ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও ক্লিপ ইন্টারনেটে ফাঁস হওয়ার পর বিতর্কের মুখে পড়েছেন পাকিস্তানি মডেল-অভিনেত্রী আলিজে শাহ। 

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা যায়, শুয়ে আছেন আলিজে। তার কাঁধের ওপরে এক টুকরা খাবার। রহস্যময় এক ব্যক্তির হাত সেখানে দেখা যায়; যে কাটা চামচ দিয়ে খাবারের অংশটি তুলে আলিজেকে খাওয়াতে চান। এতে হাসিতে ফেটে পড়েন এই অভিনেত্রী।

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর বিতর্কের মুখে পড়েছেন আলিজে। একসময় ‘এদ-এ-ওয়াফা’ সিরিয়ালে ‘দুয়া’ চরিত্রে যে নিষ্পাপ আলিজেকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিলেন ভক্ত-অনুরাগীরা। প্রিয় অভিনেত্রীকে এমন অবস্থায় দেখে তারাই এখন হতবাক। 

সোশ্যাল মিডিয়ায় নানারকম মন্তব্য দেখা যাচ্ছে। কেউ কেউ বলছেন—“আলোচনায় থাকার জন্য আলিজের এটি নতুন কৌশল হতে পারে।” কেউ কেউ এটিকে ‘অশোভন’, ‘নোংরা’ কাজ বলেও মন্তব্য করছেন। নেটিজেনদের অনেকের দাবি—“ভিডিওর রহস্যময় ব্যক্তিটি আলিজের প্রেমিক।” যদিও এ নিয়ে কোনো মন্তব্য করেননি এই অভিনেত্রী। 
 
২৫ বছর বয়সি আলিজে এবারই প্রথম বিতর্কে জড়াননি। তার বিতর্কিত কর্মকাণ্ডের তালিকায় এটি নতুন সংযোজন। এর আগেও সাহসী পোশাক এবং স্পষ্টবাদী ব্যক্তিত্বের কারণে সমালোচনার মুখে পড়েছিলেন এই অভিনেত্রী।

চলতি বছরের শুরুতে সমালোচনার মুখে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়ার সিদ্ধান্ত নেন আলিজে। ইনস্টাগ্রাম থেকে নিজের পোস্টগুলো মুছে লেখেন—“আমি এই মাধ্যমটি ছেড়ে দিচ্ছি। এটি নরকের চেয়েও খারাপ।”

২০১৬ সালে ‘ছোটি সি জিন্দেগি’ টিভি ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে পা রাখেন আলিজে। এতে একটি পার্শ্ব চরিত্রে অভিনয় করেন। ২০১৮ সাল পর্যন্ত আরো ৬টি ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে অভিনয় করেন। ‘হুর পরি’ ধারাবাহিকে প্রথম কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের সুযোগ পান। এটিও ২০১৮ সালে প্রচার হয়। 

তারপর বেশ কিছু জনপ্রিয় টিভি ধারাবাহিক উপহার দিয়ে দর্শকপ্রিয়তা অর্জন করেন আলিজে। ২০১৯ সালে ‘সুপারস্টার’ সিনেমার মাধ্যমে পাকিস্তানি চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। কয়েকটি গানের মিউজিক ভিডিওতেও দেখা গেছে এই অভিনেত্রীকে। 

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব তর ক ন আল জ চর ত র

এছাড়াও পড়ুন:

টানা তৃতীয়বার বিশ্বকাপ না খেলার শঙ্কায় ইতালি, ২৮ বছর পর নরওয়েকে বিশ্বকাপে ফেরালেন হলান্ড

সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করতে নরওয়ের বিপক্ষে গতকাল রোববার রাতে ইতালিকে জিততে হতো বড় ব্যবধানে। কিন্তু বড় ব্যবধানে দূরে থাক, উল্টো নরওয়ের বিপক্ষে পাত্তাই পায়নি ইতালি। ঘরের মাঠে উড়ে গেছে ৪-১ গোলের বিশাল ব্যবধানে।

এই হারের পর ইতালির এখন আর সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ নেই। প্লে-অফের পরীক্ষায় পাস করতে হবে। অন্য দিকে বাছাইপর্বে অবিশ্বাস্য নৈপুণ্য দেখিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে ফিরল নরওয়ে। এর আগে সর্বশেষ ১৯৯৮ সালে বিশ্বকাপ খেলেছিল দেশটি। এবার আর্লিং হলান্ড-আলেক্সান্দার সরলথদের হাত ধরে বিশ্বকাপে ফেরার স্বপ্ন পূরণ করল দেশটি।

সান সিরোতে গতকাল গোলের শুরুটা অবশ্য ইতালিই করেছিল। ফ্রান্সিসকো পিও এসপোসিতোর গোলে ১১ মিনিটে এগিয়ে যায় তারা। এরপর ম্যাচের ৬৩ মিনিট পর্যন্ত এই ব্যবধান ধরে রাখতে পারে ‘আজ্জুরি’রা। কিন্তু ৬৩ মিনিট থেকে দেখা মেলে অন্য এক নরওয়ের। প্রথমে গোল করে নরওয়েকে সমতায় ফেরান আন্তোনিও নুসা। এরপর এক মিনিটের ব্যবধানে দুই গোল করেন হলান্ড। আর যোগ করা সময়ে ইতালির জালে চতুর্থবার বল জড়ান স্ট্রান্ড লারসেন।

আরও পড়ুনহলান্ড এখন মেসি–রোনালদোর পর্যায়ে০৩ নভেম্বর ২০২৫

এই ম্যাচ দিয়ে শেষ হয়েছে গ্রুপ ‘আই’-এর বিশ্বকাপ বাছাইয়ের লড়াই। যেখানে ৮ ম্যাচের সব কটিতে জিতে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকল নরওয়ে। সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ইতালি আছে দুইয়ে।

এর ফলে ২০১৮ ও ২০২২–এর পর এখন ২০২৬ বিশ্বকাপে খেলা নিয়েও শঙ্কায় পড়ল ইতালি। চারবারের বিশ্বকাপজয়ীদের প্লে-অফ অভিজ্ঞতাও কিন্তু সুখকর নয়। ২০১৮ বিশ্বকাপে ওঠার লড়াইয়ে প্লে-অফে তারা সুইডেনের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ১-০ ব্যবধানে হেরেছিল। চার বছর পর ২০২২ বিশ্বকাপে খেলার স্বপ্নও ভেঙে যায় প্লে-অফে উত্তর মেসিডোনিয়ার কাছে ১-০ গোলের হারে।

হলান্ডদের উদ্‌যাপন

সম্পর্কিত নিবন্ধ

  • সাত বছর আগে সাংবাদিক খাসোগি হত্যার পর প্রথম যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সৌদি যুবরাজ
  • টানা তৃতীয়বার বিশ্বকাপ না খেলার শঙ্কায় ইতালি, ২৮ বছর পর নরওয়েকে বিশ্বকাপে ফেরালেন হলান্ড
  • ইমরান খানকে ‘শান্তির জন্য বড় হুমকি’ বলে মন্তব্য করেছিলেন জেফরি এপস্টেইন