দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ দাপুটে জয় দিয়ে শুরু করেছে অস্ট্রেলিয়া। ডারইউনে আজ রোববার (১০ আগস্ট) সন্ধ্যায় প্রথম ম্যাচে প্রোটিয়াদের হারিয়েছে ১৭ রানের ব্যবধানে।

অস্ট্রেলিয়া আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭৮ রান সংগ্রহ করে। জবাবে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬১ রানের বেশি করতে পারেনি প্রোটিয়ারা।

ব্যাট হাতে দক্ষিণ আফ্রিকার রায়ান রিকেলটন অবশ্য চেষ্টা করেছিলেন। কিন্তু ৫৫ বলে ৭টি চার ও ১ ছক্কায় ৭১ রানের ইনিংস খেলেও জয়ের নাগাল পাননি। ট্রিস্টান স্টাবস ৫ চারে করেন ৩৭ রান। এছাড়া লুয়ান-ড্রে প্রিটোরিয়াস ১৪, এইডেন মার্করাম ১২ ও কাগিসু রাবাদা করেন ১০ রান।

আরো পড়ুন:

৩২৮ রানে জিতলো দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বন্যায় ৪৯ জনের মৃত্যু

বল হাতে অস্ট্রেলিয়ার বেন ডারশুইস ২৬ রানে ৩টি ও জশ হ্যাজলউড ২৭ রানে নেন ৩টি উইকেট। অ্যাডাম জাম্পা ৪ ওভারের ৩৩ রানে দুটি উইকেট শিকার করেন।

তার আগে বল হাতে দক্ষিণ আফ্রিকার সেরা ছিলেন কোয়েনা মাফাকা। ৪ ওভারে ২০ রানে ৪টি উইকেট নেন তিনি। ২৯ রান দিয়ে ২টি উইকেট নেন কাগিসু রাবাদা।

অস্ট্রেলিয়া আগে ব্যাট করতে নেমে শুরুতে ধুকলেও টিম ডেভিডের ব্যাটে লড়াকু পুঁজি পায়। তিনি ৫২ বলে ৪টি চার ও ৮ ছক্কায় ৮৩ রানের ইনিংস খেলেন। এছাড়া ক্যামেরন গ্রিন ৪টি চার ও ৩ ছক্কায় ৩৫, ডারশুইস ১৭ ও নাথান এলিস করেন ১২ রান।

দুর্দান্ত ব্যাটিং করে ম্যাচসেরা হন ডেভিড।

একই ভেন্যুতে মঙ্গলবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দল দুটি।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উইক ট

এছাড়াও পড়ুন:

মুরগির ডাক শুনে ঘরের দরজা খুলতেই খুন হন জসীম

কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নে গভীর রাতে বাড়িতে ঢুকে জসীম উদ্দিন (৫০) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৯ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সেগুনবাগিচা মাতবর মুরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জসীম উদ্দিন ওই এলাকার নুর আহমেদের ছেলে।

স্থানীয়রা জানান, রাত আনুমানিক দেড়টার দিকে দুর্বৃত্তরা মুরগির শব্দ নকল করে পরিবারের লোকজনকে দরজা খুলতে বাধ্য করে। দরজা খোলা মাত্র তারা ঘরে ঢুকে প্রথমে জসীম উদ্দিনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরো পড়ুন:

রাজশাহীতে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

যাচ্ছিলেন বিয়ের দিন ঠিক করতে, পথে ২ জনকে পিটিয়ে হত্যা

স্থানীয় ইউপি সদস্য আহমদ শফি বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং জড়িত সন্দেহে তিনজনকে আটক করে। তারা হলেন- সেগুনবাগিচা এলাকার মনছুর আলম, জহির আহমদ ও তার ছেলে আতিক।’’

পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল মোস্তফা বলেন, ‘‘এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। সেই সঙ্গে হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।’’

ঢাকা/তারেকুর/রাজীব

সম্পর্কিত নিবন্ধ