‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে আয়োজিত জাতীয় কাবাডি প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার পুরুষ ও মহিলা কাবাডি দলকে আর্থিক অনুদান প্রদান করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

শনিবার রাতে (৪ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক দুই দলের জন্য আর্থিক অনুদান প্রদান করেন। আগামী ৫, ৬ ও ৭ অক্টোবর গোপালগঞ্জে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের জাতীয় খেলা কাবাডির প্রচার ও প্রসারে ক্রীড়ামুখী ও তারুণ্যবান্ধব এই উদ্যোগ নারায়ণগঞ্জ জেলার ক্রীড়াঙ্গনে জেলা প্রশাসনের সক্রিয় ভূমিকারই প্রতিফলন বলে মনে করছেন স্থানীয় ক্রীড়া সংগঠকরা।

দেশীয় ও ঐতিহ্যবাহী ক্রীড়ার উন্নয়ন ও প্রতিভা বিকাশে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বরাবরই অগ্রণী ভূমিকা রেখে চলেছেন।

নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা অ্যাডহক কমিটির সদস্য ও সাবেক জাতীয় ক্রিকেটার মো.

জাকারিয়া ইমতিয়াজ রবিবার বলেন, খেলাধুলা থেকে শুরু করে নারায়ণগঞ্জ জেলায় সবকিছুই এখন সুশৃঙ্খলভাবে চলছে। এই বিষয়ে জেলা প্রশাসকের অনেক অবদান আছে।

তিনি নারায়ণগঞ্জ ওসমানী পৌর স্টেডিয়ামের সংস্কারের জন্য মন্ত্রণালয় থেকে ইতিমধ্যেই বরাদ্দের ব্যবস্থা করেছেন। দ্রুতই ফুটবল মাঠ সংস্কার হবে।

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ জ ল

এছাড়াও পড়ুন:

রূপগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আছাউল হক ভূঁইয়া স্মৃতি ফুটবল ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত

“খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” এই স্লোগানে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের ঠাকুর বাড়ি টেক মরহুম বীর মুক্তিযোদ্ধা আছাউল হক ভূঁইয়া স্মৃতি ফুটবল ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ নবেম্বর) বিকালে ঠাকুর বাড়ি টেক স্পোর্টিং ক্লাবের আয়োজনে বায়তুল মোতালিব জামে মসজিদ মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। 

টুর্নামেন্টে ঠাকুর বাড়ি টেক একাদশ বনাম মঙ্গলখালী একাদশ প্রতিযোগিতা করে। পরে টাইব্রেকারে ২-০ গোলে পরাজিত করে মঙ্গলখালী একাদশ জয় লাভ করে। 

অনুষ্ঠানে রূপগঞ্জ থানা বিএনপির সদস্য কবির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাসুম বিল্লাহ।

খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুলতা ইউনিয়ন বিএনপির ৪নং ওয়ার্ডের সহ-সভাপতি মোক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক হাসান আলী ভূঁইয়া, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক এবং ভুলতা ইউনিয়ন যুবদলের সহ-যুববিষয়ক সম্পাদক মাসুদ রানা, ভুলতা ইউনিয়ন যুবদলের কার্যকরী সদস্য টিপু সুলতান, ভুলতা ইউনিয়ন বিএনপির ৪নং ওয়ার্ডের সহ সাধারণ সম্পাদক নাজমুল ভূঁইয়া, সদস্য আহাম্মদ মিয়া, আমির হোসেন প্রমুখ। 

এক উৎসবমুখর পরিবেশে খেলা শেষে বিজয়ী দল মঙ্গলখালী একাদশের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। 

এসময় বক্তারা বলেন, “খেলাধুলায় মাধ্যমে একটি শক্তিশালী সামাজিক কাঠামো গড়ে ওঠে। খেলাধুলা শুধু শরীরকেই সুস্থ রাখে না, এটি মানসিক চাপ কমাতেও সাহায্য করে।

নিয়মিত খেলাধুলা করলে মানুষের মন ভালো থাকে এবং মাদকের প্রতি আসক্তি কমে আসে।
 

সম্পর্কিত নিবন্ধ

  • নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি'র মাসিক সভা অনুষ্ঠিত 
  • মাসুদুজ্জামানকে মহানগর বিএনপি’র পূর্ণ সমর্থন, বিজয়ী করার অঙ্গীকার
  • না’গঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন করেন ডিসি রায়হান কবির
  • উপদেষ্টা রিজওয়ানার সাথে ‘’আমরা না’গঞ্জের সন্তান সমাজ কল্যাণ সংগঠন”
  • উপদেষ্টা রিজওয়ানার সাথে ‘’আমরা না’গঞ্জের সন্তান সমাজ কল্যাণ সংগঠন
  •  সোনারগাঁয়ে গৃহবধূ রিয়া মনিকে গলা কেটে হত্যা, স্বামী আদিল আটক
  • নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী
  • সোনারগাঁয়ে তরুণীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক
  • নবাগত জেলা প্রশাসকের সাথে খেলাফত মজলিস নেতৃবৃন্দের মতবিনিময়
  • রূপগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আছাউল হক ভূঁইয়া স্মৃতি ফুটবল ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত