বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক, বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন এর সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল নারায়ণগঞ্জ মহানগরের আহবায়ক এসএম আসলামের আটকাদেশ প্রত্যাহার করে অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি করেছেন বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটি।

শনিবার (৯ আগষ্ট) বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ফেডারেশনের প্যাডে সংগঠনের সাধারন সম্পাদক রেজাউল করিম রেজা স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে শ্রমিক নেতা এসএম আসলামকে অন্যায়ভাবে গ্রেফতার, আটকাদেশের প্রতিবাদ, নিন্দা ও মুক্তিদাবী জানানো হয়।

সংগঠনের সভাপতি হাজী মোঃ শাহজাহান ভূইয়া এবং সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা গনমাধ্যমে প্রেরিত বিবৃতিতে উল্লেখ করেন, বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক, বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন এর সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল নারায়ণগঞ্জ মহানগররের আহবায়ক এস.

এম আসলামকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ কর্তৃক গত ০৭.০৮.২০২৫ইং তারিখ অন্যায়ভাবে আটকাদেশ দেয় এবং তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে।

তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে নানা সংবাদ মাধ্যমে প্রচার করা হয়েছে। আমরা এহেন অন্যায়ভাবে একজন শ্রমিক নেতাকে মিথ্যা অপবাদে, হেনস্তা, অপমান এবং অপপ্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা বানোয়াট ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত।

আমরা তার বিরুদ্ধে আনা অভিযোগ থেকে রেহাই দিয়ে তার আটাকাদেশ প্রতাহার করে অবিলম্বে নিঃশর্ত মুক্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি। অন্যথায় আসলামের মুক্তির জন্য ট্যাংকলরী শ্রমিকরা আন্দোলনের পথ বেছে নিতে বাধ্য হবে।

উল্লেখ্য, সিদ্ধিরগঞ্জের তেলের ডিপোতে চাঁদাবাজির অভিযোগ গত বুধবার রাতে গ্রেপ্তার করে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি)। বৃহস্পতিবার বিকেলে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ৩(২) ধারায় ডিটেনশনের জন্য তাকে জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কাছে সোপর্দ করা হয়।

“জেলা ম্যাজিস্ট্রেট তাকেসহ আরো একজনকে ৩০ দিনের আটক আদেশ দিলে কারাগারে প্রেরণ করা হয়”। বর্তমানে তিনি কারাগারে ডিটেনশনে রয়েছেন।

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ আসল ম

এছাড়াও পড়ুন:

“গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকান্ডে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ”

গাজীপুর চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাব সভাপতি আবু সাউদ মাসুদ ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি। হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান তাঁরা।

তাঁরা বলেন, এভাবে প্রকাশ্যে কুপিয়ে মানুষ হত্যা কোন সভ্য সমাজ মেনে নিতে পারে না। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (ক্রাইম) রবিউল হাসান ও প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, বৃহষ্পতিবার সন্ধ্যায় গাজীপুর চৌরাস্তায় হানিট্র্যাপ থেকে নারীর সঙ্গে থাকা সশস্ত্র যুবকরা বাদশা নামে এক যুবককে চাপাতি দিয়ে কোপাতে থাকে।

কাছাকাছি দাঁড়িয়ে মোবাইলে দৃশ্যটি ধারণ করছিলেন সাংবাদিক তুহিন। এ সময় হামলাকারীরা তার ওপর চড়াও হয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। নিহত সাংবাদিক আসাদুজ্জামান দৈনিক প্রতিদিনের কাগজের সংবাদকর্মী ছিলেন।
 

সম্পর্কিত নিবন্ধ

  • তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত হবে
  • গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় এনজেটিজেএ’র নিন্দা
  • দেশে অনেক ছোট ছোট শামীম ওসমানের জন্ম হচ্ছে: আনু মুহাম্মদ
  • সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা : নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা
  • সাংবাদিক তুহিনকে হত্যা : নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা
  • রূপগঞ্জে যে কারণে মাসের পর মাস পানিবন্দি অর্ধ লক্ষাধিক মানুষ
  • সোনারগাঁয়ে নিখোঁজের ১৯ ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার
  • গাজীপুরে সাংবাদিক হত্যায় যুব ফেডারেশনের তীব্র নিন্দা ও বিচার দাবি
  • “গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকান্ডে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ”