নারীদের ওয়ানডে বিশ্বকাপ জয় দিয়ে শুরু করেছে অস্ট্রেলিয়া। আজ বুধবার (০১ অক্টোবর) রাতে তারা নিউ জিল্যান্ডের নারীদের হারিয়েছে ৮৯ রানের ব্যবধানে। ইন্দোরে অস্ট্রেলিয়া আগে ব্যাট করতে নেমে অ্যাশলে গার্ডনারের সেঞ্চুরিতে ভর করে ৪৯.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৩২৬ রান সংগ্রহ করে। জবাবে সোফি ডিভাইনের সেঞ্চুরি ভর করেও জিততে পারেনি কিউই নারীরা। ৪৩.

২ ওভারে তারা অলআউট হয়েছে ২৩৭ রানে।

রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার বোলারদের তোপের মুখে পড়ে নিউ জিল্যান্ডের মেয়েরা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। তার মধ্যে ব্যতিক্রম ছিলেন সোফি। তিনি ১১২ বল খেলে ১২টি চার ও ৩ ছক্কায় ১১১ রান করে আউট হন। অ্যামেলিয়া কের করেন দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান। এছাড়া ব্রুক হ্যালিডে ২৮, ইসাবেলা গেজ ২৮ ও ম্যাডি গ্রিন করেন ২০ রান। বাকিদের কেউ ছুতে পারেনি দুই অঙ্কের কোটা।

আরো পড়ুন:

মার্শ ঝড়ে বৃথা গেল রবিনসনের সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার দাপুটে জয়

স্টিডের জায়গায় ওয়াল্টার

বল হাতে অস্ট্রেলিয়ার শোফি মোলিনেক্স ৮.২ ওভারে ১ মেডেনসহ ২৫ রানে ৩টি ও অ্যানাবেল সাদারল্যান্ড ৯ ওভারে ১ মেডেনসহ ২৬ রানে নেন ৩টি। এছাড়া অ্যালানা কিং ৮ ওভারে ১ মেডেনসহ ৪৪ রানে নেন ২টি উইকেট।

তার আগে অস্ট্রেলিয়ার ইনিংসে অ্যাশলে ৮৩ বলে ১৬টি চার ও ১ ছক্কায় করেন ১১৫ রান। এছাড়া ফোবি লিচফিল্ড ৪৫, কিম গার্থ ৩৮, এলিসে পেরি ৩৩ ও তাহলিয়া ম্যাকগ্রাথ করেন ২৬ রান।

বল হাতে নিউ জিল্যান্ডের লিয়া তাহুহু ৮ ওভারে ৪২ রানে ৩টি, জেস কের ৮.৩ ওভারে ৫৯ রানে নেন ৩টি উইকেট। দুটি করে উইকেট নেন ব্রি ইলিং ও অ্যামেলিয়া।

অনবদ্য সেঞ্চুরিতে ম্যাচসেরা হন অস্ট্রেলিয়ার অ্যাশলে।

পরের ম্যাচে অস্ট্রেলিয়া শনিবার মুখোমুখি হবে শ্রীলঙ্কার মেয়েদের। আর সোমবার নিউ জিল্যান্ড লড়বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

ঢাকা/আমিনুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উইক ট

এছাড়াও পড়ুন:

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯

রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।

সম্পর্কিত নিবন্ধ