আটক ১৪ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
Published: 13th, August 2025 GMT
ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ১৪জন বাংলাদেশিকে আটকের পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ফেরত আসা ব্যক্তিদের মধ্যে একই পরিবারের ৮ সদস্য রয়েছেন।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে হরিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৫৬-এর কাছাকাছি বসতপুর নামক স্থানে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
বিজিবি সূত্র জানায়, গত ১১ আগস্ট বিকেল ৩টার দিকে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এর বেতনা বিওপির বিপরীতে ভারতের কাদেরগঞ্জ এলাকায় সীমান্ত পিলার ৩৬৫/২ এস থেকে প্রায় ১২০০ গজ ভেতরে ১৪ জনকে আটক করে বিএসএফ। তারা সবাই ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বাসিন্দা।
আরো পড়ুন:
ধরে নেওয়ার ৭ ঘণ্টা পর বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে গুলির শব্দ
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, ২০২০ সালে ভারতের হরিয়ানা রাজ্যের পানিপাথ জেলার একটি পাপস ফ্যাক্টরিতে কাজ করতে গিয়েছিলেন তারা। সম্প্রতি দেশে ফেরার পথে বিএসএফ তাদের আটক করে।
ঠাকুরগাঁও ৫০ বিজিবির সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তানজির আহম্মদ বলেন, “তাদের আটকের পর হরিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।”
ঢাকা/মঈনুদ্দীন/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এসএফ ব এসএফ ঠ ক রগ
এছাড়াও পড়ুন:
লালমনিরহাট সীমান্ত দিয়ে ৯ বাংলাদেশিকে ঠেলে দিল বিএসএফ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্ত দিয়ে ৯ বাংলাদেশি নাগরিককে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাদের আটক করেছে।
বুধবার (১৩ আগস্ট) ভোরে তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি)-এর একটি টহল দল বুড়িমারী সীমান্ত এলাকার মাছিরবাড়ি নামক স্থান থেকে তাদের আটক করে।
আটক পুরুষর হলেন- মো. মোশাররফ হোসেন (৫০), তার তিন ছেলে মো. রাব্বি হোসেন (২৬), মো. নাহিদ হাসান (২৪) ও মো. সজীব আলী (১৬)। তাদের সবার বাড়ি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা গ্রামে।
আরো পড়ুন:
ঝিনাইদহ সীমান্তে আড়াই কোটি টাকার স্বর্ণ জব্দ
আটক ১৪ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
বিজিবি সূত্র জানায়, আটককৃত ব্যক্তিরা প্রায় ১০ বছর আগে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। তারা দেশটির গুজরাট রাজ্যের শচীন এলাকায় হকারি করতেন। ৯৮ বিএসএফ ক্যাম্পের সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিলে বিজিবি তাদের আটক করে।
পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান জানান, আটককৃত ৯ জন বর্তমানে ৬১ বিজিবির হেফাজতে আছেন। আজ বিকেলে তাদের পাটগ্রাম থানায় সোপর্দ করবে বিজিবি। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
ঢাকা/সিপন/মাসুদ