টি-টোয়েন্টি ম্যাচ কখন যে রং পাল্টায় তা বোঝা একেবারেই কঠিন৷ জাতীয় ক্রিকেট লিগে বরিশাল ও সিলেট বিভাগের ম্যাচে এমন কিছুই হলো। সবাই যখন বরিশালকেই জয়ের আসনে বসিয়ে ফেলেছিল তখন সিলেট রং পাল্টে ম্যাচটাকে নিজেদের নিয়ন্ত্রনে নিয়ে আসে। শেষমেষ জিতেও নেয়। 

শেষ ২ ওভারে ৩২ রানের সমীকরণ মিলিয়ে সিলেটকে অসাধারণ এক জয় এনে দেন রেজাউর রহমান রাজা ও সৈয়দ খালেদ আহমেদ৷ ১৯তম ওভারে নাটকের শুরু। রুয়েল মিয়ার এলোমেলো বোলিংয়ে রাজা ও খালেদ ২০ রান তুলে নেন। রাজার ২ চার হাঁকান। খালেদের ব্যাট থেকে আসে বিশাল ছক্কা। এছাড়া তিনটি ওয়াইড, একটি ডাবল ও একটি সিঙ্গেলে রুয়েল মিয়া এলোমেলো হয়ে যান৷ 

শেষ ওভারে লক্ষ্য কেবল ১০ রান। পেসার মেহেদী হাসানের প্রথম বলেই লং অন দিয়ে ছক্কা উড়ান রাজা। পরের বলে ১ রান। তৃতীয় বলে খালেদ লং অনে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেও চতুর্থ বলে নাঈম হোসেন শরীফ চার মেরে দলের প্রথম জয় নিশ্চিত করেন। খালেদ ১২ ও রাজা ১৯ রান করেন।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট মাঠে আগে বাটিং করে বরিশাল ৮ উইকেটে ১৪১ রান করে। জবাবে সিলেট ২ বল আগে ২ উইকেটের জয় নিশ্চিত করে।  

লক্ষ্য আহামরি বড় ছিল না কিন্তু সিলেটের ব্যাটসম্যানদের শুরুর আসা-যাওয়ার মিছিলে চাপে পড়ে তারা। স্কোরবোর্ডের ৫৭ রান তুলতেই ৪ উইকেট হারায় সিলেট। দেয়াল হয়ে দাঁড়িয়ে অমিত হাসান চেষ্টা চালিয়ে যান। পঞ্চম উইকেটে তাকে সঙ্গ দেন গালিব। ২৪ রান আসে গালিবের ব্যাট থেকে। 

মনে হচ্ছিল বরিশালের বোলাররা পথ হারাবেন এই দুই ব্যাটসম্যানের ব্যাটেই। কিন্তু জাতীয় দলের স্পিনার তানভির ইসলাম হাল ছাড়েননি। গালিবকে ফিরিয়ে জুটি ভাঙেন৷ এরপর থেকে রুয়েল মিয়া টিকতে দেননি নতুন ব্যাটসম্যান তৌহিদুলকে৷ 

সিলেটের আশা কখনো টিকিয়ে দেখেছিলেন অমিত। কিন্তু দুর্ভাগা এক রান আউটে ডানহাতি ব্যাটসম্যান ফিরলে ম্যাচ বরিশালের ভাগ্যে চলে আসে। অমিত ৩২ বলে ৩৯ রান করেন ৫ বাউন্ডারিতে। কিন্তু রাজা ও খালেদ সব উলটপালট করে ম্যাচটা ছিনিয়ে নেয়।   

এর আগে বরিশালের ইনিংস একাই টেনেছেন ফজলে মাহমুদ রাব্বি। তিনে নেমে ইনিংসের ১৯তম ওভার পর্যন্ত টিকে ছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। ৪৪ বলে ৪টি করে চার ও ছক্কায় করেন ৬০ রান। তৃতীয় উইকেটে তাকে সঙ্গ দেন সালমান হোসেন ইমন। দুজনের ব্যাট থেকে আসে ৪৫ রানের জুটি৷ সালমান দ্বিতীয় সর্বোচ্চ ২১ বলে ৩৫ রান করেন ৪টি ছক্কায়। এছাড়া দলের অন্য কোন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরেও যেতে পারেনি। তাতে একেবারে মামুলি পুঁজি পায় বরিশাল বিভাগ।

