কাশীপুরে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেই লাপাত্তা বৃদ্ধ!
Published: 3rd, October 2025 GMT
ফতুল্লার কাশীপুরে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলেছেন আক্কাস বেপারী নামের এক বৃদ্ধ। এলাকায় জমি কিনে নতুন বাড়ি করার শুরুতেই তিনি বিএনপি নেতার চাঁদাবাজির শিকার হন। অভিযুক্ত কামাল বেপারী কাশীপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি।
বৃদ্ধ আক্কাস বেপারীর চাঁদাবাজির অভিযোগের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। কিন্তু এরপর থেকেই লাপাত্তা হন ওই বৃদ্ধ।
ভিডিওতে দেখা যায়, আক্কাস বেপারী বলছেন, তিনি নরসিংপুরে নিজ জমিতে বাড়ি নির্মাণ করার জন্য গাড়িতে করে ইট নিয়ে আসেন। কিন্তু কামাল নেতা ( বিএনপি সভাপতি) তাকে ইট নামাতে বাঁধা দেন। এবং তাকে বলেন, বাড়ি নির্মাণ করতে হলে নির্মাণসামগ্রীসহ সবকিছুই তার কাছ থেকেই নিতে হবে।
এলাকাবাসীর অভিযোগ, ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরে আক্কাস বেপারীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের ধারণা, এমন বক্তব্য দেয়ার পরে আক্কাস বিএনপি নেতার রোষানল থেকে বাঁচতে এলাকা ছেড়েছেন।
এমন অভিযোগের পরে কাশীপুর নরসিংপুর এলাকায় সরেজমিন খোঁজ নিয়ে আক্কাস বেপারীকে এলাকায় পাওয়া যায় নি। তবে আশেপাশের লোকজন জানিয়েছেন বাড়ি করার জন্য ইট নিয়ে আসার পর থেকে তাকে দেখা যাচ্ছে না।
এ বিষয়ে অভিযুক্ত কামাল বেপারী বলেন, ভিডিওটা আমিও দেখেছি। কিন্তু লোকটাকে চিনি না। এটা আমার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র। এর আগেও অনেকে আমার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলেছে। কিন্তু প্রমাণ করতে পারে নাই।
এ বিষয়ে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু বলেন, যদি কারো বিরুদ্ধে এ ধরনের অপরাধের প্রমাণ পাওয়া যায়, তবে অবশ্যই দলীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কারণ কোন ব্যক্তির অপরাধের দায় দল নিবে না।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ ব এনপ
এছাড়াও পড়ুন:
রাঁধুনি চাই, জিম চাই! বলিউড তারকাদের ধুয়ে দিলেন ইশা
বলিউডে তারকাদের আকাশছোঁয়া চাহিদার কারণে হিন্দি সিনেমার নির্মাণ ব্যয় বেড়েছে। সম্প্রতি বিষয়টি নিয়ে কথা বলেছেন নির্মাতা অনুরাগ কাশ্যপ, প্রযোজক করণ জোহর থেকে বনি কাপুরেরা। এবার মুখ খুললেন ইশা কোপিকার। দীর্ঘ সময় ধরে বিভিন্ন ভাষার সিনেমায় কাজ করা এই অভিনেত্রী জানালেন, বড় তারকাদের সঙ্গে কাজ করার সময় প্রযোজকেরা প্রায়শই বিশাল খরচের সম্মুখীন হন। কারণ, সিনেমার বাজেটের বড় অংশই চলে তারকার নানা চাহিদা ও অতিরিক্ত সুবিধা মেটাতে।
সাইরাস ব্রোচার পডকাস্টে ইশা বলেন, ‘যদি কোনো অভিনেতা শুটিংয়ে আলাদা রাঁধুনি বা জিম চান, তাহলে প্রযোজকদের উপায় থাকে না। কিন্তু সমস্যাটি সিস্টেমের মধ্যে। কোনো সুপারস্টার ভালো গল্প ও কনটেন্ট ছাড়া হিট সিনেমা বানাতে পারে না। প্রযোজকেরা যখন বড় তারকার সঙ্গে চুক্তি করেন, তাঁরা জানেন—তারকা থাকলে প্রোজেক্টের লগ্নি ফেরত পাওয়া সহজ হয়। তাই তাঁরা অনেক সময় অন্যায় আবদার মেনে নেন। এভাবেই এই জটিল চক্র তৈরি হয়েছে।’
ইশা কোপিকার। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে