বিদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সরকার: প্রেস সচিব
Published: 10th, August 2025 GMT
ছবি: পিআইডি
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসলেন ভুটানের প্রধানমন্ত্রী
দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।
শনিবার (২২ নভেম্বর) সকাল ৮টা ১৫ মিনিটের দিকে ভুটানের প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ভুটানের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। দেওয়া হয় গার্ড অব অনার।
বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে দুই নেতার মধ্যে সংক্ষিপ্ত বৈঠক হয়। বৈঠকে শুক্রবারের ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নেন ভুটানের প্রধানমন্ত্রী এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে ভুটানের প্রধানমন্ত্রী সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। তিনি স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং দর্শনার্থী খাতায় স্বাক্ষর করবেন।
দুপুরে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টা। বিকেল ৩টার দিকে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কার্যালয়ে তাদের মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেরিং তোবগের সম্মানে এক নৈশভোজের আয়োজন করা হবে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
ঢাকা/ইভা