এনামুল-সৌম্যর ব্যাটে রান, ঢাকার দ্বিতীয় হার
Published: 28th, September 2025 GMT
আগের দিন রাজশাহীর বিপক্ষে রান না পেলেও আজ ঢাকা মেট্রোর বিপক্ষে দ্যুতি ছড়িয়েছেন এনামুল হক বিজয়৷ তার সঙ্গে পাল্লা দিয়ে ব্যাটিং করে রান পেয়েছেন সৌম্য সরকারও। এছাড়া আফিফ ও ইমরান রেখেছেন অবদান।
চারজনের সম্মিলিত প্রচেষ্টায় জাতীয় ক্রিকেট লিগে ঢাকা মেট্রোর বিপক্ষে ৫ উইকেটে ১৭১ রান করে খুলনা বিভাগ। জবাব দিতে নেমে ঢাকা মেট্রো ইনিংস গুটিয়ে যায় ১৫৯ রানে। ২২ রানে জয় পায় খুলনা বিভাগ৷ ঢাকা মেট্রো পরপর দুদিন দুই ম্যাচ হারল। খুলনার তৃতীয় ম্যাচে এটি প্রথম জয়।
টস হেরে ব্যাটিংয়ে নেমে খুলনার শুরুটা ছিল দারুন। দুই ওপেনার ৮.
এরপর এনামুল ও আসিফের ব্যাটে ভর করে খুলনা ১৭১ রানের পুঁজি পায়৷ ২৬ বলে ৬টি চার ও ২ ছক্কায় ৪৯ রান করেন এনামুল। এক রানের জন্য তার ফিফটি মিস হলেও ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন তিনি। আফিফ ২৫ বলে ৩৩ রান করেন ৩টি চার ও ১ ছক্কায়।
ঢাকা মেট্রোর হয়ে আবু হায়দার রনি দুই উইকেট নেন ৪৩ রান দিয়ে।
জবাব দিতে নেমে নাঈম শেখ ও আনিসুল ইসলাম বাদে কেউই ভালো করতে পারেননি। নাঈম দলের হয়ে সর্বোচ্চ ২৩ বলে ৩৩ রান করেন। আনিসুল দুইটি করে চার ও ছক্কায় ২৮ রান করেন। ২২ রান আসে শামসুর রহমান শুভর ব্যাট থেকে। বাকিরা কেউ বিশের ঘর পেরোতে পারেননি।
মৃত্যুঞ্জয় চৌধুরী বোলিংয়ে ২২ রানে নেন ৩ উইকেট। ২ উইকেট পেয়েছেন পারভেজ জীবন।
ঢাকা/ ইয়াসিন
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র ন কর ন এন ম ল উইক ট
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।