চ্যাম্পিয়নস লিগ জয়ের নায়ক দোন্নারুম্মা কি পিএসজি ছাড়ছেন
Published: 12th, August 2025 GMT
পিএসজি এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তবে ফ্রান্সের সংবাদমাধ্যম ‘দ্য প্যারিসিয়ান’ জানিয়েছে, বুধবার রাতে উয়েফা সুপার কাপের স্কোয়াড থেকে জিয়ানলুইজি দোন্নারুম্মাকে বাদ দিয়েছে পিএসজি। ইউরোপের আরও কিছু সংবাদমাধ্যম এবং দলবদলের খবরের জন্য বিশ্বস্ততা কুড়ানো ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোও একই খবর জানিয়েছেন। দুই পক্ষের মধ্যে সম্পর্ক ভেঙে যাওয়ায় দোন্নারুম্মার পিএসজি ছেড়ে যাওয়া নিশ্চিত। রোমানোর ভাষায় এই সম্ভাবনা ‘১০০%’।
আরও পড়ুনঅবশেষে জর্জিনাকে বিয়ের প্রস্তাব রোনালদোর ৪৬ মিনিট আগেইতালিতে উদিনেসের মাঠ ব্লুনার্জি স্টেডিয়ামে সুপার কাপে টটেনহাম হটস্পারের মুখোমুখি হবে পিএসজি। মেইল অনলাইন জানিয়েছে, সুপার কাপের স্কোয়াড থেকে বাদ দেওয়ার পর পিএসজির সঙ্গে দোন্নারুম্মার সম্পর্ক একেবারেই ভেঙে গেছে। ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের সঙ্গে নতুন চুক্তি সই না করে এখন ক্লাব ছাড়বেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, ইংলিশ প্রিমিয়ার লিগের দুটি ক্লাব ইতালিয়ান এই গোলকিপারকে কিনতে আগ্রহী।
পিএসজির হয়ে গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগ ও লিগ আঁ জেতেন দোন্নারুম্মা। তাঁর পারফরম্যান্সও ছিল দুর্দান্ত। কিন্তু বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুসারে, ২০২৬ সালের জুন পর্যন্ত মেয়াদ থাকলেও পিএসজিতে চুক্তি নবায়ন করবেন না দোন্নারুম্মা। দলবদলের এই উইন্ডোতেই তাঁর পরবর্তী ঠিকানা হতে পারে প্রিমিয়ার লিগের কোনো ক্লাব।
তবে আরএমসি স্পোর্ট জানিয়েছে, নিজের পছন্দমতো ক্লাব পেলেই কেবল চলতি দলবদলের মৌসুমে ফরাসি ক্লাবটি ছাড়বেন ২৬ বছর বয়সী এ গোলকিপার। নইলে চুক্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত থেকে যেতে পারেন। মেইল অনলাইনের খবর অনুযায়ী, ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি দোন্নারুম্মাকে কিনতে আগ্রহ দেখালেও আনুষ্ঠানিকভাবে এখনো কোনো দাম প্রস্তাব করেনি ক্লাব দুটি।
আরও পড়ুনবিশ্বকাপের স্কোয়াড ঘোষণার আগে ছয়টি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল১১ ঘণ্টা আগেদোন্নারুম্মা নতুন চুক্তিতে অসম্মতি জানানোর পর তাঁর সঙ্গে পিএসজির সম্পর্ক ভেঙে গেছে বলে জানিয়েছে ইউরোপের সংবাদমাধ্যম। এই দেনদরবার বেশ কিছুদিন ধরে চলার মধে৵ই দোন্নারুম্মার বিকল্পও বের করে ফেলেছে পিএসজি। গত শনিবার লিঁল থেকে ২৩ বছর বয়সী গোলকিপার লুকাস শেভালিয়ারকে দলে ভেড়ায় ক্লাবটি। পাঁচ বছরের চুক্তি করে তাঁকে পোস্টের নিচের দীর্ঘমেয়াদি সমাধান হিসেবে দেখছে পিএসজি।
২০২১ সালে এসি মিলান থেকে পিএসজিতে যোগ দেন দোন্নারুম্মা। ফরাসি ক্লাবটির হয়ে টানা চারবার লিগ জয় ছাড়াও চ্যাম্পিয়নস লিগ জিতেছেন। সুপার কাপেই পিএসজির পোস্টের নিচে শেভালিয়ারের অভিষেকের সম্ভাবনা বেশি।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: প এসজ র
এছাড়াও পড়ুন:
সকালে এক গ্লাস নাকি চার গ্লাস পানি পান করা ভালো
সকালে খালি পেটে পানি পান করলে অনেক বেশি উপকার পাওয়া যায়, একথা আমরা সবাই জানি। কিন্তু কত গ্লাস পানি পান করা ভালো সে কথা জানেন? সেই প্রসঙ্গে আসছি, তার আগে বলে নেই সকালে ঘুম থেকে ওঠার পর খালি পেটে পানি পান করলে ঠিক কোন কোন উপকার পাওয়া যায়। অল্প কিছু বিষয় মেনে চললে সকালে খালি পেটে পানি পান করে সুস্থ-সবল থাকার পথে একধাপ এগিয়ে যেতে পারেন। জেনে নিনি বিস্তারিত—
এক. সকালে পানি পান করলে পাকস্থলী পরিষ্কার হয়। এই অভ্যাস অনেক রোগের ঝুঁকি কমায়। পরিপাকক্রিয়া থেকে সঠিকভাবে নানা পুষ্টি উপাদান গ্রহণে শরীরকে সাহায্য করে। সকালে খালি পেটে পানি পান করলে হজমশক্তি বাড়ে। আর এটা তো জানা কথা, হজমশক্তি ভালো হলে অনেক স্বাস্থ্য সমস্যাই দূর হয়।
আরো পড়ুন:
যেসব স্বাস্থ্যকর অভ্যাস জীবন বদলে দিতে পারে
লিভার ডিটক্সিফিকেশনের জন্য সাপ্লিমেন্ট খাওয়া কী জরুরি?
দুই. সকালে খালি পেটে পর্যাপ্ত পানি পান করলে ত্বক উজ্জ্বল ও সুন্দর থাকে। রক্ত থেকে ‘টক্সিন’ বা বিষাক্ত নানা উপাদান দূর করে পানি।নতুন রক্ত কোষ এবং পেশি কোষ জন্মানোর প্রক্রিয়ায় সহায়তা করে।
তিন. খালি পেটে পানি পান করলে ওজনও নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
যেভাবে পুরোপুরি সুফল পাবেন
বিশেষজ্ঞরা বলেন, সকালে পানি পান করার পারেই খাবার গ্রহণ করা উচিত নয়।
মনে রাখবেন, প্রতিদিন সকালে এক গ্লাস পানি পান করেই অনেক উপকার পেতে পারেন। আরও ভালো ফলাফল পেতে প্রতিদিন সকালে গড়ে চার গ্লাস পানি (প্রায় এক লিটার) পানি পান করতে পারেন।
প্রথম দিকে এই অভ্যাস গড়ে তুলতে একটু সমস্যা হতে পারে। তবে চেষ্টা করলে এটা অনেক কিছুদিনের মধ্যে এই অভ্যাস আয়ত্বে চলে আসবে। এবং এর নানা উপকারিতাও বুঝতে পারবেন।
সূত্র: ওয়েবএমডি
ঢাকা/লিপি