অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আমেরিকা অঞ্চল বাছাইপর্বে এক বিরল দৃশ্যের জন্ম দিলো কানাডা। আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৯ দলকে তারা গুটিয়ে দিলো মাত্র ২৩ রানে। আর সেই লক্ষ্য ছুঁয়ে ফেলল হাতে গোনা ৫ বলেই!

রবিবার (১০ আগস্ট) জর্জিয়ার প্যারাম ভীর স্পোর্টস কমপ্লেক্সে প্রথমে ব্যাট করে আর্জেন্টিনা। কিন্তু তাদের ইনিংস টিকল মাত্র ১৯.

৪ ওভার। পুরো দল গুটিয়ে গেল ২৩ রানে। এক জনও দুই অঙ্কের রান স্পর্শ করতে পারেননি। সাতজন ব্যাটসম্যান আউট হয়েছেন শূন্যরানে। পুরো ইনিংসে ৭ রানই এসেছে অতিরিক্ত থেকে।

কানাডার পেসার জগমন্দীপ পল ছিলেন আর্জেন্টিনার স্বপ্নভঙ্গের প্রধান নায়ক। ৫ ওভারে ৩ মেডেনসহ ৭ রানে নিয়েছেন ৬ উইকেট।

আরো পড়ুন:

হারল পাকিস্তান, র‌্যাংকিংয়ে অবনমন বাংলাদেশের!

৬ বছরের আক্ষেপ মিটিয়ে পাকিস্তানকে হারাল ওয়েস্ট ইন্ডিজ

জবাবে ব্যাট করতে নেমে কানাডার ওপেনার ও অধিনায়ক যুবরাজ সামরা যেন ম্যাচ শেষ করার তাড়ায় ছিলেন। প্রথম চার বলেই তিনি হাঁকালেন দুইটি চার ও দুইটি ছয়। ৫ম বলে ১ রান নেন। আর তাতেই ১০ উইকেটে জিতে নিলো কানাডা, মাত্র ৫ বল খেলে!

ইতিহাস ঘেঁটে দেখা যায়, যুব ওয়ানডেতে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ড স্কটল্যান্ডের দখলে। ২০০৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা করেছিল মাত্র ২২ রান। সেই ম্যাচে অস্ট্রেলিয়া জয় পায় ৩.৫ ওভারে, যা এখনও সবচেয়ে দ্রুততম রান তাড়ার রেকর্ড।

তবে এই কানাডা–আর্জেন্টিনা ম্যাচটি অফিসিয়াল যুব ওয়ানডে ছিল না। যদি হতো, আর্জেন্টিনার ২৩ রান হতো ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ। আর কানাডার ৫ বলে জয় হয়ে যেত দ্রুততম রান তাড়া করে পাওয়া জয়।

এই জয়ে কানাডা এক জয় ও এক হারে পয়েন্ট টেবিলে আছে দ্বিতীয় স্থানে। দুই ম্যাচে দুই জয়ে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। সমান এক জয়-এক হারে তৃতীয় স্থানে বারমুডা, আর দুই হারে তলানিতে আর্জেন্টিনা।

ঢাকা/আমিনুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আর জ ন ট ন

এছাড়াও পড়ুন:

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯

রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।

সম্পর্কিত নিবন্ধ