রূপগঞ্জে যুব সমাজের নামে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ
Published: 14th, August 2025 GMT
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মদক বিক্রিতে বাধা দেওয়ায় যুব সমাজের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও থানায় মিথ্যা অভিযোগের প্রতিবাদে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার মৈকুলি এলাকায় এ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী।
এ সময় বক্তারা বলেন, আমরা এলাকায় মদকের বিরুদ্ধে এ সমাজে কাজ করায় ও মাদক বিক্রিতে বাধা দেওয়ায় আমাদের নিয়ে মাদকবিক্রেতা ও মাদকের সেল্টারদাতারা মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন ও উদ্দেশ্য প্রণীতভাবে থানায় অভিযোগ করেন। আমরা এর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বক্তারা আরো বলেন, খিদিরপুর বড়বিডা সোনারগাঁও ও রূপগঞ্জের শেষ সীমানা হওয়ায় এখানে প্রতিদিন মাদকের রমরমা ব্যবসা চলে। এর প্রতিবাদ করায় মাদক ব্যবসায়ীর সিন্ডিকেট সোনারগাঁও থানায় মিথ্যা অভিযোগ করে পুনরায় মাদক ব্যবসা চালাতে অপচেষ্টা চালাচ্ছে। এ অপচেষ্টা করে লাভ নেই।
এলাকায় মাদক ব্যবসা চিরতরে বন্ধ করায় আমরা ঐক্যবদ্ধ। যত বাধা বিপত্তি আসুক আমরা মাদকের বিরুদ্ধে কথা বলে যাব।
এ সময়ে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন খিদিরপুর বড়বিরা নয়াপাড়া ও মৈকুলি সহ আশপাশের গ্রামবাসী ও যুবসমাজ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ ব যবস
এছাড়াও পড়ুন:
‘কুত্তা শাকিল’ গ্রেপ্তার
বগুড়া জেলা মৎস্যজীবী লীগের সভাপতি ও ১০ মামলার আসামি শাকিল মাহমুদ ওরফে ‘কুত্তা শাকিল’কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে, গত রাত সাড়ে ১১টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও শাজাহানপুর থানা পুলিশের যৌথ অভিযানে বগুড়া শহরের মফিজ পাগলার মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাকিল শাজাহানপুরের জোকা এলাকার আব্দুল জলিল কেরানীর ছেলে এবং বগুড়া জেলা মৎস্যজীবী লীগের সভাপতি। তিনি আলোচিত ক্যাডার হত্যাসহ দেড় ডজন মামলার আসামি ও স্বেচ্ছাসেবক লীগ নেতা নুরুজ্জামান নুরুর সহযোগী।
আরো পড়ুন:
ইটনায় ইউএনওর বাসভবনে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ১
প্রবাসীর পরিত্যক্ত ঘরে মিলল ৩০ হাতবোমা
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম শফিক বলেন, ‘‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের মফিজ পাগলার মোড় এলাকা থেকে শাকিল মাহমুদ ওরফে কুত্তা শাকিলকে গ্রেপ্তার করা হয়েছে। শাকিলের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, হত্যাচেষ্টা, মারধর, চাঁদাবাজি, অনধিকার প্রবেশ, নারীর শ্লীলতাহানি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনের একাধিক মামলা রয়েছে।’’
ঢাকা/এনাম/রাজীব