবলসোনারোকে গৃহবন্দী করার সিদ্ধান্তের নিন্দায় যুক্তরাষ্ট্র০৫ আগস্ট ২০২৫

হোয়াইট হাউসে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের আচরণের প্রসঙ্গ টেনে লুলা বলেন, জেলেনস্কির সঙ্গে ট্রাম্প যেটা করেছেন, খুবই অপমানজনক ছিল। একজন প্রেসিডেন্ট অন্য একজন প্রেসিডেন্টের সঙ্গে এমন অপমানজনক আচরণ করতে পারেন না।

ব্রাজিলের প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমি সবাইকে সম্মান করি। সবার কাছে সম্মান প্রত্যাশাও করি।’

আরও পড়ুনব্রাজিলের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের ১০ জুলাই ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • গোয়ালন্দে বেড়াতে আসা তরুণী ও কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
  • প্রক্সি’ দিয়ে ভর্তির চেষ্টা, আটক শিক্ষার্থী জানালেন, একটি চক্রের সঙ্গে চুক্তি হয়েছিল লাখ টাকার
  • আমি নিজেকে অপমানিত হতে দিতে পারি না, ট্রাম্পের সঙ্গে শুল্ক নিয়ে কথা প্রসঙ্গে লুলা
  • প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে হত্যা, বাবাসহ পরিবারের ৩ জনের মৃত্যুদণ্ড