এসএম আসলামের মুক্তি দাবি করেছে ট্যাংকলরী শ্রমিক ফেডারেশন
Published: 9th, August 2025 GMT
বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক, বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন এর সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল নারায়ণগঞ্জ মহানগরের আহবায়ক এসএম আসলামের আটকাদেশ প্রত্যাহার করে অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি করেছেন বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটি।
শনিবার (৯ আগষ্ট) বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ফেডারেশনের প্যাডে সংগঠনের সাধারন সম্পাদক রেজাউল করিম রেজা স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে শ্রমিক নেতা এসএম আসলামকে অন্যায়ভাবে গ্রেফতার, আটকাদেশের প্রতিবাদ, নিন্দা ও মুক্তিদাবী জানানো হয়।
সংগঠনের সভাপতি হাজী মোঃ শাহজাহান ভূইয়া এবং সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা গনমাধ্যমে প্রেরিত বিবৃতিতে উল্লেখ করেন, বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক, বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন এর সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল নারায়ণগঞ্জ মহানগররের আহবায়ক এস.
তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে নানা সংবাদ মাধ্যমে প্রচার করা হয়েছে। আমরা এহেন অন্যায়ভাবে একজন শ্রমিক নেতাকে মিথ্যা অপবাদে, হেনস্তা, অপমান এবং অপপ্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা বানোয়াট ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত।
আমরা তার বিরুদ্ধে আনা অভিযোগ থেকে রেহাই দিয়ে তার আটাকাদেশ প্রতাহার করে অবিলম্বে নিঃশর্ত মুক্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি। অন্যথায় আসলামের মুক্তির জন্য ট্যাংকলরী শ্রমিকরা আন্দোলনের পথ বেছে নিতে বাধ্য হবে।
উল্লেখ্য, সিদ্ধিরগঞ্জের তেলের ডিপোতে চাঁদাবাজির অভিযোগ গত বুধবার রাতে গ্রেপ্তার করে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি)। বৃহস্পতিবার বিকেলে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ৩(২) ধারায় ডিটেনশনের জন্য তাকে জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কাছে সোপর্দ করা হয়।
“জেলা ম্যাজিস্ট্রেট তাকেসহ আরো একজনকে ৩০ দিনের আটক আদেশ দিলে কারাগারে প্রেরণ করা হয়”। বর্তমানে তিনি কারাগারে ডিটেনশনে রয়েছেন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ আসল ম
এছাড়াও পড়ুন:
বিএনপি নেতা ভিপি রাজিবের আশু রোগমুক্তি কামনায় দোয়া
ডেঙ্গু জ্বরে আক্রান্ত নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিবের আশু রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) বাদ এশা শহরের চানমারি আলআকসা জামে মসজিদ প্রাঙ্গণে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য রুহুল আমিনের সার্বিক তত্ত্বাবধানে এই দোয়ার আয়োজন করা হয়।
এসময়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিবের আশু রোগমুক্তি ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।
মিলাদ ও দোয়ায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান সুমন, সদস্য রুহুল আমিন, আমিনুল ইসলাম, মাহাবুব হোসেন, মনির হোসেন, বাধন মজুমদার, সেচ্ছাসেবক নেতা মিজান, আলামিন, খোকন, জীবন, আলামিন, আলম, রমজান, সামিরসহ অনেকেই।