ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও ক্লিপ ইন্টারনেটে ফাঁস হওয়ার পর বিতর্কের মুখে পড়েছেন পাকিস্তানি মডেল-অভিনেত্রী আলিজে শাহ। 

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা যায়, শুয়ে আছেন আলিজে। তার কাঁধের ওপরে এক টুকরা খাবার। রহস্যময় এক ব্যক্তির হাত সেখানে দেখা যায়; যে কাটা চামচ দিয়ে খাবারের অংশটি তুলে আলিজেকে খাওয়াতে চান। এতে হাসিতে ফেটে পড়েন এই অভিনেত্রী।

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর বিতর্কের মুখে পড়েছেন আলিজে। একসময় ‘এদ-এ-ওয়াফা’ সিরিয়ালে ‘দুয়া’ চরিত্রে যে নিষ্পাপ আলিজেকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিলেন ভক্ত-অনুরাগীরা। প্রিয় অভিনেত্রীকে এমন অবস্থায় দেখে তারাই এখন হতবাক। 

সোশ্যাল মিডিয়ায় নানারকম মন্তব্য দেখা যাচ্ছে। কেউ কেউ বলছেন—“আলোচনায় থাকার জন্য আলিজের এটি নতুন কৌশল হতে পারে।” কেউ কেউ এটিকে ‘অশোভন’, ‘নোংরা’ কাজ বলেও মন্তব্য করছেন। নেটিজেনদের অনেকের দাবি—“ভিডিওর রহস্যময় ব্যক্তিটি আলিজের প্রেমিক।” যদিও এ নিয়ে কোনো মন্তব্য করেননি এই অভিনেত্রী। 
 
২৫ বছর বয়সি আলিজে এবারই প্রথম বিতর্কে জড়াননি। তার বিতর্কিত কর্মকাণ্ডের তালিকায় এটি নতুন সংযোজন। এর আগেও সাহসী পোশাক এবং স্পষ্টবাদী ব্যক্তিত্বের কারণে সমালোচনার মুখে পড়েছিলেন এই অভিনেত্রী।

চলতি বছরের শুরুতে সমালোচনার মুখে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়ার সিদ্ধান্ত নেন আলিজে। ইনস্টাগ্রাম থেকে নিজের পোস্টগুলো মুছে লেখেন—“আমি এই মাধ্যমটি ছেড়ে দিচ্ছি। এটি নরকের চেয়েও খারাপ।”

২০১৬ সালে ‘ছোটি সি জিন্দেগি’ টিভি ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে পা রাখেন আলিজে। এতে একটি পার্শ্ব চরিত্রে অভিনয় করেন। ২০১৮ সাল পর্যন্ত আরো ৬টি ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে অভিনয় করেন। ‘হুর পরি’ ধারাবাহিকে প্রথম কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের সুযোগ পান। এটিও ২০১৮ সালে প্রচার হয়। 

তারপর বেশ কিছু জনপ্রিয় টিভি ধারাবাহিক উপহার দিয়ে দর্শকপ্রিয়তা অর্জন করেন আলিজে। ২০১৯ সালে ‘সুপারস্টার’ সিনেমার মাধ্যমে পাকিস্তানি চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। কয়েকটি গানের মিউজিক ভিডিওতেও দেখা গেছে এই অভিনেত্রীকে। 

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব তর ক ন আল জ চর ত র

এছাড়াও পড়ুন:

ভোট পর্যবেক্ষণ করতে ৩১৮ সংস্থার আবেদন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে নিবন্ধনের জন্য ৩১৮টি পর্যবেক্ষক সংস্থা নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে।

মঙ্গলবার (১২ আগস্ট) ইসির জনসংযোগ শাখার কর্মকর্তা মো. আশাদুল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, “ভোট পর্যবেক্ষণ করতে নির্ধারিত সময়ের মধ্যে পর্যবেক্ষণ সংস্থা হিসেবে ইসির নিবন্ধন পেতে ৩১৮টি সংস্থা আবেদন করেছে। নির্ধারিত সময়ের পর ১৩টি আবেদন এসেছে।”

আরো পড়ুন:

পুরো আসনের ফল বাতিল করতে পারবে ইসি, ফিরছে ‘না’ ভোট 

হারল পাকিস্তান, র‌্যাংকিংয়ে অবনমন বাংলাদেশের!

গত ২৭ জুলাই পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন আবেদন আহ্বান করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে ইসি। এক্ষেত্রে আইন অনুযায়ী আবেদন জমা দেওয়ার জন্য ১৫ দিন সময় দেওয়া হয়েছিল, যা গত রবিবার (১০ আগস্ট) শেষ হয়েছে।

গত ১৭ জুলাই দেশীয় পর্যবেক্ষক নীতিমালা-২০২৫ জারি করা হয়। বাতিল করা হয় ২০২৩ সালের নীতিমালা। পাশাপাশি ওই সময়ের সংস্থাগুলোর নিবন্ধনও বাতিল হয়েছে।

জানা যায়, ২০০৮ সাল থেকে ভোট পর্যবেক্ষণের জন্য পর্যবেক্ষক নিবন্ধন দিচ্ছে ইসি। সে সময় ১৩৮টি সংস্থা নিবন্ধন পেয়েছিল। ২০১৮ সালে ১১৮টি সংস্থাকে নিবন্ধন দেয় ইসি। ২০২৩ সালে ৯৬টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেওয়া হয়।

প্রতি সংসদ নির্বাচনের আগে নির্বাচন পর্যবেক্ষণের জন্য দেশীয় সংস্থাগুলোকে নিবন্ধন নেওয়ার জন্য আহ্বান জানায় নির্বাচন কমিশন। এক্ষেত্রে নিবন্ধন পেয়ে সংস্থাগুলো পরবর্তী পাঁচ বছর স্থানীয় নির্বাচনও পর্যবেক্ষণ করতে পারে।

গত সংসদ নির্বাচনে দেশীয় বিভিন্ন সংস্থার ২০ হাজার ৭৭৩ জন নির্বাচন পর্যবেক্ষণ করতে আবেদন করেন। ইসি কেন্দ্রীয়ভাবে ৪০টি পর্যবেক্ষক সংস্থার ৫১৭ জন এবং স্থানীয়ভাবে ৮৪টি পর্যবেক্ষণ সংস্থার ২০ হাজার ২৫৬ জনকে ভোট পর্যবেক্ষণের অনুমোদন দিয়েছিল।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ওআইসি ও কমনওয়েলথ থেকে ৩৮ জন, বিভিন্ন মিশনের ৬৪ জন এবং বাংলাদেশস্থ বিভিন্ন দূতাবাসে বা হাইকমিশনে কর্মরত বাংলাদেশি ৬১ জনসহ মোট ১৬৩ জন পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণ করেন।

২০০৮ সাল থেকে ভোট পর্যবেক্ষণের জন্য পর্যবেক্ষক নিবন্ধন দিচ্ছে ইসি। সে সময় ১৩৮টি সংস্থা নিবন্ধন পেয়েছিল। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য নতুন নীতিমালার আলোকে নিবন্ধন দেবে সাংবিধানিক সংস্থাটি।

ঢাকা/হাসান/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • ভোট পর্যবেক্ষণ করতে ৩১৮ সংস্থার আবেদন
  • ছক্কার সব রেকর্ড কি ভাঙবে এবার, পিছিয়ে নেই বাংলাদেশও