চেলসিতে ফিরে মরিনিও বললেন, কেউ চারটি লিগ না জেতা পর্যন্ত আমিই সেরা
Published: 30th, September 2025 GMT
পোর্তোকে চ্যাম্পিয়নস লিগ জেতানোর পর ইউরোপের শীর্ষ ৫ লিগে যাত্রাটা চেলসিকে দিয়েই শুরু করেছিলেন জোসে মরিনিও। তাঁর হাত ধরে দুই মেয়াদে রেকর্ড তিনটি প্রিমিয়ার লিগ জিতেছিল চেলসি, ক্লাবের ইতিহাসে যা কোনো কোচের সর্বোচ্চ লিগ জয়।
সম্প্রতি আবার চেলসিতেই ফিরছেন মরিনিও। তবে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির কোচ হিসেবে নয়, মরিনিও এবার স্টামফোর্ড ব্রিজে ফিরলেন বেনফিকার কোচ হয়ে। চ্যাম্পিয়নস লিগে আজ বাংলাদেশ সময় রাত একটায় চেলসির মুখোমুখি হবে বেনফিকা।
এই ম্যাচ সামনে রেখে মরিনিও দাবি করেছেন, তিনি এখনো চেলসির ইতিহাসে সেরা কোচ। এর আগে ২০১৭ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসেবে স্টামফোর্ড ব্রিজে ফেরার ম্যাচে দর্শকেরা তাঁকে ‘জুডাস’ (বিশ্বাসঘাতক অর্থে) বলে কটাক্ষ করেছিলেন, জবাবে তিনি বলেছিলেন, ‘জুডাস এখনো নাম্বার ওয়ান।’
আরও পড়ুন২৫ বছর পর সেই বেনফিকাতে ফিরলেন মরিনিও১৯ সেপ্টেম্বর ২০২৫সেই কথা এখনো বিশ্বাস করেন কি না, জানতে চাইলে মরিনিও বলেন, ‘আমার আগে চেলসি সামান্য কিছু জিতেছিল, কিন্তু আমি আসার পর জয়ের ধারাবাহিকতা পেয়েছে। এরপর নতুন দল ও নতুন কোচের আগমন ঘটে, আরও ট্রফি আসে, ইউরোপিয়ান ট্রফিও জিততে থাকে আর সবচেয়ে বড় অর্জন হলো চ্যাম্পিয়নস লিগ। চেলসি এখন জয়ের মেশিন। তবে যতক্ষণ না কেউ চারটি লিগ জেতে, আমিই “বিগেস্ট ওয়ান” (সবার সেরা)।”’
মরিনিওর ফেরা নিয়ে আগ্রহের চাপ সামলাতে চেলসি গতকাল স্ট্যামফোর্ড ব্রিজের টেড ড্রেক স্যুইটে সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেখানে দেয়ালে ঝুলানো আছে দুটি ছবি—একটি মরিনিওর ২০০৬ সালের প্রিমিয়ার লিগ ট্রফি উঁচিয়ে ধরার এবং অন্যটি ২০১৫ সালের তৃতীয় শিরোপা জেতানোর পর তিন আঙুল তুলে দেখানোর। মরিনিও বসার কয়েক ঘণ্টা আগে একই জায়গায় বসেছিলেন চেলসির বর্তমান কোচ এঞ্জো মারেসকা, তবে তখন সেখানে তাঁর ছবি ছিল না।
বেনফিকার অনুশীলনে মরিনিও.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
এভাবে লুচি বানালে ফুলবেই ফুলবে, জেনে নিন রেসিপি
উপকরণ
ময়দা: ২ চামচ
আটা: দেড় চামচ
চিনি: ১ চা-চামচ
ঘি: ১ চা-চামচ
তেল: ১ চা-চামচ।
প্রণালিসব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। একটু গরম পানি দিয়ে ময়ান বানাতে হবে। ময়ান পাঁচ মিনিটের মতো মেখে রাখুন। তারপর লুচি বেলে ডুবোতেলে ভেজে নিতে হবে।
আরও পড়ুনপূজায় অপু বিশ্বাসের প্রিয় খাবার মহাষ্টমীর ভোগের থালা, দেখুন তাঁর দেওয়া রেসিপি৩০ সেপ্টেম্বর ২০২৫