দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২ থেকে ৬ নভেম্বর) কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড।

শনিবার (৮ নভেম্বর) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ২৪ কোটি ২৯ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৫.

০১ শতাংশ। এর ফলে কোম্পানিটি লেনদেনের শীর্ষে অবস্থান করছে।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা সামিট পাওয়ার অ্যালায়েন্সের ২৩ কোটি ৮৯ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর লেনদেনের ৪.৯৩ শতাংশ।

তৃতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের ২০ কোটি ১৮ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর লেনদেনের ৪.১৭ শতাংশ।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- খান ব্রাদার্স পিপি বেগ ইন্ডাস্ট্রিজের ১৯ কোটি ৮৮ লাখ ৪০ হাজার টাকা ,মনোস্পুল পেপারের ১৮ কোটি ৮৮ লাখ ৭০ হাজার টাকা , সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ১৩ কোটি ৭৫ লাখ ৬০ হাজার টাকা, এশিয়াটিক ল্যাবরেটরিজের ১২ কোটি ৫ লাখ ৬০ হাজার টাকা, সিভিও পেট্রোকেমিক্যালের ১১ কোটি ৭৪ লাখ ৮০ হাজার টাকা, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৮ কোটি ৭৬ লাখ ৩০ হাজার টাকা  এবং সোনালী পেপাপের ৮ কোটি ৩০ লাখ ২০ হাজার টাকার লেনদেন হয়েছে।

ঢাকা/এনটি/ইভা 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ল নদ ন র শ র ষ ড এসইর

এছাড়াও পড়ুন:

ডিএসইর পিই রেশিও কমেছে ৩.২২ শতাংশ

‎দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২ থেকে ৬ নভেম্বর) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। আলোচ্য এ সময়ে ডিএসইর পিই রেশিও কমেছে ৩.২২ শতাংশ।

‎শনিবার (৮ নভেম্বর) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

‎তথ্য মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ৯.৯৩ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ৯.৬১ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও কমেছে ০.৩২ পয়েন্ট বা ৩.২২ শতাংশ।

‎এর আগের সপ্তাহের শুরুতে (২৬ থেকে ৩০ অক্টোবর) পিই রেশিও ছিল ১০.০৩ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ৯.৯৩ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও কমেছে ০.১০ পয়েন্ট বা ১ শতাংশ।

খাতভিত্তিক পিই রেশিওগুলোর মধ্যে- মিউচুয়াল ফান্ড খাতে ৩.৪৯ পয়েন্টে, ব্যাংক খাতে ৬.০৪ পয়েন্টে, জ্বালানি ও বিদ্যুৎ খাতে ৬.৪০ পয়েন্টে, প্রকৌশল খাতে ৮.৯৩ পয়েন্টে, আর্থিক খাতে ১০.১৫ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতে ১০.৭৩ পয়েন্টে, টেক্সটাইল খাতে ১১.০৪ পয়েন্টে, সেবা ও আবাসন খাতে ১১.৫১ পয়েন্টে, সাধারণ বিমা খাতে ১২.৯৭ পয়েন্টে, সিমেন্ট খাতে ১৩.১৫ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতে ১৩.৮২ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতে ১৪.৯৩ পয়েন্ট, আইটি খাতে ১৬.০৭ পয়েন্টে, বিবিধ খাতে ১৬.২৭ পয়েন্টে, খাদ্য ও আনুসঙ্গিক খাতে ১৭.০৬ পয়েন্টে, পাট খাতে ৩২.১৪ পয়েন্টে, পেপার ও প্রিন্টিং খাতে ৩৪.৩৬ পয়েন্টে, ট্যানারি খাতে ৫৫.২২ পয়েন্টে এবং সিরামিক খাতে ২০০.৩১ পয়েন্টে অবস্থান করছে।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ

  • ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে মনোস্পুল পেপার
  • ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষে ওরিয়ন ইনফিউশন
  • ডিএসইর পিই রেশিও কমেছে ৩.২২ শতাংশ
  • পুঁজিবাজারে মূলধন কমেছে ১৫ হাজার ২০৪ কোটি টাকা
  • টানা ৫ কার্যদিবস পুঁজিবাজারে সূচকের পতন
  • টানা ৫ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের পতন