রিজানের অলরাউন্ড নৈপুণ্যে বাংলাদেশের শিরোপা
Published: 11th, August 2025 GMT
জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল একেবারে নিজের করে নিয়েছেন রিজান হোসান। তার অলরাউন্ড নৈপূণ্যে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ফাইনালে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে।
প্রথমে ব্যাট হাতে ৯৫ রান এবং পরবর্তীতে বল হাতে ৫ উইকেট নেন রিজান। তার অলরাউন্ড পারফরম্যান্সে ৩৩ রানে জয় পায় বাংলাদেশ। আগে ব্যাটিংয়ে নেমে হারারেতে ৫ উইকেটে ২৬৯ রান করে বাংলাদেশ। জবাবে দক্ষিণ আফ্রিকা গুটিয়ে যায় ২৩৬ রানে।
ম্যাচ সেরার পুরস্কার পাওয়া রিজান ৯৬ বলে ৯৫ রান করেন ১০ চারে। সেঞ্চুরি থেকে ৫ রান দূরে থাকতে রান আউট হন এই ব্যাটসম্যান। এরপর বোলিংয়ে ৮.
ব্যাটিংয়ে বাংলাদেশের হয়ে রান পেয়েছেন কালাম সিদ্দিকী। রিজানের সঙ্গে চতুর্থ উইকেটে ১১৭ রানের জুটি গড়ার পথে ৭৬ বলে ৬৫ রান করেন কালাম। শেষ দিকে ২৯ বলে ৩৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন মোহাম্মদ আব্দুল্লাহ। এছাড়া সাইমুন বশির ৮ বলে করেন ১৩ রান। রান পাননি জাওয়াদ আবরার (২১), রিফাত বেগ (১৬) ও আজিজুল হাকিম (৭)।
প্রোটিয়া যুবাদের হয়ে বোলিংয়ে ৫০ রানে ২ উইকেট নেন বেন্ডিলে বাথা। ১ উইকেট পেয়েছেন বায়ান্ডা মাজোলা।
শিরোপা জিততে ২৭০ রানের লক্ষ্য তাড়ায় দক্ষিণ আফ্রিকা শুরুটা ভালো করেছিল। উদ্বোধনী জুটিতে ৮ ওভারে তুলে নেয় ৫৯ রান। বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন পেসার আল ফাহাদ। দুই ওপেনারকেই ৭ রানের ব্যবধানে সাজঘরে পাঠান তিনি।
পরের গল্পটা কেবল রিজানের। ইনিংসের মধ্যভাগে ক্রমাগত উইকেট নিয়ে প্রোটিয়াদের ব্যাটিং লাইনআপ এলোমেলো করে দেন। তাতে ভালো শুরুর পর পথ ভুলে ম্যাচটা হেরে যায় দক্ষিণ আফ্রিকা।
রিজানের ফাইফার বাদে আল ফাহাদ ৫০ রানে ৩ উইকেট পেয়েছেন। ২ উইকেট নেন স্বাধীন ইসলাম।
জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজের ফাইনাল জয় ও দক্ষিণ আফ্রিকায় সিরিজ জয়ে এবারের যুবা মিশন পুরোপুরি সাকসেসফুল।
ঢাকা/ইয়াসিন
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বিচ্ছেদ, বয়স, উচ্চতাসহ ৭টি প্রশ্নের মুখোমুখি বেশি হতে হয়
ছবি: কোলাজ