সিলেটের হয়ে পেসার ইবাদত হোসেন ২৪ রানে নেন ৩ উইকেট। তার ৪ ওভারে ১৬টি বল ছিল ডট। আবার তিন ছক্কাও হজম করেছেন। ম্যাচ সেরার পুরস্কার পান ইবাদত।

ঢাকা/ ইয়াসিন

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব য টসম য ন র ন কর বর শ ল উইক ট

এছাড়াও পড়ুন:

সাত বছর আগে সাংবাদিক খাসোগি হত্যার পর প্রথম যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সৌদি যুবরাজ

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। আগামীকাল মঙ্গলবার হোয়াইট হাউসে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকের লক্ষ্য তেল ও নিরাপত্তা খাতে দুদেশের বহু দশকের সহযোগিতার সম্পর্ক আরও গভীর করা। একই সঙ্গে বাণিজ্য, প্রযুক্তি এবং সম্ভাব্য পারমাণবিক জ্বালানি খাতে সম্পর্ক আরও বিস্তৃত করা।

২০১৮ সালে ইস্তাম্বুলে সাংবাদিক এবং সৌদি রাজপরিবারের কট্টর সমালোচক জামাল খাসোগি হত্যাকাণ্ডের পর এটাই যুবরাজ সালমানের প্রথম যুক্তরাষ্ট্র সফর।

আরও পড়ুনসৌদি আরবের যুবরাজের সঙ্গে বৈঠক করলেন ট্রাম্প১৩ মে ২০২৫

সৌদি আরবের গোয়েন্দারা ইস্তাম্বুলে সৌদি দূতাবাসের ভেতর খাসোগিকে হত্যা করেছিলেন বলে অভিযোগ। এ হত্যাকাণ্ড বিশ্বজুড়ে তুমুল আলোড়ন তুলেছিল। অনেকে অভিযোগ করেছিলেন, খাসোগি হত্যাকাণ্ডের পেছনে যুবরাজ সালমানের হাত রয়েছে।

পরে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো এ সিদ্ধান্তে উপনীত হয়েছিল, যুবরাজই খাসোগিকে অপহরণ বা হত্যার অনুমোদন দিয়েছিলেন।

যুবরাজ সালমান খাসোগিকে হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ অস্বীকার করেন। তবে তিনি সৌদি আরব সরকারের একজন শীর্ষ কর্মকর্তা হিসেবে এ হত্যার দায় স্বীকার করেছিলেন।

খাসোগি হত্যার পর সাত বছরের বেশি সময় পেরিয়ে গেছে। বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র এবং সবচেয়ে বেশি তেল উত্তোলনকারী দেশ সৌদি আরব নিজেদের মধ্যে সম্পর্ক নতুন করে এগিয়ে নিতে চাইছে।

আরও পড়ুনসৌদি আরবের সঙ্গে ‘ইতিহাসের সবচেয়ে বড় অস্ত্র বিক্রির চুক্তি’ যুক্তরাষ্ট্রের১৩ মে ২০২৫

ট্রাম্প গত মে মাসে সৌদি আরবে তাঁর সফরের সময় দেওয়া ৬০ হাজার কোটি ডলারের সৌদি বিনিয়োগ প্রতিশ্রুতির সুযোগ কাজে লাগাতে চাইছেন।

মে মাসের ওই সফরে ট্রাম্প সৌদি আরবে মানবাধিকার–সংক্রান্ত বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করা স্পষ্টভাবে এড়িয়ে গিয়েছিলেন। এবারও তিনি একই পথে হাঁটবেন বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে যুবরাজ মোহাম্মদ আঞ্চলিক অস্থিরতার মধ্যে নিজ দেশের নিরাপত্তার নিশ্চয়তা চাইছেন। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি (এআই) এবং বেসামরিক খাতে একটি পারমাণবিক প্রকল্প চুক্তির পথে অগ্রসর হতে চাইছেন।

আরও পড়ুনখাসোগি হত্যা সবচেয়ে জঘন্য ধামাচাপার ঘটনা: ট্রাম্প২৪ অক্টোবর ২০১৮

যুক্তরাষ্ট্র ও সৌদি আরব দীর্ঘদিন ধরেই এমন একটি সম্পর্ক বজায় রেখেছে, যেখানে সৌদি আরব যুক্তরাষ্ট্রের কাছে তাদের পছন্দমতো দামে তেল বিক্রি করবে এবং যুক্তরাষ্ট্র সৌদি আরবকে নিরাপত্তা দেবে।

আরও পড়ুনখাসোগিকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে: সৌদি আরব২৬ অক্টোবর ২০১৮

সম্পর্কিত নিবন্ধ