দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ দাপুটে জয় দিয়ে শুরু করেছে অস্ট্রেলিয়া। ডারইউনে আজ রোববার (১০ আগস্ট) সন্ধ্যায় প্রথম ম্যাচে প্রোটিয়াদের হারিয়েছে ১৭ রানের ব্যবধানে।

অস্ট্রেলিয়া আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭৮ রান সংগ্রহ করে। জবাবে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬১ রানের বেশি করতে পারেনি প্রোটিয়ারা।

ব্যাট হাতে দক্ষিণ আফ্রিকার রায়ান রিকেলটন অবশ্য চেষ্টা করেছিলেন। কিন্তু ৫৫ বলে ৭টি চার ও ১ ছক্কায় ৭১ রানের ইনিংস খেলেও জয়ের নাগাল পাননি। ট্রিস্টান স্টাবস ৫ চারে করেন ৩৭ রান। এছাড়া লুয়ান-ড্রে প্রিটোরিয়াস ১৪, এইডেন মার্করাম ১২ ও কাগিসু রাবাদা করেন ১০ রান।

আরো পড়ুন:

৩২৮ রানে জিতলো দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বন্যায় ৪৯ জনের মৃত্যু

বল হাতে অস্ট্রেলিয়ার বেন ডারশুইস ২৬ রানে ৩টি ও জশ হ্যাজলউড ২৭ রানে নেন ৩টি উইকেট। অ্যাডাম জাম্পা ৪ ওভারের ৩৩ রানে দুটি উইকেট শিকার করেন।

তার আগে বল হাতে দক্ষিণ আফ্রিকার সেরা ছিলেন কোয়েনা মাফাকা। ৪ ওভারে ২০ রানে ৪টি উইকেট নেন তিনি। ২৯ রান দিয়ে ২টি উইকেট নেন কাগিসু রাবাদা।

অস্ট্রেলিয়া আগে ব্যাট করতে নেমে শুরুতে ধুকলেও টিম ডেভিডের ব্যাটে লড়াকু পুঁজি পায়। তিনি ৫২ বলে ৪টি চার ও ৮ ছক্কায় ৮৩ রানের ইনিংস খেলেন। এছাড়া ক্যামেরন গ্রিন ৪টি চার ও ৩ ছক্কায় ৩৫, ডারশুইস ১৭ ও নাথান এলিস করেন ১২ রান।

দুর্দান্ত ব্যাটিং করে ম্যাচসেরা হন ডেভিড।

একই ভেন্যুতে মঙ্গলবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দল দুটি।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উইক ট

এছাড়াও পড়ুন:

‘ভাষা আন্দোলনের তাত্ত্বিক বিষয় আমাকে আকর্ষণ করেছিল’

ছবি: প্রথম আলো

সম্পর্কিত নিবন্ধ