নারী ওয়ানডে বিশ্বকাপের জমকালো উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ভারত দারুণ জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে গুয়াহাটির নেহরু স্টেডিয়ামে হরমনপ্রীত কৌরের দল লঙ্কানদের ৫৯ রানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করল দাপটের সঙ্গে।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে প্রথমে ছন্দে থাকলেও মাঝপথে বড় ধাক্কা খায় ভারত। ১২০ রানে মাত্র দুই উইকেট হারানোর পর হঠাৎ ১১ বলে চার উইকেট হারিয়ে ১২৪ রানে নেমে আসে দলের সংগ্রহ। ইনোকা রানাভিরার ঘূর্ণিতে তখন চাপে পড়ে স্বাগতিকরা। তবে সেখানেই জ্বলে ওঠেন অমনজোত কৌর ও দীপ্তি শর্মা। তাদের ১০৩ রানের দুর্দান্ত জুটি দলকে টেনে তোলে বিপদ থেকে। অমনজোত খেলেন দায়িত্বশীল ৫৭ রানের ইনিংস, দীপ্তি তুলে নেন ৫৩ রান। শেষ দিকে স্নেহ রানার ঝোড়ো ১৫ বলে ২৮ রানে ভর করে ভারত নির্ধারিত ৪৭ ওভারে দাঁড় করায় ২৬৯ রানের লড়াকু সংগ্রহ।

আরো পড়ুন:

এই বেদনা আমাকে লম্বা সময় পোড়াবে: লিটন

এশিয়া কাপের ‘ফ্লপ’ একাদশের অধিনায়ক সূর্যকুমার, আছেন গিল-রশিদও

বৃষ্টির কারণে শ্রীলঙ্কার লক্ষ্য নির্ধারিত হয় ২৭১ রান। রান তাড়া করতে নেমে চামারি আতাপাত্তুর নেতৃত্বে শুরুটা ভালোই করেছিল লঙ্কানরা। একসময় ৮২ রানে মাত্র একটি উইকেট হারিয়েই এগোচ্ছিল দল। তবে আতাপাত্তু (৪৩) ফেরার পর হঠাৎই ভেঙে পড়ে তাদের ইনিংস। একপর্যায়ে ১৪০ রানে ছয় উইকেট হারানোর পর আর ঘুরে দাঁড়াতে পারেনি অতিথিরা। শেষ পর্যন্ত ৪৬তম ওভারে অলআউট হয় ২১১ রানে।

বল হাতে দীপ্তি শর্মা দেখালেন অলরাউন্ড নৈপূণ্য। হাফসেঞ্চুরির পর তুলে নেন তিনটি উইকেট। স্নেহ রানা ও শ্রী চরাণি মিলে নেন আরও দুটি করে উইকেট।

২২ হাজারেরও বেশি দর্শকে গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ। ২২,৮৪৩ দর্শকের উপস্থিতি নারী বিশ্বকাপের গ্রুপপর্বের ম্যাচে সর্বকালের সর্বোচ্চ। দর্শক, আবহ ও মাঠের লড়াই; সব মিলিয়ে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচকে রূপ দেয় উৎসবে।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উইক ট হ র ব শ বক প

এছাড়াও পড়ুন:

দারুণ জয়ে বিশ্বকাপ যাত্রায় রঙিন সূচনা ভারতের মেয়েদের

নারী ওয়ানডে বিশ্বকাপের জমকালো উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ভারত দারুণ জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে গুয়াহাটির নেহরু স্টেডিয়ামে হরমনপ্রীত কৌরের দল লঙ্কানদের ৫৯ রানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করল দাপটের সঙ্গে।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে প্রথমে ছন্দে থাকলেও মাঝপথে বড় ধাক্কা খায় ভারত। ১২০ রানে মাত্র দুই উইকেট হারানোর পর হঠাৎ ১১ বলে চার উইকেট হারিয়ে ১২৪ রানে নেমে আসে দলের সংগ্রহ। ইনোকা রানাভিরার ঘূর্ণিতে তখন চাপে পড়ে স্বাগতিকরা। তবে সেখানেই জ্বলে ওঠেন অমনজোত কৌর ও দীপ্তি শর্মা। তাদের ১০৩ রানের দুর্দান্ত জুটি দলকে টেনে তোলে বিপদ থেকে। অমনজোত খেলেন দায়িত্বশীল ৫৭ রানের ইনিংস, দীপ্তি তুলে নেন ৫৩ রান। শেষ দিকে স্নেহ রানার ঝোড়ো ১৫ বলে ২৮ রানে ভর করে ভারত নির্ধারিত ৪৭ ওভারে দাঁড় করায় ২৬৯ রানের লড়াকু সংগ্রহ।

আরো পড়ুন:

এই বেদনা আমাকে লম্বা সময় পোড়াবে: লিটন

এশিয়া কাপের ‘ফ্লপ’ একাদশের অধিনায়ক সূর্যকুমার, আছেন গিল-রশিদও

বৃষ্টির কারণে শ্রীলঙ্কার লক্ষ্য নির্ধারিত হয় ২৭১ রান। রান তাড়া করতে নেমে চামারি আতাপাত্তুর নেতৃত্বে শুরুটা ভালোই করেছিল লঙ্কানরা। একসময় ৮২ রানে মাত্র একটি উইকেট হারিয়েই এগোচ্ছিল দল। তবে আতাপাত্তু (৪৩) ফেরার পর হঠাৎই ভেঙে পড়ে তাদের ইনিংস। একপর্যায়ে ১৪০ রানে ছয় উইকেট হারানোর পর আর ঘুরে দাঁড়াতে পারেনি অতিথিরা। শেষ পর্যন্ত ৪৬তম ওভারে অলআউট হয় ২১১ রানে।

বল হাতে দীপ্তি শর্মা দেখালেন অলরাউন্ড নৈপূণ্য। হাফসেঞ্চুরির পর তুলে নেন তিনটি উইকেট। স্নেহ রানা ও শ্রী চরাণি মিলে নেন আরও দুটি করে উইকেট।

২২ হাজারেরও বেশি দর্শকে গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ। ২২,৮৪৩ দর্শকের উপস্থিতি নারী বিশ্বকাপের গ্রুপপর্বের ম্যাচে সর্বকালের সর্বোচ্চ। দর্শক, আবহ ও মাঠের লড়াই; সব মিলিয়ে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচকে রূপ দেয় উৎসবে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