ফাইনালে দ. আফ্রিকাকে ২৭০ রানের টার্গেট দিলো যুবারা
Published: 10th, August 2025 GMT
ত্রিদেশীয় সিরিজের ফাইনালে হারারে স্পোর্টস ক্লাব মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগে ব্যাট করে ৫ উইকেটে ২৬৯ রান সংগ্রহ করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জিততে দক্ষিণ আফ্রিকাকে করতে হবে ২৭০ রান।
আজ রোববার দুপুরে টস হেরে ব্যাট করতে নেমে ৬৫ রানেই তিন উইকেট হারিয়ে বসে বাংলাদেশের যুবারা। রিফাত বেগ ১৬, জাওয়াদ আকবর ২১ ও আজিজুল হাকিম ৭ রানে সাজঘরে ফেরেন।
সেখান থেকে দলের হাল ধরেন কালাম সিদ্দিকী ও রিজান হোসেন। চতুর্থ উইকেটে তারা দুজন ১১৭ রানের জুটি গড়ে লড়াকু সংগ্রহের ভিত গড়েন।
আরো পড়ুন:
শাহিন আফ্রিদির দুর্দান্ত প্রত্যাবর্তন, ভাঙলেন শামির রেকর্ড
বিসিবির বোর্ড সভায় যেসব সিদ্ধান্ত হলো
১৮২ রানের মাথায় কালাম ফিরলে ভাঙে এই জুটি। তিনি ৬ চারে ৬৫ রানের ইনিংস খেলে যান। কালাম আউট হলেও রিজান যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে। কিন্তু দলীয় ২৪৫ রানের মাথায় রান আউটে কাটা পড়ে সেঞ্চুরি মিস করেন মাত্র ৫ রানের জন্য। ৯৬ বলে ১০ চারে ৯৫ রান আসে তার ব্যাট থেকে।
এরপর মো.
বল হাতে দক্ষিণ আফ্রিকার বান্দিলে এমবাথা ১০ ওভারে ৫০ রান দিয়ে ২টি উইকেট নেন।
ঢাকা/আমিনুল
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।