নরসিংদীতে অতিরিক্ত পুলিশ সুপারের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৭
Published: 5th, October 2025 GMT
নরসিংদীতে সড়কে যানবাহন থেকে চাঁদা তোলার সময় আটক দুই ব্যক্তিকে ছিনিয়ে নিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার সকালে নরসিংদী মডেল থানা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একাধিক টিম শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল শনিবার বেলা ১১টার দিকে পৌর এলাকার আরশীনগরে নরসিংদী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ আনোয়ার হোসেনের ওপর হামলার ঘটনা ঘটে। রাতেই নরসিংদী শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল আহমেদ বাদী হয়ে নরসিংদী মডেল থানায় মামলা করেন। মামলার এজাহারে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়।
গ্রেপ্তার সাতজন হলেন নরসিংদী শহরের ব্রাহ্মন্দী এলাকার মাহমুদুর রশিদের ছেলে ফজলুল রশিদ ওরফে আদর (৪০) ও হুমায়ুন কবিরের ছেলে মো.
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে এএসপি আনোয়ার হোসেন আট পুলিশ সদস্য নিয়ে শহরের বীরপুর এলাকা থেকে ফিরছিলেন। পথে বেলা ১১টার দিকে আরশীনগর মোড়ে অটোরিকশা ও সিএনজি থেকে চাঁদা তোলা হচ্ছে দেখতে পেয়ে তিনি গাড়ি থামান। এ সময় পুলিশ দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছিল। এতে ক্ষুব্ধ হয়ে তাঁদের সহযোগীরা পুলিশ সদস্যদের ওপর হামলা চালান। হামলায় এএসপি আনোয়ার হোসেনসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
আরও পড়ুনসড়কে চাঁদাবাজি থামাতে গিয়ে মার খেলেন অতিরিক্ত পুলিশ সুপার২০ ঘণ্টা আগেস্থানীয় লোকজনের সহায়তায় আহত এএসপিকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে রাজধানীর রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়।
নরসিংদীর পুলিশ সুপার (এসপি) মো. মেনহাজুল আলম প্রথম আলোকে বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হওয়ার পর এ পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাঁদের সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: র এল ক এল ক র ঘটন য়
এছাড়াও পড়ুন:
নরসিংদীতে এএসপি শামীম আনোয়ারের ওপর চাঁদাবাজদের হামলা
নরসিংদীতে সড়কে চাঁদাবাজির কারণ জানতে চাওয়ায় জেলার সহকারী পুলিশ সুপার (এএসপি) শামীম আনোয়ারের ওপর হামলা করা হয়েছে। শনিবার (৪ অক্টোবর) দুপুরে শহরের আরশিনগর এলাকায় হামলা করা হয়।
রাস্তার পাশে যানবাহন থেকে অবৈধভাবে চাঁদা তোলার বিষয়টি দেখে কারণ জানতে চান এই পুলিশ কর্মকর্তা। তখন অতর্কিতভাবে ৩০-৩৫ জনের দল তাকে ঘিরে ধরে মারধর করে। এতে তিনি আহত হন।
আরো পড়ুন:
ফ্লোটিলার ২১ নৌযান কব্জায় নেওয়ার দাবি ইসরায়েলের
খাগড়াছড়িতে হত্যা ও হামলার ঘটনায় ৩ মামলা
আহত অবস্থায় প্রথমে তাকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।
এএসপি শামীম আনোয়ার বলেন, “আজ (শনিবার) সকালে আরশিনগর এলাকায় দেখি, দুই ব্যক্তি যানবাহন থেকে টাকা তুলছেন। আমি তাদের জিজ্ঞেস করি, কীসের টাকা তুলছেন? যানবাহন থেকে চাঁদা তোলায় তো হাইকোর্টের নিষেধাজ্ঞা আছে। তখন ৩০-৩৫ জনের মতো লোক এসে আমার ওপর হামলা চালায়।’’
হামলায় আহত হয়ে এএসপি শামীম আনোয়ার মাটিতে লুটিয়ে পড়েন।
তিনি আরো বলেন, ‘‘তারা আমাকে ঘিরে ধরে কিল-ঘুষি মারতে থাকে এবং এক পর্যায়ে মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এরপর সঙ্গে থাকা পুলিশ সদস্যরা আমাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়।”
কয়েক দিন আগে এএসপি শামীম আনোয়ার নরসিংদীর সড়কে চাঁদাবাজি বন্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেন। একইসঙ্গে তিনি নিজের ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে ‘তিনি চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং যে কোনো সময় তার ওপর হামলা হতে পারে’ বলে আশঙ্কা প্রকাশ করেন।
নরসিংদী জেলা পুলিশ সুপার মেনহাজুল আলম বলেন, ‘‘বিষয়টা তত বড় না। আমরা খোঁজখবর নিচ্ছি। হেড কোয়ার্টারে কথা বলছি।’’
ঢাকা/হৃদয়/বকুল