নারায়ণগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশনে শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীর দিনে কুমারি পূজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে জাঁকজমকপূর্ণভাবে ধর্মীয় রীতি অনুসরণ করে দুর্গা দেবীকে কুমারী রূপে পূজা করা হয়। 

এসময় নারায়ণগঞ্জ ছাড়াও আশেপাশের বিভিন্ন জেলা থেকে ভক্তবৃন্দরা এই পূজায় অংশ নিতে নারায়ণগঞ্জে আসেন। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে পূজা অনুষ্ঠিত হয়।

রামকৃষ্ণ মিশনে আয়োজিত কুমারী পূজায় এ বছর কুমারীর আসনে বসেছেন ৭ বছরের রাজশ্রী ভট্টাচার্য্য। তাকে দুর্গা প্রতিমার দেবীজ্ঞানে পূজা করা হয়। 

রাজশ্রী ভট্টাচার্য্য নারায়ণগঞ্জের দেওভোগ আখড়া এলাকার পাপ্পু ভট্টাচার্য্য ও স্বর্না ভট্টাচার্য্যের মেয়ে। তিনি মোদগুল্লো গোত্রের। রাজশ্রী ভট্টাচার্য্য নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। 

সনাতনী শাস্ত্র অনুযায়ী, কুমারী হ”েছ শুদ্ধতার প্রতীক। দেবী দুর্গার আরেক নাম কুমারী। এ পূজার মাধ্যমে স্বয়ং দেবী দুর্গা মানুষের ভেতরে বিকশিত হন। পৃথিবীতে দেবী দুর্গাই সনাতনধর্মের মানুষের কাছে সর্বশক্তিমান। তাকে লক্ষ্য করেই কুমারী পূজা করা হয়। এবারের পূজাতেও দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা করেন হিন্দু ধর্মাবলম্বীরা। 

কুমারী রাজশ্রীর বাবা-মা বলেন, আমার মেয়েকে যে কুমারী রুপে বসাতে পেরেছি এজন্য আমি আনন্দিত। আজকে আমি সকলের জন্য মঙ্গল কামনা করছি। নারায়ণগঞ্জবাসীর জন্য মঙ্গল কামনা করি। 

রামকৃষ্ণ মিশনের মহারাজ পূজা শেষে বলেন, স্বামী বিবেকানন্দ বলেছেন মেয়েদের মধ্যে ভগবানকে দেখার চেষ্টা করো। যে সমাজে,দেশে, পরিবারে মেয়েরা শান্তিতে নাই ওই পরিবার, দেশ  শান্তিতে থাকতে পারবে না। এজন্য মায়েদেরকে সম্মান জানাতে হবে।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

রূপগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে আমীর হোসেন (৫০) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক হুমায়রা তাসমিন এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আমীর হোসেন জামালপুর জেলার ইসলামপুরের মহলগিরী এলাকার শাহ জামালের ছেলে। রায় ঘোষণার সময়ে তিনি আদালতে অনুপস্থিত ছিলেন।

কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান জানান, রূপগঞ্জের পশ্চিমগাঁও এলাকার মো. আবু তালেবের মেয়ে বিলকিছ বেগমের সঙ্গে আমীর হোসেনের বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক ঝগড়া-বিবাদ লেগে থাকত।

২০০৩ সালের ২৭ ফেব্রুয়ারি রাতে আমীর হোসেন বিলকিছ বেগমকে তাদের বাড়ির পাশে ডেকে নিয়ে হত্যা করে। এই ঘটনায় বিলকিছের বাবা আবু তালেব রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এই রায় দেন।
 

সম্পর্কিত নিবন্ধ

  • ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে রাষ্ট্র মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ
  • ইনসাফপূর্ণ সমাজ গঠনে আল কোরআনের কোন বিকল্প নাই : ড. ইকবাল
  • হাসপাতালে শয্যাসংকট, মেঝেতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা
  • মহানবমীতে আড়াইহাজার ও রূপগঞ্জের বিভিন্ন মন্দির পরিদর্শনে না.গঞ্জ ঐক্য পরিষদ  
  • রূপগঞ্জে চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ বাড়িওয়ালার বিরুদ্ধে
  • দুই মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে ১৯ কিলোমিটার যানজট
  • নারায়ণগঞ্জে সাদাপোশাকে আসামি ধরতে গিয়ে হামলার শিকার, র‌্যাবের ৩ সদস্য আহত
  • বিএনপির এই ভালোবাসা সনাতন সম্প্রদায় ভুলবে না : শিপন সরকার 
  • না.গঞ্জ সদরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে প্রাণিসম্পদ কর্মকর্তা
  • রূপগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন