বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট থেকে উঠে আসা ১৫টি ক্লাবের কাউন্সিলর বা প্রতিনিধির নাম চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কার্যক্রম স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, তা স্থগিত করা হয়েছে।

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে একটি ক্লাবের (নাখালপাড়া ক্রিকেটার্স) করা আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব আজ রোববার এ আদেশ দেন।

এর ফলে ১৫টি ক্লাবের কাউন্সিলর বা প্রতিনিধিরা বিসিবির আগামীকালের নির্বাচনে ভোট দিতে পারবেন বলে জানিয়েছেন বোর্ডের আইনজীবী মাহিন এম রহমান।

এর আগে গত আওয়ামী লীগ সরকারের সময়ে তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট থেকে উঠে আসা বিতর্কিত ১৫টি ক্লাবের কাউন্সিলর বা প্রতিনিধিদের নাম রেখে গত ২৬ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে বিসিবির নির্বাচন কমিশন। ভোটার তালিকায় ১৫টি ক্লাবের কাউন্সিলর বা প্রতিনিধির নাম অন্তর্ভুক্তির বৈধতা নিয়ে বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদ হাইকোর্টে রিট করেন।

রিটের প্রাথমিক শুনানি নিয়ে ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট রুল দিয়ে ১৫টি ক্লাবের কাউন্সিলর বা প্রতিনিধির নাম চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কার্যক্রম স্থগিত করেন।

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে নাখালপাড়া ক্রিকেটার্স আপিল বিভাগে আবেদন করে, যা আজ আপিল বিভাগের চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে।

আদালতে নাখালপাড়া ক্রিকেটার্স ক্লাবের পক্ষের জ্যেষ্ঠ আইনজীবী মো.

রুহুল কুদ্দুস, আইনজীবী কায়সার কামাল ও মো. শফিকুল ইসলাম শুনানিতে ছিলেন।

রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মুস্তাফিজুর রহমান খান, সঙ্গে ছিলেন আইনজীবী মো. জহিরুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ ও অনীক আর হক। বিসিবির পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মাহিন এম রহমান।

রিট আবেদন থেকে জানা যায়, ১৫টি ক্লাব হলো এক্সিউম ক্রিকেটার্স, ঢাকা ক্রিকেট একাডেমি, পূর্বাচল স্পোর্টিং ক্লাব, নবাবগঞ্জ ক্রিকেট কোচিং একাডেমি, ওল্ড ঢাকা ক্রিকেটার্স, প্যাসিফিক ক্রিকেট একাডেমি, স্যাফায়ার স্পোর্টিং ক্লাব, মোহাম্মদপুর ক্রিকেট ক্লাব, গুলশান ক্রিকেট ক্লাব, ভাইকিংস ক্রিকেট একাডেমি, নাখালপাড়া ক্রিকেটার্স, বনানী ক্রিকেট ক্লাব, মহাখালী ক্রিকেট একাডেমি, ধানমন্ডি ক্রিকেট ক্লাব ও আলফা স্পোটিং ক্লাব।

এসব ক্লাবের তৃতীয় বিভাগ বাছাই পার হওয়ার প্রক্রিয়া স্বচ্ছ ছিল না বলে দুদকের আবেদনে এসেছে। বিষয়টি নিয়ে প্রকাশ্য অনুসন্ধানের সুপারিশ করে দুদক। বিসিবির নির্বাচন কমিশন ২৩ সেপ্টেম্বর প্রকাশিত খসড়া ভোটার তালিকায় ১৫টি ক্লাবকে রাখেনি। তবে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সুযোগ ছিল ক্লাবগুলোর। সেসব আপিল গ্রহণ ও নিষ্পত্তি করে ২৬ সেপ্টেম্বর প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় ১৫টি ক্লাবের প্রতিনিধিদের নাম রাখে বিসিবির নির্বাচন কমিশন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ক র ক ট এক ড ম স প ট ম বর আইনজ ব প রক শ

এছাড়াও পড়ুন:

নাটোরে আইনজীবীর ঝুলন্ত লাশ উদ্ধার

নাটোর শহরের লালবাজারে নিজ বাসা থেকে ভাস্কর বাগচি (৪৮) নামে এক আইনজীবীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

তিনি নাটোর জজ কোর্টের আইনজীবী ও আয়কর উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন। একইসঙ্গে নাটোর জেলা হিন্দু মহাজোটের সভাপতি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পরিবারের সদস্যরা নিজ বাসার সিঁড়ির নিচে ভাস্কর বাগচিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম বলেন, ‘‘প্রাথমিকভাবে ধারণা করছি, এটা আত্মহত্যা। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/আরিফুল/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • আগামীকাল বিসিবি নির্বাচনে বাধা নেই
  • নাটোরে নিজ বাড়ি থেকে আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • নাটোরে আইনজীবীর ঝুলন্ত লাশ উদ্ধার