চ্যাম্পিয়নস লিগ শুরুর আগেই ফ্লিক, ইয়ামাল ও রাফিনিয়াকে উয়েফার শাস্তি
Published: 11th, August 2025 GMT
চ্যাম্পিয়নস লিগের ২০২৫–২৬ মৌসুম শুরু হতে এখনো এক মাসের বেশি বাকি; কিন্তু মৌসুম শুরুর আগেই দুঃসংবাদ শুনল বার্সেলোনা। দলের কোচ হ্যান্সি ফ্লিক এবং দুই তারকা লামিনে ইয়ামাল ও রাফিনিয়াকে শাস্তি দিয়েছে উয়েফা।
উয়েফার কন্ট্রোল, এথিকস অ্যান্ড ডিসিপ্লিনারি বডি (সিইডিবি) জানিয়েছে, গত মৌসুমে ইন্টার মিলানের বিপক্ষে সেমিফাইনালের দ্বিতীয় লেগে সাধারণ আচরণবিধি ও শালীন আচরণের মৌলিক নীতিমালা ভঙ্গ করেছিলেন ফ্লিক। এর ফলে এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বার্সার এই জার্মান কোচকে।
এই নিষেধাজ্ঞার কারণে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে লিগ-পর্বে বার্সেলোনার প্রথম ম্যাচে ডাগআউটে থাকতে পারবেন না ফ্লিক। শুধু ফ্লিকই নন, একই শাস্তি পেয়েছেন বার্সার সহকারী কোচ মারকুস সোর্গও।
আরও পড়ুনইয়ামালের সঙ্গে প্রেমের গুঞ্জন, কে এই আর্জেন্টাইন নিকোল২ ঘণ্টা আগেওই ম্যাচে ফ্লিক ও তাঁর স্টাফরা রেফারি শিমন মার্সিনিয়াকের কয়েকটি সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেন। এমনকি ৪–৩ ব্যবধানে হারের পর ফ্লিক রেফারির সিদ্ধান্তকে সরাসরি প্রশ্নবিদ্ধ করেন ও সংবাদ সম্মেলনে খোলাখুলি সমালোচনাও করেন।
বার্সেলোনা কোচ হান্সি ফ্লিককে নিষেধাজ্ঞা দিয়েছে উয়েফা.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
গোপালগঞ্জে সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যাচেষ্টা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১০ দিন বয়সী সন্তানকে বর্ণি বাওড়ের পানিতে ফেলে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন মা রিয়া বিশ্বাস।
বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে উপজেলার বর্নি ইউনিয়নের বর্ণি বাওরের মধ্যপাড়া খেয়াঘাট এলাকায় ঘটানাটি ঘটে।
আরো পড়ুন:
খুলনায় গলাকেটে বাবাকে হত্যার অভিযোগ ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে
শরীয়তপুরে জমি নিয়ে বিরোধে শিশু তায়েবা খুন: এসপি
রিয়া বিশ্বাস টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর উত্তরপাড়ার হরিচাদ বিশ্বাসের স্ত্রী। তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।
টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর জানান, হরিচাদ বিশ্বাসের স্ত্রী রিয়া বিশ্বাস কন্যা সন্তান জন্ম নেওয়ার পর থেকে অস্বাভাবিক আচরণ শুরু করেন। গতকাল সন্ধ্যার পর তিনি তার ১০ দিন বয়সী কন্যাকে নিয়ে বাড়ি থেকে বের হন। বর্নি মধ্যপাড়া খেয়াঘাট এলাকায় বর্ণি বাওড়ে নিজের সন্তানকে পানিতে ফেলে হত্যার পর নিজে আত্মহত্যা করতে পানিতে ঝাঁপ দেন রিয়া। এসময় এলাকার কয়েকজন লোক তাকে পানিতে ভাসতে দেখে নৌকা নিয়ে উদ্ধার করেন। তাদের কাছে মেয়েকে হত্যার পর নিজে আত্মহত্যার চেষ্টা চালান বলে জানান রিয়া।
তিনি আরো জানান, পুলিশে ঘটনাস্থলে গিয়ে বাওড় থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। শিশুটির মাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
ঢাকা/বাদল/মাসুদ