ফাইনালে দ. আফ্রিকাকে ২৭০ রানের টার্গেট দিলো যুবারা
Published: 10th, August 2025 GMT
ত্রিদেশীয় সিরিজের ফাইনালে হারারে স্পোর্টস ক্লাব মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগে ব্যাট করে ৫ উইকেটে ২৬৯ রান সংগ্রহ করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জিততে দক্ষিণ আফ্রিকাকে করতে হবে ২৭০ রান।
আজ রোববার দুপুরে টস হেরে ব্যাট করতে নেমে ৬৫ রানেই তিন উইকেট হারিয়ে বসে বাংলাদেশের যুবারা। রিফাত বেগ ১৬, জাওয়াদ আকবর ২১ ও আজিজুল হাকিম ৭ রানে সাজঘরে ফেরেন।
সেখান থেকে দলের হাল ধরেন কালাম সিদ্দিকী ও রিজান হোসেন। চতুর্থ উইকেটে তারা দুজন ১১৭ রানের জুটি গড়ে লড়াকু সংগ্রহের ভিত গড়েন।
আরো পড়ুন:
শাহিন আফ্রিদির দুর্দান্ত প্রত্যাবর্তন, ভাঙলেন শামির রেকর্ড
বিসিবির বোর্ড সভায় যেসব সিদ্ধান্ত হলো
১৮২ রানের মাথায় কালাম ফিরলে ভাঙে এই জুটি। তিনি ৬ চারে ৬৫ রানের ইনিংস খেলে যান। কালাম আউট হলেও রিজান যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে। কিন্তু দলীয় ২৪৫ রানের মাথায় রান আউটে কাটা পড়ে সেঞ্চুরি মিস করেন মাত্র ৫ রানের জন্য। ৯৬ বলে ১০ চারে ৯৫ রান আসে তার ব্যাট থেকে।
এরপর মো.
বল হাতে দক্ষিণ আফ্রিকার বান্দিলে এমবাথা ১০ ওভারে ৫০ রান দিয়ে ২টি উইকেট নেন।
ঢাকা/আমিনুল
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
জনগন সচেতন থাকলে রাষ্ট্র কখনো দূর্নীতিগ্রস্থ হবে না : জোসেফ
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও যুবদল নেতা এ কে এম মাজহারুল ইসলাম জোসেফ বলেছেন, জনগন হলো সকল ক্ষমতার মালিক। জনগন সচেতন থাকলে রাষ্ট্র কখনো দূর্নিতীগ্রস্থ হবে না। জুলাই আন্দোলনের সময় মাদ্রাসার শিক্ষার্থীরা যে ভূমিকা রেখেছে তা ইতিহাসের বিরল।
আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। আপনারা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন করা হবে। পরিশেষে তিনি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন।
রোববার (১০ আগস্ট) বেলা ১১টায় বন্দর ইসলামিয়া ফাযিল মাদ্রাসা হল রুমে ২১ নং ওয়ার্ড যুবদল কর্তৃক আয়োজিত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ২০২৫ইং বন্দর ইসলামিয়া ফাযিল মাদ্রাসার দাখিল পরীক্ষা উত্তীর্ন শিক্ষার্থীদের সম্মননা স্মরক প্রদান উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।
বন্দর ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ শেখ মোহাম্মদ আতিকুল্লাহ সভাপতিত্বে ও বন্দর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী নওশাদ তুষারের সঞ্চালনায় সম্মননা স্মারক প্রদান ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহবায়ক কমিটি সদস্য এড: শিপলু, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি আমির হোসেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা আতিকুর রহমান সবুজ, ২২ নং ওয়ার্ড বিএনপি সহ সভাপতি নজরুল ইসলাম, ২১ নং ওয়ার্ড যুবদল নেতা সেলিম, লিটন, এমারত, ২২ নং ওয়ার্ড যুবদল নেতা কাজী সোহাগ, সেলিম ও বন্দর উপজেলা য্বুদলের সাবেক প্রচার সম্পাদক আশাবুদ্দিনসহ উল্লেখিত মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।