পাকিস্তান শাহীন্সের রান পাহাড়ে চাপা পড়ে হারল বাংলাদেশ
Published: 14th, August 2025 GMT
অস্ট্রেলিয়ার ডারউইনে আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) থেকে শুরু হওয়া টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেল বাংলাদেশ ‘এ’ দল। ২২৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ১৯ বল হাতে থাকতেই ১৪৮ রানে অলআউট হয়ে যায় নুরুল হাসান সোহানের দল। ফলে পাকিস্তান শাহীন্সের কাছে ৭৯ রানের বড় ব্যবধানে হেরে যাত্রা শুরু করল গেলবারের ফাইনালিস্টরা।
রান তাড়া করতে নেমে ব্যাটিং শুরুতেই ধাক্কা। প্রথম ওভারেই বোল্ড হয়ে ফেরেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। তবে পরিস্থিতি সামাল দেন জিসান আলম ও সাইফ হাসান। দুজনের আক্রমণাত্মক ব্যাটিংয়ে মাত্র ৪ ওভারে আসে পঞ্চাশ রান। আর পাওয়ার প্লে শেষ হয় ৭৪ রানে। দ্বিতীয় উইকেটে তারা যোগ করেন ৩৮ বলে ৮৬ রান। কিন্তু অষ্টম ওভারে ছক্কা মারতে গিয়ে ১৭ বলে ৩৩ রান করা জিসান ক্যাচ দিয়ে ফেরেন। এরপর সাইফও থামেন ৫৭ রানে (৩২ বলে, ৫ চার ও ৩ ছক্কা)।
মাঝের ও নিচের সারির ব্যাটাররা আর দাঁড়াতে পারেননি। সোহান কিছুটা চেষ্টা করলেও (১৬ বলে ২২), বাকিদের ব্যর্থতায় শেষ দিকে মাত্র ৮ রানের ব্যবধানে হারায় ৫ উইকেট।
আরো পড়ুন:
পাকিস্তান শাহীনসের তাণ্ডবে বাংলাদেশের সামনে ২২৮ রানের পাহাড়
বাগদান সারলেন শচীনপুত্র অর্জুন, পাত্রী কে?
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শাহীন্সের দুই ওপেনার খাজা নাফে ও ইয়াসির খান মিলে গড়ে দেন ধ্বংসাত্মক সূচনা। প্রথম ১০ ওভারে স্কোরবোর্ডে ওঠে একশর বেশি রান। নাফে ৩১ বলে ৬১ রানে রান আউট হওয়ার আগে জুটিতে আসে ১১৮ রান। ইয়াসির করেন ৪০ বলে ৬২।
তৃতীয় উইকেটে মাত্র ২৩ বলে ৪৯ রান যোগ করেন আব্দুল সামাদ ও মোহাম্মদ ফাইক। ফাইককে হারালেও শেষ দিকে সামাদের (২৭ বলে অপরাজিত ৫৬) সঙ্গে ইরফান খান (১২ বলে ২৫) দলকে পৌঁছে দেন ২২৭ রানে।
বাংলাদেশের হয়ে সবচেয়ে কৃপণ ছিলেন হাসান মাহমুদ। ৪ ওভারে খরচ করেন ৩৪ রান। অন্যদিকে রিপন, রকিবুল, মৃত্যুঞ্জয়, মাহফুজুর ও সাইফের ওভারগুলোতে জমেছে প্রচুর রান, যা পাকিস্তানের বিশাল সংগ্রহ গড়তে বড় ভূমিকা রাখে।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
এভাবে লুচি বানালে ফুলবেই ফুলবে, জেনে নিন রেসিপি
উপকরণ
ময়দা: ২ চামচ
আটা: দেড় চামচ
চিনি: ১ চা-চামচ
ঘি: ১ চা-চামচ
তেল: ১ চা-চামচ।
প্রণালিসব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। একটু গরম পানি দিয়ে ময়ান বানাতে হবে। ময়ান পাঁচ মিনিটের মতো মেখে রাখুন। তারপর লুচি বেলে ডুবোতেলে ভেজে নিতে হবে।
আরও পড়ুনপূজায় অপু বিশ্বাসের প্রিয় খাবার মহাষ্টমীর ভোগের থালা, দেখুন তাঁর দেওয়া রেসিপি৩০ সেপ্টেম্বর ২০২৫