কাশীপুরে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেই লাপাত্তা বৃদ্ধ!
Published: 3rd, October 2025 GMT
ফতুল্লার কাশীপুরে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলেছেন আক্কাস বেপারী নামের এক বৃদ্ধ। এলাকায় জমি কিনে নতুন বাড়ি করার শুরুতেই তিনি বিএনপি নেতার চাঁদাবাজির শিকার হন। অভিযুক্ত কামাল বেপারী কাশীপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি।
বৃদ্ধ আক্কাস বেপারীর চাঁদাবাজির অভিযোগের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। কিন্তু এরপর থেকেই লাপাত্তা হন ওই বৃদ্ধ।
ভিডিওতে দেখা যায়, আক্কাস বেপারী বলছেন, তিনি নরসিংপুরে নিজ জমিতে বাড়ি নির্মাণ করার জন্য গাড়িতে করে ইট নিয়ে আসেন। কিন্তু কামাল নেতা ( বিএনপি সভাপতি) তাকে ইট নামাতে বাঁধা দেন। এবং তাকে বলেন, বাড়ি নির্মাণ করতে হলে নির্মাণসামগ্রীসহ সবকিছুই তার কাছ থেকেই নিতে হবে।
এলাকাবাসীর অভিযোগ, ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরে আক্কাস বেপারীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের ধারণা, এমন বক্তব্য দেয়ার পরে আক্কাস বিএনপি নেতার রোষানল থেকে বাঁচতে এলাকা ছেড়েছেন।
এমন অভিযোগের পরে কাশীপুর নরসিংপুর এলাকায় সরেজমিন খোঁজ নিয়ে আক্কাস বেপারীকে এলাকায় পাওয়া যায় নি। তবে আশেপাশের লোকজন জানিয়েছেন বাড়ি করার জন্য ইট নিয়ে আসার পর থেকে তাকে দেখা যাচ্ছে না।
এ বিষয়ে অভিযুক্ত কামাল বেপারী বলেন, ভিডিওটা আমিও দেখেছি। কিন্তু লোকটাকে চিনি না। এটা আমার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র। এর আগেও অনেকে আমার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলেছে। কিন্তু প্রমাণ করতে পারে নাই।
এ বিষয়ে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু বলেন, যদি কারো বিরুদ্ধে এ ধরনের অপরাধের প্রমাণ পাওয়া যায়, তবে অবশ্যই দলীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কারণ কোন ব্যক্তির অপরাধের দায় দল নিবে না।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ ব এনপ
এছাড়াও পড়ুন:
না’গঞ্জে বালক (অনূর্ধ্ব -১৫) ডেভেলপমেন্ট ফুটবল প্রতিযোগিতার বাছাই ও প্রশিক্ষণ
জেলা ক্রীড়া অফিস, নারায়ণগঞ্জের আয়োজনে বালক (অনূর্ধ্ব-১৫) ফুটবল প্রতিযোগিতার বাছাই ও প্রশিক্ষণ ২০২৫-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) সকালে ওসমানী পৌর স্টেডিয়াম মাঠে এ প্রতিযোগিতার বাছাই ও প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ফারজানা আক্তার সাথী জেলা ক্রীড়া অফিসার, নারায়ণগঞ্জের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাছলিমা শিরিন, উপজেলা নির্বাহী অফিসার, নারায়ণগঞ্জ সদর, নারায়ণগঞ্জ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হাসিনা মমতাজ, উপপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, নারায়ণগঞ্জ ও জনাব নাজমুন্নাহার, গবেষনা কর্মকর্তা জেলা শিক্ষা অফিস, নারায়ণগঞ্জ। প্রধান অতিথি প্রশিক্ষণের শুভ উদ্বোধন ঘোষনা করেন।
এ সময় অতিথিবৃন্দ প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখেন এবং সবার সফলতা কামনা করেন।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন খোরশেদ আলম নাছির, মাহমুদ হোসেন সুজন, মাহবুর রহমান বিজন।
প্রতিযোগীতায় ১২টি ফুটবল ক্লাব হতে ৬০ জন ফুটবল প্রতিযোগিদের নিয়ে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয় এবং প্রতিযোগতা শেষে প্রতিযোগীদের মাঝে পুরস্কার, জার্সি ও প্যান্ট বিতরণ করাহয়।
জেলা ক্রীড়া অফিসার, ফারজানা আক্তার সাথী জানান, ৪০ জন খেলোয়াড়কে প্রশিক্ষণের জন্য ১২ দিন ব্যাপী চলমান ২১ টি সেশন সম্পন্ন করা হবে।