ঝড়ো সেঞ্চুরিতে রেকর্ড ভাঙলেন বেবি এবি ‘ব্রেভিস’
Published: 12th, August 2025 GMT
‘নতুন এবি ডি ভিলিয়ার্স’ —এই ট্যাগলাইনটা ডেওয়াল্ড ব্রেভিসের জন্য অনেকবার শোনা গেছে। কিন্তু ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে তিনি প্রমাণ করলেন, নিজের গল্প তিনি নিজেই লিখতে জানেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে খেললেন টি–টোয়েন্টি ইতিহাসের অন্যতম বিধ্বংসী ইনিংস, মাত্র ৪১ বলে করলেন সেঞ্চুরি। যা দক্ষিণ আফ্রিকার হয়ে দ্বিতীয় দ্রুততম। আর ৫৬ বলে ১২টি চার ও ৮ ছক্কায় অপরাজিত থাকেন ১২৫ রানে। যা টি-টোয়েন্টিতে কোনো দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারের সর্বোচ্চ। তার আগে ফাফ ডু প্লেসিস ২০১৫ সালের জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫৬ বলে করেছিলেন সর্বোচ্চ ১১৯ রান।
দক্ষিণ আফ্রিকার দ্রুততম টি–টোয়েন্টি সেঞ্চুরিয়ান:
৩৫ বলে: ডেভিড মিলার, বাংলাদেশের বিপক্ষে (২০১৭),
৪১ বলে: ডেওয়াল্ড ব্রেভিস, অস্ট্রেলিয়ার বিপক্ষে (২০২৫),
৪৩ বলে: কুইন্টন ডি কক, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে (২০২৩)।
মাত্র ২২ বছর বয়সেই ব্রেভিস ভেঙে দিলেন রিচার্ড লেভির রেকর্ড, যিনি এতদিন ছিলেন দেশের সবচেয়ে কম বয়সী টি–টোয়েন্টি সেঞ্চুরিয়ান।
আরো পড়ুন:
শাহিন আফ্রিদির দুর্দান্ত প্রত্যাবর্তন, ভাঙলেন শামির রেকর্ড
১৭ বছর বয়সেই অধিনায়ক হয়ে ‘জ্যাক ভুকুসিচের’ ইতিহাস
সবচেয়ে কম বয়সী দক্ষিণ আফ্রিকান সেঞ্চুরিয়ান (টি–টোয়েন্টি):
২২ বছর ১০৫ দিন – ডেওয়াল্ড ব্রেভিস,
২৪ বছর ৩৬ দিন – রিচার্ড লেভি,
২৮ বছর ১৪১ দিন – ডেভিড মিলার।
ম্যাচে ৫ম ওভারে দক্ষিণ আফ্রিকা যখন ৪৪ রানে ২ উইকেট হারায়, তখন ব্যাট করতে নামেন ব্রেভিস। শুরুটা বেশ সতর্কভাবেই করেন। প্রথম ১২ বলে মাত্র ১৪ রান। কিন্তু এরপর যেন ঝড় বয়ে যায়। পরের ২৯ বলে ৮৭ রান তোলেন, তাতেই গড়ে ফেলেন ইতিহাস।
অবশ্য ৫৬ রানে থাকাকালীন গ্লেন ম্যাক্সওয়েলের বলে ক্যাচ ছাড়েন অজিরা, আর সেই ভুলের কঠিন মূল্য চুকাতে হয় তাদের। শেষ পর্যন্ত ৫৬ বলে ১২টি চার ও ৮ ছক্কায় অপরাজিত থাকেন ১২৫ রানে। তার ঝড়ো ও রেকর্ড গড়া সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকা পায় ৭ উইকেটে ২১৭ রানের বড় সংগ্রহ।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ক র ক ট র কর ড র কর ড
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।