অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির সব কটি টেস্টেই দারুণ খেলেছেন মোহাম্মদ সিরাজ। সিরিজের সেরা পারফরমারদের একজন ছিলেন ভারতের এই ডানহাতি পেসার। উইকেট তো নিয়েছেনই, যেটা বেশি নজর কেড়েছে, তা হলো, ক্লান্তিহীনভাবে দিনের পর দিন সমান গতিতে তাঁর বল করে যাওয়ার ক্ষমতা। পুরো সিরিজে সিরাজ বল করেছেন ১৮৫.৩ ওভার, আর উইকেট নিয়েছেন ২৩টি, যা দুই দলের যেকোনো বোলারের চেয়ে বেশি। সাবেক ইংলিশ ব্যাটসম্যান ডেভিড গাওয়ার তো ভীষণ মুগ্ধ সিরাজের এই ধারাবাহিকতায়।

আরও পড়ুন‘নির্বাচক হলে বুমরাকে আইপিএলে খেলতে দিতাম না’১ ঘণ্টা আগে

দ্য ফ্রি প্রেস জার্নালের সঙ্গে এক সাক্ষাৎকারে গাওয়ার মজা করে বলেছেন, ‘ও কী খায়, কী পান করে আর কী নেয়—সব জেনে দিতে চাই ইংল্যান্ডের বোলারদের।’
ভারতীয় এই পেসারের প্রশংসা করে নিজের সময়ের অন্যতম সেরা এই বাঁহাতি ব্যাটসম্যান বলেছেন, যেটা আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে, তা হলো, সে সব কটি টেস্ট খেলেছে এবং একমুহূর্তের জন্যও হাল ছাড়েনি। ওভালে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে যখন পেসারদের অনেক ওভার বল করতে হচ্ছিল, তখনো সে ৩০ ওভারের বেশি বল করে গেছে। আর একবারের জন্যও তাঁকে ক্লান্ত মনে হয়নি।

সিরাজের বোলিংয়ে মুগ্ধ ডেভিড গাওয়ার.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯

রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।

সম্পর্কিত নিবন্ধ