নিয়মরক্ষার ম্যাচেও শ্রীলঙ্কাকে ২০৩ রানের টার্গেট ছুড়ল ভারত
Published: 26th, September 2025 GMT
সুপার ফোরে পাকিস্তান ও বাংলাদেশকে হারিয়ে আগেই এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করেছে ভারত। আজ শুক্রবার রাতে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে তারা। ম্যাচটি নিয়মরক্ষার হলেও মারদাঙ্গা ব্যাটিংয়ে ৫ উইকেট হারিয়ে ২০২ রান করেছে ভারত। শেষ ম্যাচটি জিততে শ্রীলঙ্কাকে করতে হবে ২০৩ রান।
ব্যাট হাতে ভারতের হয়ে ঝড় তোলেন অভিষেক শর্মা, তিলক ভার্মা, সঞ্জু স্যামসন ও অক্ষর প্যাটেল।
আরো পড়ুন:
চূড়ান্ত ভোটার তালিকায় ফিরলো বাদ পড়া ১৫ ক্লাব
এনসিএল টি-টোয়েন্টি: শান্ত-সোহানের ঝড়ে রাজশাহীর জয়
অভিষেক আজ ৩১ বল খেলে ৮টি চার ও ২ ছক্কায় ৬১ রানের ইনিংস খেলে যান। তিলক ৩৪ বলে ৪টি চার ও ১ ছক্কায় অপরাজিত থাকেন ৪৯ রানে। সঞ্জু ১টি চার ও ৩ ছক্কায় খেলে যান ৩৯ রানের ইনিংস। আর অক্ষর ১টি চার ও ১ ছক্কায় অপরাজিত থাকেন ২১ রানে।
শ্রীলঙ্কার চারিথ আসালঙ্কা ২ ওভারে ১৮ রানে ১টি, দাসুন শানাকা ২ ওভারে ২৩ রানে ১টি, মহেশ থিকশানা ৪ ওভারে ৩৬ রানে ১টি, ওয়ানিন্দু হাসারাঙ্গা ৪ ওভারে ৩৭ রানে ১টি ও দুশমান্থে চামিরা ৪ ওভারে ৪০ রানে ১টি উইকেট নেন।
সুপার ফোরে এটিই শ্রীলঙ্কার শেষ ম্যাচ। এরপর তারা দেশে ফিরে যাবে। আর ভারত রোববার ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।